নোটপ্যাডের যাদু [পর্ব-০২] ►খুব সহজে নিজেই পরিবর্তন করুন আপনার কম্পিউটারের প্রসেসরের নাম

বিসমিল্লাহিররাহমানির রাহিম

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ

বন্ধুরা, কেমন আছেন সবাই। আশাকরি সকলে খুব ভালই আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে বেশ ভালই আছি। গভীর রাতে চোখে ঘুম নিয়ে লিখতে বসেছি জানি না টিউনটি আপনাদের কাছে কেমন লাগবে।

এটি আমার দ্বিতীয় টিউন। এই টিউনে আমি দেখাব কিভাবে কম্পিউটারের প্রসেসরের নাম পরিবর্তন করা যায়।  সাধারণত কম্পিউটারে উইন্ডোস দেয়ার পর ডিফল্টভাবে প্রসেসরের যে নাম দেয়া থাকে আপনি চাইলে তা খুব সহজেই যেকোন নামে পরিবর্তন করতে পারবেন। তাহলে দেখা যাক কিভাবে এটি করা যায় ---

প্রথমে আপনার কম্পিউটারের Notepad  অথবা Notepad++  Software টি open করুন। তারপর নিচের Code টি হুবুহু টাইপ করুন।

এখন Save করুন আপনার ইচ্ছে মত যে কোন নামে, তবে ফাইলটির এক্সটেনশন অবশ্যই .reg হতে হবে। আমি এখানে File টির নাম দিয়েছি Processor এবং এক্সটেনশনসহ এর নাম দিয়েছি Processor.reg
Save করার পর নিচের চিত্রের মত Processor.reg  File তৈরি হবে -
 
তারপর ফাইলটিতে ডাবল ক্লিক করুন অর্থাৎ ফাইলটি রান করান।
এরপর নিম্নের চিত্রগুলো অনুসরণ করুন -
তারপর My Computer এর Properties এ গিয়ে দেখুন পরিবর্তন হয়ে গেছে।
আশা করি টিউনটি সবার ভাল লাগবে। টিউনটি উপভোগ করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। বুঝতে কোন সমস্যা হলে অবশ্যই টিউমেন্টে আমাকে জানাবেন।

আপনাদের উৎসাহই আমাকে আগ্রহী করে তুলতে পারে আরেকটি টিউন করার

ফেসবুকে আমি

সময় পেলে ঘুরে আসবেন আমার ব্লগে

Level 1

আমি আলআমিন চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

I am doing BSc in Software Engineering, China.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হে…হে…
ব্যাপক মজা পাইলাম…..

ভুয়া টিউন

Vai XP te hoy ki?

এইডা কি রে ভাই

ধন্যবাদ।
এই ধরনের টিউন (Default কোন কিছু পরিবর্তন করা) করার সময় অবশ্যই Default এ ফিরে যাবার উপায় উল্লেখ করবেন Plz.
Notepad এ আরো অনেক অনেক মজার জিনিস করা/বানানো যায়, আশা করি আপনি সেগুলো আমাদের সাথে Share করবেন। 🙂