কোন সুচনা দিতে চাচ্ছি না।
সরাসরি কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করি আশাকরি এইগুলা আপনাদের কাজে দেবে।
সত্যি !
আমার ৩ টা সাইট আছে। তাহলে আমার সেরাম টাকা আসছে ? উত্তর হচ্ছেঃ না।সেটা সম্ভব না।
আপনার ভালোমানের ওয়েবসাইট শুধু থাকলেই হবে না সেখানে ভালো মানের ভিজিটর থাকতে হবে। এবং সেখানে এডভারটাইজিং কিংবা অন্য উপায়ে টাকা আসবে। এটা নিয়ে না হয় আরেকদিন কথা বলা যাবে।
তাহলে মোট কথা দাড়ালো আপনার সাইট থাকলেই টাকা আসবে না সাথে সেই সাইটে পরিমান মত ভিজিটর থাকতে হবে ।
হুম ভাবতে হবে।
আচ্ছা SEO কি সেটা নিশ্চয় সবাই জানেন ?
একটা ক্লায়েন্ট এর সাইটের এস ই ও করে আপনি ১ লাখ ভিজিটর এনে দিলেন।
এতে আপনাকে ধরুন ৫০ ডলার দিলো।
কিনতু সে এখান থেকে আপনার চেয়ে ১০ গুন বেশি ইঙ্কাম করবে প্রায় বিনা শ্রমে।
তাহলে আপনি নিজের সাইটের এস ই ও নিজেই করে এর ৫০ ডলার এর চেয়ে বেশী টাকা আনছেন না কেন ?
বাহ ভালো কথা। কিন্তু ভাইয়া প্রোগ্রামিং ল্যাংগুয়েজ কয়টা জানা আছে ?
আপনি যদি প্রোগ্রামিং ভালো না জানেন তাহলে ভালো মানের হ্যাকার হবার স্বপ্ন মাথা থেকে বের করে দিন।
আর ফেসবুক আইডি হ্যাক। এটার জন্য ফিশিং ছাড়া সহজ কোন উপায় নাই।
আমার জানামতে এখন কোন ফ্রি নেট নাই। এয়ারটেলে সম্ভবত ২০০ এম বি লিমিটের একটা ফ্রি নেট চালু আছে।
আর আসুন শুনি রবি ফ্রি ব্রাউজিং এর কথায়। এখানে আপনি ২২ টা সাইট ফ্রি ব্রাউজ করতে পারবেন।
কিন্তু এখানেও রবি অযথা টাকা কাটছে বলে অভিযোগ উঠছে।
ফ্রিল্যান্সিং আসলেই ইঙ্কামের সহজ পথ তবে একটা কথা।
অনলাইনের যে কাজ গুলো আছে যেমন ওয়েবডিজাইন, এস ই ও, গ্রাফিয ডিজাইন ব্লা ব্লা ব্লা। এগুলার যেকোন একটির উপর দক্ষ হতে হবে।
ফ্রিল্যান্সিং এর মুল কথা হচ্ছে আপনার কোন সার্টফিকেট নাই যে আপনি একজন ওয়েবডিজাইনার কিন্তু আপনি সেটায় দক্ষ। এই দক্ষতার ভিত্তিতেই আপনি কাজ পাবেন কোন সার্টফিকেট এর ভিত্তিতে নয়।
সো যারা ফ্রিল্যান্সিং করতে চান তাদের রিকমেন্ড করবো আগে কাজ শিখেন ভালো করে। আর এখানে সাফল্যের আরেকটি বড় বিষয় হচ্ছে পরিশ্রম। আপনি যত বেশি পরিশ্রম করবেন আপনি তত বেশি সফল।
সবার প্রথমে আমি বলব ব্রডব্যান্ড এর কথা।কারন এটাই এখন একমাত্র আনলিমিটেড। এবং স্পিড ও অনেক ভালো।
এরপর আমি বলব বাংলালায়ন এর কথা। যদিও আমদের রংপুরে এন্টেনা লাগানো লাগে তাছাড়া কানেকশন পায় না।
আর এরপর আছে টেলিটক থ্রিজি নেট। এর স্পিড মোটামুটি এক্রকমই থাকে অন্যগুলার মত অত বেশি আপডাউন করে না। আচ্ছা যদি ২জি কাভারেজ এলাকায় থাকেন ? তাহলে ভাই ভুলেও টেলিটক ইউজ করিয়েন না। তার চেয়ে জিপি কিংবা রবি ভালো।
তবে রবি আমার দেখা সবচেয়ে চোর কোম্পানি।
আমার কথান গুলো যদি আপনার ভাবনার সাথে মিলে তাহলে ভালো আর যদি না মিলে তাহলে প্লিজ আমার ভুল গুলাকে ক্ষমা করিয়েন। আর গালি দিতে চাইলে টিউন মেন্ট তো আছেই।
আর চাইলে আমার সাইটে ঘুরে আসতে পারেন এখান থেকে
ফেসবুকে আমি এখানে
আমি অমিত বসুনিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 54 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Tnx fr the tune. B8 gp’r theke robi valo.