বার্নিং ছাড়াই iso ফাইল ব্যবহার- সম্ভব কি?


বার্নিং ছাড়াই iso ফাইল ব্যবহার- সম্ভব কি?

 

একবার নেট থেকে একটি গেইম ডাউনলোড করেছিলাম দেখলাম ওটা iso ফাইল তার মানে সিডি/ডিভিডি-তে বার্ন করতে হবে।

কিন্তু বার্ন না করেই ফাইল খুলবো এবং গেইম খেলবো। সম্ভব কি? অবশ্যই সম্ভব।

চাইলে আপনারও পারবেন।

যেভাবে সম্ভব

1. অপশন মেনু থেকে Organize অপশনে যান।

2. সেখান থেকে Folder and search option.

3. View-তে যান।

4. Hide extensions for known file types- এই অপশনের টিক উঠিয়ে দিন। Apply এবং OK করে বেরিয়ে আসুন।

আপনারা চাইলে Control Panel থেকে Folder Option-এ গিয়েও এ কাজটি করতে পারেন।

এবার দেখেবেন ফাইলের নামের শেষে .iso লেখা দেখা যাচ্ছে। (উপরের ছবিতে দেখুুন)।

এবার ফাইলের উপর মাউস রেখে রাইট বাটনে ক্লিক করে Rename অপশনে যান। iso লেখাটি মুছে দিয়ে টাইপ করুন zip তবে অবশ্যই মনে রাখবেন zip এর আগে ডট থাকবে অর্থাৎ .zip তারপর এন্টার চাপুন, একটি সতর্ক বানী দেখতে পাবেন। Yes- এ ক্লিক করুন।

দেখুন ফাইলের চেহার পাল্টে গেছে।

এবার Winrar বা অন্য কোনো এ্যপ্লিকেশন দিয়ে আনজিপ করুন। আর দেখুন মজা।

চাইলে নিচে দেওয়া ভিডিও লিংক থেকে ভিডিও দেখে নিন।

বার্ন করা ছাড়াই iso ফাইলের ব্যবহার

 

আমি জানি আপনারা অনেকেই এটা জানেন। তবে আমার মতো যারা এখনও শিখছেন শুধু তাদের জন্য।

এ ধরনের কোনো টিউন এর আগে হয়ে থাকলে দয়া করে আমাকে জানান।

শেখার কেনো শেষ নেই, আমি এখনও শিখছি, চলবে অনন্ত কাল।

Level 0

আমি সবার আমি ছাত্র। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

শিক্ষা জীবন কখনও শেষ হবার নয়। প্রতিনিয়তই শিখে চলেছি। চলবে অনন্ত কাল।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

nice tune

ধন্যবাদ ।

Level New

kono prokar rename sarai winrar dia iso file extract kora jai

Level 2

Windows-7, Windows-8.1 .iso file এ just double click করুন, Automatically virtual dvd rom হিসেবে mount যাবে।তখন আপনি File copy, software setup সকল কাজ করতে পারবেন।

আমি উইন্ডোজে থাকা কালীন ভারচুয়াল ক্লোন ড্রাইভ ব্যবহার করছিলাম

http://www.slysoft.com/en/virtual-clonedrive.html

উইনরার দিয়ে তো আইএসও এক্সট্র্যাক্ট করা যায় 🙂

কমেন্ট করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। এই বিষয়টি আমি মাত্র নতুন জানলাম, তাই ভাবলাম আমার মতো নতুন যারা তাদের সাথে শেয়ার করি। পাশাপাশি আপনাদের থেকে নতুন আরও কিছু জানা হলো। আবারও সবাইকে ধন্যবাদ।

Ami gta4 game highly compress ekta rar file download Kore chilam iso file ta winrar die open hoi na. help plz