পেনড্রাইভে ভাইরাসের উপস্থিতি টের পেলে অনেকেই আতংকিত হয়ে পড়েন। তবে কিছু বিষয় খেয়াল রাখলে আপনি নিজেই পেনড্রাইভের সুরক্ষা করতে পারেন, যেমন_
১. পেনড্রাইভ কখনোই সরাসরি Open করে খুলবেন না, My computer এ গিয়ে Address Bar থেকে
Drive Leter লিখে পেনড্রাইভ খুলবেন (যেমন L হলে L:)। এতে পেনড্রাইভে ভাইরাস থাকলেও তা পিসিতে ছড়ানোর সম্ভাবনা কমে যায়।
২. Tools/ Folder Options এ গিয়ে View অপশন থেকে Show Hidden Files and Folders, Hide Extensions for known File Types, Hide Protected Operating System Files চেকবক্সে টিকচিহ্ন দিয়ে হিডেন সিস্টেম ফাইল শো করুন এবং কোন সন্দেহজনক হিডেন এক্সিকিউটেবল (*.exe) ফাইল পেলে মুছে ফেলুন।
৩. পেনড্রাইভ সাধারণত autorun.inf ভাইরাসে বেশি আক্রান্ত হয়। এ ভাইরাসটিকে এড়াতে আগে থেকে পেনড্রাইভে autorun.inf নামে একটা ফোল্ডার (ফাইল নয়) তৈরি করে রাখুন। তাহলে এর জায়গায় autorun.inf ভাইরাসটি নিজস্ব ফাইল তৈরি করতে পারবে না। কারণ ফাইল কখনও ফোল্ডারকে অভার রাইট করতে পারে না।
৪. সবশেষে পেনড্রাইভ প্রপারলি বন্ধ না করে টান দিয়ে খোলা থেকে বিরত থাকুন।
এগুলো আমাদের প্রায় সবারই জানা কিন্তু বাস্তবে কি আমরা এগুলো আদৌ মেনে চলি???
আমি আত্মভোলা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ ভাই, তবে একটা কথা ছিলো। autorun.inf ভাইরাসটা হলো একটা ফাইল তাই না? আপনে বললেন autorun.inf নামের একটা ফোল্ডার খুলতে। আপনে বললেন যে ফাইল কখনো ফোল্ডার কে ওভার রাইট করতে পারবে না। তাহলে এখন শুনুন, আপনে যদি autorun.inf নামের ফোল্ডার খুলুন তাহলে autorun.inf নামের ভাইরাসটি কেনো ওভার রাইট করতে যাবে? সে তো autorun.inf নামেই থাকবে, কারন একটা ড্রাইভে একি নামের ১টা ফোল্ডার ও থাকতে পারে ১টা ফাইল ও থাকতে পারে। তাই না> আমি কি ভুল বললাম কিছু?
তাহলে কি করতে হবে? autorun.inf নামের একটা ফাইল খুলতে হবে তাই না? তবে নরমাল ফাইল হলে ভাইরাসটি ওভার রাইট করে ফেলবে তাই আমাদের একটা ০ বাইটের ফাইল বানাতে হবে। আপনে অনুমতি দিলে বলতে পারি কিভাবে ০ বাইটের ফাইল পাওয়া যাবে।
ধন্যবাদ