আমরা নোডপ্যাড দিয়ে অনেকে অনেক ধরনের কাজ করে থাকেন। আজ আমি নোডপ্যাডের কয়েকটা কাজ শেয়ার করব।

১. নোটপ্যাড দিয়ে তৈরি করুন আপনার Digital Personal Diary 

প্রথমে আপনার Notepad টি ওপেন করুন

এইবার আপনার নোটপ্যাডের ভিতরে লিখুন .LOG (সম্পুর্ন বড় হাতের লেখা)
এবং যে কোন নামে এবং যে কোন ফরমেটে সেভ করুন। এইবার সেভ করা ফাইলটিতে ডাবল ক্লিক করে দেখুন, আপনার Personal Diary তৈরি হয়ে গেছে।

 ২. ফোল্ডার তৈরি করুন notepad দিয়ে

আমরা সাধারণত নতুন ফোল্ডার খুলতে গেলে প্রথমে মাউসের রাইট বাটন ক্লিক করি তারপর new তারপর folder এ ক্লিক করি। আবার folder গুলোর নাম দিতে একটা একটা করে rename  করি। এভাবে ঝামেলা না করে ‍কিভাবে notepad এ যত খুশি ফোল্ডার তৈরি করে তার রিনেম করা যায় তাই আজ আপনাদের দেখাচ্ছি:

প্রথমে আপনার কম্পিউটারের notepad open করুন। প্রথমেই লিখুন md তারপর space দিয়ে যে যে নামের ফোল্ডার তৈরি করতে চান সেই সেই নাম লিখুন। ধরুন আমি 1,2,3,4,5 নামের ৫ টি ফোণ্ডার তৈরি করতে চাই। তাহলে আমি নোটপ্যাডে লিখবো:

md 1 2 3 4 5

এবার সেভ করার পালা। সেভ এস এ ক্লিক করে যেকোনো নাম দিয়ে নামের শেষে .bat লিখে দেন। এবার আপনার .bat নামের ফাইলটি ওপেন করুন। দেখবেন 1 2 3 4 5 নামের ৫টি ফোল্ডার তৈরি হয়ে গেছে। এভাবে আপনার খুশি মতো যত খুশি ফোল্ডার তৈরি করতে পারেন।

 ৩. NOTEPAD দ্বারা CLEAN রাখেন আপনার কম্পিউটারের র‌্যাম

প্রথমে desktop এ গিয়ে একটি New text file ওপেন করুন। তারপর সেখানে নিচের লাইন টি টাইপ করুন।

FreeMem=Space(64000000)
এবার cleaningRAM.vbs নাম দ্বারা notepad ফাইল টি save করুন। [save করার সময় আপনাকে "All Files" option টি choose করতে হবে। তবে save করার সময় নামের শেষে যাতে .vbs লেখাটি থাকে সেটা সম্পর্কে নিশ্চিত হোন]
এরপর থেকে RAM কে clean রাখতে নিয়মিত file টি Run করুন।
আপনি চাইলে এটাকে edit করে নিচের লাইন টি দ্বারা সর্বোচ্চ cleaning সুবিধা ও পেতে পারেন। তাছাড়া এতে করে আপনার কম্পিউটার এর স্পিড ও বাড়াতে পারেন।
FreeMem=Space(1280000000)

৪. নিজে নিজেই সিডি /ডিভিডি রম বারবার খুলবে & বন্ধ হবে

এর জন্য Notepad এ নিচের কোড টাইপ করুন-

Set oWMP = CreateObject("WMPlayer.OCX.7")
Set colCDROMs = oWMP.cdromCollection
do
if colCDROMs.Count >= 1 then
For i = 0 to colCDROMs.Count - 1
colCDROMs.Item(i).Eject
Next
For i = 0 to colCDROMs.Count - 1
colCDROMs.Item(i).Eject
Next
End If
wscript.sleep 5000
loop

এবার সেভ করুন "Anyname.VBS" নামে এবং চালু করে মজা দেখুন।

৫. কম্পিউটারের Caps Lock বাটন বারবার অন-অফ হবে এমনিতেই

এর জন্য Notepad এ নিচের কোড টাইপ করুন-

Set wshShell =wscript.CreateObject("WScript.Shell")
do
wscript.sleep 100
wshshell.sendkeys "{CAPSLOCK}"
loop

এবার সেভ করুন "Anyname.VBS" নামে এবং চালু করে মজা দেখুন।

৬. বিভিন্ন Message বারবার দেখাবে

এর জন্য Notepad এ নিচের কোড টাইপ করুন-

@ECHO off
:Begin
msg * Hi
msg * Are you having fun?
msg * Yes I am!
msg * Lets have fun together!
msg * Because you have been o-w-n-e-d
GOTO BEGIN

এবার সেভ করুন "Anyname.BAT" নামে এবং এর পর ফাইল টা চালু করে মজা দেখুন।

৭. কম্পিউটারে শাট-ডাউন এর ম্যাসেজ দিবে এবং বন্ধ হয়ে যাবে

এর জন্য Notepad এ নিচের কোড টাইপ করুন-

@echo off
msg * I don't like you
shutdown -c "Error! You are too stupid!" -s

এবার সেভ করুন "Anyname.BAT" নামে এবং চালু করে মজা দেখুন।
কীবোর্ডকে ইমুলেট করে বারবার "তুমি একটা বোকা" লিখা:

এর জন্য Notepad এ নিচের কোড টাইপ করুন-

Hack your friend's keyboard and make him type "You are a fool" simultaneously:
Type :

Set wshShell = wscript.CreateObject("WScript.Shell")
do
wscript.sleep 100
wshshell.sendkeys "You are a fool."
loop

এবার সেভ করুন "Anyname.VBS" নামে এবং চালু করে মজা দেখুন।

৮. কীবোর্ডকে ইমুলেট করে বারবার "তুমি একটা বোকা" লিখা

এর জন্য Notepad এ নিচের কোড টাইপ করুন-
Hack your friend's keyboard and make him type "You are a fool" simultaneously:
Type :
Set wshShell = wscript.CreateObject("WScript.Shell")
do
wscript.sleep 100
wshshell.sendkeys "You are a fool."
loop
এবার সেভ করুন  "Anyname.VBS" নামে এবং চালু করে মজা দেখুন।

Level 0

আমি আশরাফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, আমি "আশরাফুল ইসলাম"। আমি বিশ্বের এই সর্ববৃহৎ বাংলা প্রযুক্তির সোসিয়াল নেটওয়ার্কের এর সাথে যুক্ত হয়েছি। আমি আপনাদের দারুন আর মানসম্মত টিউন নিয়মিত উপহার দিতে পারব বলে আশা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস