মেমোরী কার্ড নষ্ট হয়ে গেছে..?? No problem When I am here!!! (video tutorial)

 

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, আস্সালামু-আলাইকুম...


টেকটিউনসকে হাজার হাজার ধন্যবাদ রেজিস্ট্রেসনের সুযোগ দেয়ার জন্য..!!!

প্রথমে কিছু কথা::

আমি প্রায় দেড় বছর যাবৎ Techtunes অনুসরণ করছি... ঠিক দেড় বছর আগেও আমি internet, বলতে গেলে IT বিষয়ক কিছুই জানতাম নাহ...  কিন্তু, আজ মোটামোটি expart হয়ে গেছি... তা একমাত্র Techtunes এর কারণে.... তাই ধন্যবাদ দিলেও আমার জীবনের এই অগ্রগতির এক ফোটা ঋণও শোধ হবে নাহ... তাই, আমার তরফ থেকে Techtunes কে অজস্র শ্রদ্ধা এবং ভালবাসা রইল।।।

আচ্ছা, চলুন কাজে ঢোকা যাক>>

মাঝে মধ্যে আমাদের memory,pendrive or any other usb সংক্রান্ত যন্ত্রপাতি নষ্ট হয়ে যায়....  অর্থাৎ সেগুলা আর use করা যায় নাহ...

কিভাবে বুঝবেন:: যেমন:: PC তে ঢোকালে format চায় but, format হয় নাহ... লিখা আসে যে "windows was unable to format this usb dribe"...  তাইলে বুঝবেন যে, আপনার সাধের memory or pendrive টি corrupt হয়ে গেছে....

তাইলে চলুন শুরু করা যাক operation:: 

১) প্রথমে usb drive টি PC তে ঢুকান,

২) CMD open করেন...  (start menu তে cmd লিখে search দেন or  run এ cmd লিখে ok করেন, তাইলেই CMD open হয়ে যাবে)

৩) এইবার cmd তে লিখেন "diskpart" এবং enter চাপেন {(মাঝখানে space হবে না), (administrator permission চাইলে দিয়ে দেন)}

৪) এরপর লিখেন "list<space>disk" এবং enter চাপেন (মাঝখানে space দিবেন)

এখন আপনার HDD এবং usb drive টা list আঁকারে দেখতে পাবেন... disk 1 হচ্ছে আপনার HDD আর disk 1 হচ্ছে আপনার usb drive।।

৫) এইবার লিখেন "select<space>disk<space>1 এবং enter চাপেন (আপনার usb drive যত নাম্বারে disk এর পর সেই নাম্বারটা দিবেন)

৬) "clean" লিখে enter চাপেন...

৭) এখন "create<space>partion<space>primary" লিখে enter চাপেন...

৮) এখন লিখেন "active" এবং enter চাপেন....

আপনার কাজ শেষ, এইবার usb drive টা format দেন দেখবেন কাজ হইছে....

যদি বোঝতে অসুবিধা হয় তাইলে এই video টা দেখতে পারেন:: how to repair damaged sd card in bangla

আর যদি না হয় তাইলে sorry for you, কারণ আপনার usb drive টা compant কর্তৃক recycle off করে দেয়া হইছে...

যেহেতু, যে কোন usv drive এর নির্দিষ্ট একটা আয়ুকাল আছে এবং ঐ সময় পর usb drive টা ব্যবহারের অনুপযোগী হয়ে যায়..  সেহেতু, এই পদ্ধতি অনুসরণ করে আমরা usb drive টা recycle করব মাত্র...

so, বিভিন্ন company আছে(ভাল brand) যারা recycling proof করে দেয়...  তাই, যাদেরটা ঠিক হবে না unfortunately তারা আর ঠিক করতে পারবেন না।।।

যাই হোক Techtunes এ এটা আমার প্রথম টিউন..  জানি না আপনাদের কেমন লাগবে,ঠিকভাবে বোধগম্য করে তোলতে পেরেছি কিনা..  যদি কোন ভুল হয়ে থাকে তাইলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন...

