আসসালামু আলাইকুম। আমরা অনেক প্রয়োজনে পিসি থেকে ফাইল কপি করি। কয়েকদিন ধরে আমার ফাইল কপি করার সময় প্রবলেম হচ্চিল। নেট ঘেটে এর সমাধান পেলাম। তাই আপনাদের সাথে বিষয়টি শেয়ার করলাম।
পিসি থেকে অনেক সময় ফাইল পেনড্রাইভ এ কপি হয় না। এ ফাইল এর সাইজ ৪ জিবি এর উপরে থাকে। ফাইল কপি করার সময় নিচের মত এরর দেখায়। তখন অনেকবার পেনড্রাইভ Format মারলেও এর কোন সমাধান হয় না।
পেনড্রাইভ এ যদিও জায়গা থাকে তবুও ফাইল কপি হয় না। এর কারন পেনড্রাইভ এর file system। ফাইল এর system যদি
fat32 হয় তবে এ ধরনের সমস্যা দেখাবে। তাই আমাদের file system পরিবর্তন করতে হবে।
প্রথমে পেনড্রাইভ কে Fat32(Default) থেকে NTFS এ পরিবর্তন করতে হবে। এর জন্য ড্রাইভ এর উপর right click করে format এ ক্লিক করতে হবে। পরে নিচের বক্স টি আসবে।
এখানে File System তে Fat32(Default) দেয়া থাকবে। এখান থেকে Fat32(Default) পরিবর্তন করে NTFS এ নিতে হবে।
file system পরিবর্তন করার পর Start এ ক্লিক করলে Format Complete দেখাবে।
এখন থেকে ৪ জিবি থেকে উপর ফাইল কপি হবে। 🙂 🙂 কপি করতে এখন কোন প্রকার সমস্যা।
ভাল থাকবেন। টেকটিউনস এ এটা আমার প্রথম টিউন। তাই ভুল হলে শুধড়িয়ে দিবেন।
কোন কিছু না বুজতে পারলে টিউনমেন্ট এ জানাবেন।
ফেসবুকে আমি https://www.facebook.com/nihal.baig.7
Email: [email protected]
আমি নিহাল বেগ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
NTSF e formet dile hobe…