আসুন বন্ধুদের সাথে একটু মজা করি; আর জেনে নেই যে কারও চিঠি পাঠানোর স্থায়ী ঠিকানা বিটিসিএলের মাধ্যমে (বিস্তারিত)(আপডেটেড)

কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালই আছেন। আজ আপনাদের সাথে একটা মজার জিনিস শেয়ার করতে লিখতে বসেছি। কাউকে চমকিয়ে দিতে আমরা মোটামোটি সবাই ভালবাসি। তাহলে ধরুন আপনার বন্ধুকে আপনি বললেন "এই তোর দাদার নামটা অমুক না?" আপনার বন্ধু হয়ত অবাক! আপনি তার দাদার নাম জানলেন কি করে???? সেতো কখনোই আপনাকে তার দাদার নাম বলেনি আর কোথাওতো আর দাদার নামের প্রয়োজনও পড়েনা। তাহলে নাম জানলেন কি করে??? বা আপনি আপনার বন্ধুর মেইলিং ঠিকানা তাকে বলে অবাক করে দিলেন (যদি আপনার বন্ধু আপনার নিজ এলাকার না হন/ আপনি তার কাছ থেকে জেনে না থাকেন)। কেমন হবে ব্যাপারটা?? নিশ্চয় অনেক মজার। তাহলে কিভাবে এটা করবেন তাই'ত???

তাহলে আসুন এবার আমরা সাহায্য নেই বিটিসিএলের।

প্রথমে এখানে ক্লিক করুন।

আর লিখতে ভাল লাগছে না। নিচের ছবি দেখে অনুসরণ করুন।

এবার নিজেই চেষ্টা করে দেখুন। দয়া করে কেঊ এটার অপব্যবহার করবেন না।

সবাই ভাল থাকবেন। আল্লাহ হাফেজ। ওহহ ভাল লাগলে অবশ্যই মন্তব্য করবেন।

[এই লেখাটি পূর্বে আমার নিজস্ব ব্লগে প্রকাশিত হয়েছিল ১১ জুলাই '০৯ এ এবং  রনি পারভেজ টেকটিউন্সে পোষ্ট করেছিলেন ১৪ সেপ্টেম্বর, ২০০৯ লিঙ্কটি এখানে তার ব্যবহৃত লিঙ্কটি ছিল http://203.112.222.42/ আর আমি যে লিঙ্কটি ব্যবহার করেছিতা হল http://www.btcl.gov.bd/ আর তেমন কোন পার্থক্য আছে বলে আমার মনে হয়নি দুটো টিউনে]

ইব্রাহীম ভাইকে বিশেষ ধন্যবাদ আর রনি পারভেজ ভাইয়ের কাছে দুঃখ প্রকাশ করছি অনাকাঙ্খিত ভাবে একই পোষ্ট প্রকাশ করার জন্য। চেষ্টাকরেও ডিলিট করতে পারলাম না বলে আবারো দুঃখিত।

Level 2

আমি রহস্যময় অভিযাত্রী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 74 টি টিউন ও 451 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাইয়া, প্লীজ টিউনটি সরিয়ে নিন। কারণ আপনি এটার অপব্যবহার রোধের নিশ্চয়তা দিতে পারেননা।

না এটা কোন অপব্যবহারের কিছু না। চরম একটা টিউন করেছেন। অপূর্ব। উন্নত দেশে এম্নিতেই লোকেদের ঠিকানা আর ফোন নাম্বার সহ এড্রেস বই পাওয়া যায়। এদেশে নাই। এটা কিছুটা সাহায্য করতে পারে যদিও অন্যের গোপন জিনিস জানছি (বিল)। কিন্ত আসলে অসাধারন ট্রিক

vaia ai ta ar agao tune kora hoeacilo.haking ar modda khuja dakhan pls……….

kinto prctur ta dakha jai na. ki shomosa

https://www.techtunes.io/hacking/tune-id/9514/ ai tune ta aga kora hoeacilo so…….

    ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। ভাই আমি চেষ্টা করেও এটা ডিলিট করতে পারলাম না। তাই আপনার দেওয়া লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আর রনি পারভেজ ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আগেই পোষ্টটি দেওয়ার জন্য। তবে ভাই এটা ২০০৯ এর জুলাইয়ে আমার ব্লগ স্পট ব্লগে প্রকাশিত হয়ে ছিল। আমার ঐ ব্লগটি আর চালু নেই। আসলে টিটি র মত ব্লগ থাকলে নিজের আলাদা ব্লগ না থাকলেও চলে। আবারো ইব্রাহীম ভাইকে ধন্যবাদ।

Pls delete this tunes. Privacy thakbe na.

ভাইয়া মোবাইলের নম্বর দিয়ে Address বের করা যায় কি? থাকলে জানাবেন কি?

জটিল জিনিস। আমার খুবই কাজে লাগবে।

fatafatiiiiiiiiiiiiiiiiiiiiiiiii……….awesomeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeee

Level 0

thanks bhai jan
ami amar basar phone tir password change kore dilam
may Allah bless u.
mohid

    ধন্যবাদ আপনার মন্তব্য এবং শুভ কামনার জন্য। বাবর ভাই দেখলেনতো টিউনটি কারও কারও প্রাইভেসি রক্ষার জন্যও কাজে লাগছে। আর টিটি-র ব্যবহার কারীদের মধ্যে কেউ কেউ হ্যাকার থাকলেও আশা করি কেউই ক্র্যাকার নন।

Level 0

এখন আর কাজ করছে না ?

ভাই,ব্যাপারটা বুঝলাম না …রনি ভাই এই একই ব্লগ প্রায় ১ বছর আগে করেছিলেন …আপনি এটা আবার লিখতে গেলেন কেন?

    আপনিওতো আমার মত ভুলটাই করলেন। আমি যেমন না জেনে পোষ্টটি দিয়েছিলাম ; আপনি তেমনি পুরা টিউনটি পড়েও কিছুই বোঝেননি ;এটা আপনার কমেন্ট দেখে বুঝলাম। দয়া করে লাল এবং সবুজ হরফের লেখা গুলো পড়ে দেখুন। আর এটা ভাই অনেকেই জানত না। আর আমি চেষ্টা করেও এটা মুছতে পারিনাই।

Level 3

দারুনঅ

পূর্বে প্রকাশিত হওয়ায় অনেকেই মুখ গোমড়া করে আছেন। কিন্তু ভাই যারা এখোনও জানেন না তাদের তো জানাতে হবে নাকি? আর অনেকেইতো পুরানো টিউন পড়েন না আর যারা নতুন তাদের অন্তত জানানোর জন্য হলেও কোন টিউনের পুনরাবৃত্তি হলে দোষ কোথায়? আর এটার সাথে আগেরটা মিলিয়ে বলুন কোনটা পানির মত সহজ(?) [উল্লেখ্য পানি মোটেই সহজ আর মুল্যহীন জিনিস নয় তাই পানির অপচয় রোধ করুন আর অন্যকেও উৎসাহিত করুন] ধন্যবাদ।

আমি নিজেও আগে জানতামনা এখন জানলাম টিউন দেখে,
ধন্যবাদ শেয়ার করার জন্য,খুবই ভাল হইছে।

Level 0

nice… boss amder opokaree asbee…privacy rohkhar ketree 🙂

দয়াকরে টিউনটি সরিয়ে নেয়ার অনুরোধ করছি। এটা ব্যক্তিগত গোপনীয়তা নষ্ট করে ।…।