আসসালামু আলাইকুম।
আপনাদের আজ আমি বেশ ভালো আর ভেবে চিন্তে বের করা একটা গুরুত্বপূর্ণ জিনিস শেখাবো। আর সেটা হলো ব্লগস্পটে সাইন আপ যোগ করা!
আপনারা হয়তো জানেন ব্লগস্পটে সইন আপ অপশন যোগ করা যায় না। কিন্তু আসলেই কি তাই? না, প্রকৃতপক্ষে একটা অর্ধ-ম্যানুয়াল ব্যবস্থা আছে।
তো মূল টিউনে যাওয়ার আগে একবার ডেমো দেখে আসুন।
তো, আশা করি অভিজ্ঞরা ডেমো দেখেই বুঝে গেছেন এটা কিভাবে করবেন। আর একটা কথা বলে নিই, এটা গুগল ফর্মে তৈরি। এবার বোধহয় অনেকেই বুঝতে পারছেন আমি কি পদ্ধতি ব্যবহার করেছি। যদি না বুঝেন তাহলে বাকি অংশ আপনারই জন্য। কয়েক ধাপে বুঝিয়ে দিচ্ছি।
১। mail.google.com এ যান এবং লগ ইন করুন।
২। https://drive.google.com/drive/my-drive এ যান।
৩। এবার নিউ বাটনে ক্লিক করে মোর-এ যান এবং Google Forms ক্লিক করুন।
৪। এবার Question Title এ লিখুন নাম, ইমেইল বা বয়স।
৫। হেল্প টেক্সট হবে অনেকটা এরকম: আসল এবং প্রকৃৃত নাম লিখুন।
৬। Question Tipe এ গিয়ে প্রশ্নের ধরণ ঠিক করুন। যেমন: নাম আর ই-মেইলের ক্ষেত্রে TEXT, বয়সের ক্ষেত্রে Date
৭। ডান এর পাশে দেখুন Required Question নামের একটা অপশন আছে। ওটাই টিক দেওয়া ঘর যদি পূরণ করা না হয় তবে ফর্ম সেন্ড হবে না। অর্থাৎ রেজিস্টারের জন্য বাধ্যতামূলক ঘর হলে এখানে টিক দিন।
৮। ডান দিন।
৯। আরো ঘর যোগ করতে এড আইটেম ক্লিক করুন।
১০। ফর্ম তৈরি শেষে উপরে আপনার ডান হাতের দিকে সেন্ড ফর্ম অপশনে ক্লিক করুন।
১১। Embed অপশনে যান।
১২। কোডটি কপি করুন।
১৩। Done ক্লিক করুন।
১৪। http://www.blogger.com এ যান।
১৫। আপনার ব্লগে প্রবেশ করুন।
১৬। New Page ক্রিয়েট করুন।
১৭। এবার উপরে কোন কিছু লিখতে চাইলে লিখুন। যেমন-
আপনারা যদি এই সাইটে লিখতে চান তবে এই ফর্মটি পূরণ করুন। ২৪ ঘন্টার মধ্যে আপনার জিমেইল আইডিতে একটি রিকুয়েস্ট পাঠানো হবে যদি আপনি সকল শর্ত পূরণ করেন। সেটি কনফার্ম করলে আপনি লেখার অনুমতি পাবেন।
১৮। এবার Compose আর HTML হতে HTML নির্বাচন করুন।
১৯। কোডটি পেস্ট করুন।
২০। এবার পেজটি সেভ করুন।
২১। পেজটি মেনুবারে যোগ করুন।
২২। দৈনিক একবার করে https://drive.google.com/drive/my-drive এ যান।
২৩। ফর্ম টাইটেল(Responses) অপশনে গিয়ে দেখুন কেউ ফর্ম সাবমিট করেছে কিনা।
২৪। করলে আপনার ব্লগের সেটিংসে যান।
২৫। Permissions অপশনে গিয়ে তার ইমেইল আইডি যোগ করুন।
২৬। যাকে যোগ করলেন সে ইমেইল থেকে রিকুয়েস্টটি একসেপ্ট করলে কেবল টিউন করতে পারবে। কোন এডিট করতে পারবে না।
কোন সমস্যা হলে টিউমেন্ট করবেন।
আমি তাওসিফ তুরাবি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
thnks