নোটপ্যাডের যাদু [পর্ব-০১] ►একটি প্রোগ্রাম দিয়েই ওপেন করুন আপনার কম্পিউটারের ইনস্টলকৃত (Calculator,Microsoft Word,Command,Notepad,Lock PC,Log off) সকল সফটওয়্যার

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই ? আশাকরি আল্লাহর রহমতে ভালই আছেন। এটা আমার প্রথম টিউন। এই টিউন লিখতে গিয়ে কোন বানান ভুল হলে আমাকে ক্ষমা করবেন।

নোটপ্যাড দিয়ে অনেক মজার মজার সফটওয়্যার বানানো যায়, তাই আমি আপনাদের সাথে এগুলো শেয়ার করার চেষ্টা করব। এই টিউনে আমি দেখাব কিভাবে একটি প্রোগ্রাম তৈরির মাধ্যমে আপনার কম্পউটারের ইনস্টলকৃত সফটওয়্যার গুলোকে শর্টকাটভাবে ওপেন করা যায়। এখন কাজের কথায় আসি -

প্রথমে আপনার কম্পিউটারের Notepad Software টি open করুন। তারপর নিচের Code টি হুবুহু টাইপ করুন বা Copy-Paste করুন।

@echo off
color 0A
title Select Program
:start
cls
echo Options
echo.
echo 1. Calculator
echo 2. Microsoft Word
echo 3. cmd
echo 4. Notepad
echo 5. Lock PC
echo 6. Log Off
echo 7. Exit

set /p var=What Would you like to open? (The Selection no)

IF '%var%' == '1' GOTO calc
IF '%var%' == '2' GOTO Word
IF '%var%' == '3' GOTO cmd
IF '%var%' == '4' GOTO Note
IF '%var%' == '5' GOTO SU
IF '%var%' == '6' GOTO LO
IF '%var%' == '7' GOTO exit

cls
msg * That selection does not exist please try again!
goto start

:calc
"C:\windows\system32\calc.exe"
Pause
cls
goto start

:Word
cd "C:\Program Files\Microsoft Office\OFFICE11\"
start WINWORD.EXE
goto start
PAUSE
cls

:cmd
start cmd
goto start
PAUSE
cls

:Note
start %SystemRoot%\system32\notepad.exe
goto start
PAUSE
cls

:SU
start %windir%\System32\rundll32.exe user32.dll,LockWorkStation
exit

:LO
set /p LOC=msg Are you sure yo want to logg off? (Y/N)
IF '%LOC%' == 'Y' GOTO LOC
IF '%LOC%' == 'N' GOTO LONC
pause
goto start

:LOC
start %windir%\System32\shutdown /l
exit

:LONC
msg * Log of Aborted!
goto start

এখন Save করুন আপনার ইচ্ছে মত যে কোন নামে, তবে ফাইলটির এক্সটেনশন অবশ্যই .bat হতে হবে। আমি এখানে File টির নাম দিয়েছি shortcutsoft এবং এক্সটেনশনসহ এর নাম দিয়েছি shortcutsoft.bat

যা দেখতে নিচের চিত্রের মত -

Save করার পর নিচের চিত্রের মত shortcutsoft.bat  File তৈরি হবে

আউটপুট:

shortcutsoft

আশা করি এই টিউনটি সবার ভালো লাগবে। আপনারা দোয়া করবেন যাতে আমি আপনাদের জন্য সুন্দর সুন্দর টিউন করতে পারি।

আপনাদের উৎসাহই আমাকে আগ্রহী করে তুলতে পারে আরেকটি টিউন করার

ফেসবুকে আমি

সময় পেলে ঘুরে আসবেন আমার ব্লগে

Level 1

আমি আলআমিন চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

I am doing BSc in Software Engineering, China.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল টিউন।

ধন্যবাদ @রিপন মিয়া

thanks. valo tune.

Note Pad দিয়ে বানানো Project গুলো খুব মজার। ধন্যবাদ আপনাকে।
উৎসাহ দিচ্ছি, আশা করি আপনি আগ্রহী হয়ে উঠবেন আরো একাধিক টিউন করার জন্য।
Take care bro. (y)