আর যদি ভুল হয়ে থাকে তাইলে senior ভাইয়ারা পরামর্শ দিবেন যাতে পরবর্তীতে আরো ভাল টিউন করতে পারি।।

আজ আসি, আল্লাহ হাফেজ।।।

 

 

 

 

Level 0

আমি মুনিরুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 56 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

মেমোরি কার্ড এর ডাটা কি ফেরত পাওয়া যাবে? আমার ৭-৮ বছরের পুরনো একটা মেমোরি কার্ড আছে। ওটাতে আমার পরিবারের অনেক ছবি আছে। কিন্তু এখন ওটা পিসি তে দিলে কিছুই দেখায়না। কোন কিছু যে পিসি তে ঢোকানো হয়েছে বোঝাই যায়না । ওটা নোকিয়া মোবাইলের অরিজিনাল মেমোরি কার্ড। কোনোভাবে কি মেমোরি কার্ডের ডাটা পুনরুদ্ধার করা সম্ভব?

ধন্যবাদ ভাইয়া

হে যাবে.. এর জন্য data recovery software use করতে হবে… icare data recovery software টা crack সহ download করেন ।।। @শফিক রাজা

আমার একটা মেমরী এরকম সমস্যা দেখি চেস্টা করে ঠিক হয় কিনা ।
অনেক সুন্দর টিউন, আপনাকে অনেক ধন্যবাদ মুনিরুল ভাই।

wellcome, ভাই… @হাবিব রহমান

ধন্যবাদ ৩ তা কার্ড ঠিক করলাম

kub sundor post hoyese.go ahead….bro

Level 2

আর যদি এমন হয় যে মেমোরি কার্ড পিসি তে ঢোকালে শোই করে না তখন কি হবে?

    ওটা password protreted… nokia mobile এ ঢুকিয়ে format মারলে ঠিক হয়ে যাবে…।। টিউমেন্ট করার জন্য ধন্যবাদ ।।

      Level 2

      @মুনিরুল ইসলাম: না ভাই ওইটা পাসওয়ার্ড দেয়া না। মেমোরি কার্ড পুরোপুরি নষ্ট ওইটার। আমি ওই মেমরি কার্ডএ পাসওয়ার্ড ই দেই নি।

windows unable to format the disk

bhai hoy na to……………….amar sd card ta 8 GB but Format korte gele 30 MB dekhay………..R apnar system e Format korte gele 1 disk e space 30 mb free 0 mb dekhay………….kaj holo na

problem ta hoise Eject na korei SD card ta tene ber kore felcilam…..akhn ki kora jay help plz

ধন্যবাদ ৷ প্রথম টিউনে স্বাগতম ৷ আশাকরি আরো ভালো ভালো টিউন পাব ৷

eivabe try korsi, but memory thik hoi n. 🙁

    তাইলে ঠিক করতে পারবেন না, recycling proof.. ধন্যবাদ tumment করার জন্য ।।

এটা কি সত্যিই কাজ করে ?

Level 0

এইটাত পুরাতন tune নতুন কিছু কর । আরেক জনের tune কপি কর কেন #মুনিরুল ইসলাম

@AA anin: ভাই গান্জা খাইছেন নাকি..!!! এইসব টিউমেন্ট করার জন্য আইডি খুলছেন…??? আমি কোন টিউনটা কপি করছি দেখাতে পারলে আর জীবনেও টেকটিউন্সে টিউন করব না… যত সব আবাল.. নিজে তো কিছু পারেন না, আরেকজনকে একটু শান্তিতে থাকতে দেন… আপনাদের মত মানুষের জন্য পুরা মন-মানসিকতা খারাপ হয়ে যায়… ভবিষ্যতে এরকম টিউমেন্ট থেকে বিরত থাকবেন ।।