আসসালামু আলাইকুম
আমার তৃতীয় টিউনে সবাইকে স্বাগতম। এই টিউনে আমি দেখাব কিভাবে একটি প্রোগ্রাম তৈরির মাধ্যমে আপনার কম্পউটারের ইনস্টলকৃত যেকোন সফটওয়্যারকে পার্সওয়ার্ড এর মাধ্যমে ওপেন করা যায়। তবে এখানে আমি পার্সওয়ার্ড এর মাধ্যমে কিভাবে নোটপ্যাড সফটওয়্যারটি কিভাবে ওপেন করা যায় সেটা দেখিয়েছি।
প্রথমে আপনার কম্পিউটারের Notepad অথবা Notepad++ Software টি open করুন। তারপর নিচের Code টি হুবুহু টাইপ করুন বা Copy-Paste করুন।
এখন Save করুন আপনার ইচ্ছে মত যে কোন নামে, তবে ফাইলটির এক্সটেনশন অবশ্যই .vbs হতে হবে। আমি এখানে File টির নাম দিয়েছি softpass এবং এক্সটেনশনসহ এর নাম দিয়েছি softpass.vbs
নিচের চিত্রটি অনুসরণ করুন -
Save করার পর ফাইলটি দেখতে নিচের টিত্রের মত দেখাবে -
তারপর সফটওয়্যারটি রান করালে আপনাকে পাসওয়ার্ড হিসেবে 12345 দিতে হবে। লক্ষ্য করুন Code টির তৃতীয় লাইনে আমি পাসওয়ার্ড 12345 দিয়েছিলাম তাই এখানে পাসওয়ার্ড 12345 দিতে হয়েছে।
আপনি ভুল পাসওয়ার্ড দিলে Incorrect Password! দেখাবে
বি:দ্র: কি করে বুঝবেন কোন সফটওয়্যার এর ক্ষেত্রে কি নাম হবে ? আর সে জন্যই যেই সফটওয়্যারটা ওপেন করাতে চান সে সফটওয়্যারটার প্রোপারটিস দেখলেই সফটওয়্যার এর নাম পেয়ে যাবেন। প্রোপাটিস দেখতে Start>Software Name>Properties এ ক্লিক করতে হবে। বুঝতে সমস্যা হলে নিচের চিত্রগুলো অনুসরণ করুন -
কোন জায়গায় বুঝতে কারো সমস্যা হলে অবশ্যই আমাকে অবহিত করবেন।
সময় পেলে ঘুরে আসবেন আমার ব্লগে
আমি আলআমিন চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
I am doing BSc in Software Engineering, China.
অপেরা তে পাসওয়ার্ড দেয়ার চেষ্টা করলাম… হলো না… আমার কোডটি ছিলঃ
Set shell=CreateObject(“wscript.shell”)
pass=inputbox(“Enter a Password”)
if pass=”12345″ then Shell.Run(“launcher.exe”) else msgbox(“Incorrect Password!”)