কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালই আছেন। আজ আপনাদের সাথে একটা মজার জিনিস শেয়ার করতে লিখতে বসেছি। কাউকে চমকিয়ে দিতে আমরা মোটামোটি সবাই ভালবাসি। তাহলে ধরুন আপনার বন্ধুকে আপনি বললেন "এই তোর দাদার নামটা অমুক না?" আপনার বন্ধু হয়ত অবাক! আপনি তার দাদার নাম জানলেন কি করে???? সেতো কখনোই আপনাকে তার দাদার নাম বলেনি আর কোথাওতো আর দাদার নামের প্রয়োজনও পড়েনা। তাহলে নাম জানলেন কি করে??? বা আপনি আপনার বন্ধুর মেইলিং ঠিকানা তাকে বলে অবাক করে দিলেন (যদি আপনার বন্ধু আপনার নিজ এলাকার না হন/ আপনি তার কাছ থেকে জেনে না থাকেন)। কেমন হবে ব্যাপারটা?? নিশ্চয় অনেক মজার। তাহলে কিভাবে এটা করবেন তাই'ত???
তাহলে আসুন এবার আমরা সাহায্য নেই বিটিসিএলের।
আর লিখতে ভাল লাগছে না। নিচের ছবি দেখে অনুসরণ করুন।
এবার নিজেই চেষ্টা করে দেখুন। দয়া করে কেঊ এটার অপব্যবহার করবেন না।
সবাই ভাল থাকবেন। আল্লাহ হাফেজ। ওহহ ভাল লাগলে অবশ্যই মন্তব্য করবেন।
[এই লেখাটি পূর্বে আমার নিজস্ব ব্লগে প্রকাশিত হয়েছিল ১১ জুলাই '০৯ এ এবং রনি পারভেজ টেকটিউন্সে পোষ্ট করেছিলেন ১৪ সেপ্টেম্বর, ২০০৯ লিঙ্কটি এখানে তার ব্যবহৃত লিঙ্কটি ছিল http://203.112.222.42/ আর আমি যে লিঙ্কটি ব্যবহার করেছিতা হল http://www.btcl.gov.bd/ আর তেমন কোন পার্থক্য আছে বলে আমার মনে হয়নি দুটো টিউনে]
ইব্রাহীম ভাইকে বিশেষ ধন্যবাদ আর রনি পারভেজ ভাইয়ের কাছে দুঃখ প্রকাশ করছি অনাকাঙ্খিত ভাবে একই পোষ্ট প্রকাশ করার জন্য। চেষ্টাকরেও ডিলিট করতে পারলাম না বলে আবারো দুঃখিত।
আমি রহস্যময় অভিযাত্রী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 74 টি টিউন ও 451 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাইয়া, প্লীজ টিউনটি সরিয়ে নিন। কারণ আপনি এটার অপব্যবহার রোধের নিশ্চয়তা দিতে পারেননা।