একবার নেট থেকে একটি গেইম ডাউনলোড করেছিলাম দেখলাম ওটা iso ফাইল তার মানে সিডি/ডিভিডি-তে বার্ন করতে হবে।
কিন্তু বার্ন না করেই ফাইল খুলবো এবং গেইম খেলবো। সম্ভব কি? অবশ্যই সম্ভব।
চাইলে আপনারও পারবেন।
1. অপশন মেনু থেকে Organize অপশনে যান।
2. সেখান থেকে Folder and search option.
3. View-তে যান।
4. Hide extensions for known file types- এই অপশনের টিক উঠিয়ে দিন। Apply এবং OK করে বেরিয়ে আসুন।
আপনারা চাইলে Control Panel থেকে Folder Option-এ গিয়েও এ কাজটি করতে পারেন।
এবার দেখেবেন ফাইলের নামের শেষে .iso লেখা দেখা যাচ্ছে। (উপরের ছবিতে দেখুুন)।
এবার ফাইলের উপর মাউস রেখে রাইট বাটনে ক্লিক করে Rename অপশনে যান। iso লেখাটি মুছে দিয়ে টাইপ করুন zip তবে অবশ্যই মনে রাখবেন zip এর আগে ডট থাকবে অর্থাৎ .zip তারপর এন্টার চাপুন, একটি সতর্ক বানী দেখতে পাবেন। Yes- এ ক্লিক করুন।
দেখুন ফাইলের চেহার পাল্টে গেছে।
এবার Winrar বা অন্য কোনো এ্যপ্লিকেশন দিয়ে আনজিপ করুন। আর দেখুন মজা।
চাইলে নিচে দেওয়া ভিডিও লিংক থেকে ভিডিও দেখে নিন।
বার্ন করা ছাড়াই iso ফাইলের ব্যবহার
আমি জানি আপনারা অনেকেই এটা জানেন। তবে আমার মতো যারা এখনও শিখছেন শুধু তাদের জন্য।
এ ধরনের কোনো টিউন এর আগে হয়ে থাকলে দয়া করে আমাকে জানান।
আমি সবার আমি ছাত্র। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
শিক্ষা জীবন কখনও শেষ হবার নয়। প্রতিনিয়তই শিখে চলেছি। চলবে অনন্ত কাল।
nice tune