ভেবেছিলাম টেকটিউনস এ নিরব থাকবো ,কোন টিউন করবো না ।একটু ভুল করলে সবাই চেপে ধরে । কিন্তু আর পারলাম না । সবার উপকারে আবার এগিয়ে আসলাম।
এবার আসা যাক কাজের কথায় । আমরা আমাদের কম্পিউটার কে ইচ্ছা করলেই নিজের মত করে নিতে পারি। তেমনি একটি কাজ হল - "রাইট বাটনে রিসাইকেল বিন যুক্ত করা " ।
রিসাইকেল বিন ক্লিক করে ফাইল ডিলিট করা একটা ঝামেলাকর বিষয় । তাই যদি রাইট বাটনে এটা যুক্ত করা যায় তবে কি কষ্টটা কমে গেল না??
এখানে ক্লিক করুন ।
এরপর registry ফাইলে ক্লিক করুন ।
ফাইল টি ডাউনলোড হয়ে গেলে ডাবল ক্লিক করুন ফাইলটির উপর।
এরপর ইয়েস বাটনে ক্লিক করুন এবং পিসি RESTART করুন এবং রাইট বাটনে ক্লিক করে দেখুন রিসাইকেল বিন যুক্ত হয়ে গেছে।
ভাল লাগলে কমেন্ট করবেন ।
আমি প্রোগ্রামার রোমেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 87 টি টিউন ও 732 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ফেসবুকে আমি http://www.facebok.com/simantoromel.bd আমার ওয়েবসাইট http://www.corposolution.com
ভাল হয়েছে।
তথ্য প্রযুক্তির উপর আমার বাংলা ব্লগঃ http://www.it-world.tk
আপনি আমন্ত্রিত।