পরিবর্তন করুন উইন্ডোজ ৮/৮.১/১০ এর ডিফল্ট Vrinda ফন্ট

আমরা অনেকেই ডিফল্ট ফন্ট হিসেবে Vrinda ফন্টটিকে পছন্দ করি না।  উইন্ডোজ ৭ এর ডিফল্ট Vrinda পরিবর্তন করা যেত অভ্র এর Font Fixer 2.0.0 দিয়ে। এটি Vrinda ফন্ট সিস্টেম ফন্ট ফোল্ডার থেকে সরিয়ে সেখানে Vrinda ফাইলনেম দিয়ে অন্য ফন্ট কপি করতো।  কিন্তু উইন্ডোজ ৮/৮.১/১০ এ এটা কাজ করে না। বরং করতে গেলে ফন্ট ভাঙ্গা ভাঙ্গা আসে। কারন উইন্ডোজ ৮/৮.১/১০ এ ফন্টকে রিকগনাইজ করে ফন্টের ভিতরের নাম দিয়ে ফাইলনেম দিয়ে নয়। তাই এসব ক্ষেত্রে অন্য ফন্ট দিয়ে Vrinda কে রিপ্লেস করতে হলে সে ফন্টের ভেতরের নাম পরিবর্তন করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি আপনারা এটি কিভাবে খুব সহজেই করতে পারবেন। সম্মান প্রদর্শন পূর্বক ফন্ট ক্রিয়েটরদের কাছে ক্ষমা চেয়ে বলছি, আর কোন উপায় না থাকায় এটি করতে হয়।

১। নিচের লিঙ্ক থেকে Type light ফ্রি সফটওয়ারটি নামান। ইন্সটল করুন। ওপেন করুন।

http://www.cr8software.net/typelight.html

২। এবার আপনি যে ফন্ট দিয়ে Vrinda কে রিপ্লেস করতে চান তা ওপেন করুন Type light এ। আমি এখানে গুগলের NotoSansBengaliUI-Regular.ttf ফন্ট ব্যবহার করছি যা Vrinda রেগুলারকে রিপ্লেস করবে।

৩। এবার Font অপশনে গিয়ে Names এ ক্লিক করুন, নিচের ছবির মত উইন্ডো খুলবে। হলুদ মার্ক করা জায়গাগুলোতে Noto Sans Bengali UI বদলে ফেলে Vrinda লিখুন।

 

৪।  advanced এ ক্লিক করুন। নিচের মত উইন্ডো খুলবে, এখানেও হলুদ মার্ক করা জায়গাগুলোতে Noto Sans Bengali UI বদলে ফেলে Vrinda লিখুন

৫। এবার উইন্ডোগুলো ok করুন। এবার ফাইলটি পছন্দের নামে সেভ করুন।

 

.৬। এই মডিফাইড ফন্ট ফাইলটি ওপেন করে ইন্সটল করলে তা ডিফল্ট  Vrinda ফন্টকে রিপ্লেস করবে। এভাবে Vrinda Bold ফন্টটি রিপ্লেস করা যাবে। তবে লক্ষ্য রাখতে হবে সেটি যেন বোল্ড ফন্ট হয়।

আপনি আপনার ইচ্ছামত ফন্ট ফাইল এডিট করে সিস্টেম ডিফল্ট ফন্ট চেঞ্জ করতে পারেন। তবে সব ফন্ট যে ভাল কাজ করবে তা নিশ্চিত করে বলা যায় না। যেমন আমি Solaimanlipi ফন্ট এডিট করে সুফল পাইনি।

আপনাদের সুবিধার জন্য আমি Noto sans Bn ui rg_vrinda.ttf ও NotoSansBengaliUI-Bold_VrindaB.ttf এই দুটি মডিফাইড ফন্টের লিঙ্ক নিচে দিয়ে দিলাম।

1. Noto sans Bn ui rg_vrinda: http://depositfiles.com/files/j77ahwb8v 

2. NotoSansBengaliUI-Bold_VrindaB.ttf: http://depositfiles.com/files/0hb8bb7db

এই ট্রিকটি আমি অনেকদিন ধরেই ব্যবহার করছি, আজ শেয়ার করলাম। এর আগে এ বিষয়ে কোন টিউন থেকে থাকলে বা এর থেকে সহজ কোন উপায় থাকলে জানাবেন প্লিজ। সবাইকে ধন্যবাদ।

Level 0

আমি শাফী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস