আমার খুব প্রিয় একটা স্থান হচ্ছে youtube. কারন আমার pc তে থাকা গান খুজতে যে সময় লাগে তার চেয়ে অনেক কম সময় লাগে youtube থেকে খুজতে। যাক আসল কথায় আসি, আমারা youtube এ অনেক অডিও গানের jukebox দেখি। আপনি চাইলে আপনিও খুব সহজে আপনার প্রিয় গান গুলোকে মনের মত করে সাজিয়ে রেখে দিতে পারেন youtube এ আর শেয়ার করতে পারেন বন্ধুদের সাথে।
প্রথমে আপনার প্রিয় গানগুলোকে একসাথে করুন, তারপর আপনার কোন প্রিয় ছবি দিয়ে কভার হিসেবে ব্যবহার করতে পারেন। অথবা চাইলে ছবি দিয়ে স্লাইড সো বানাতে পারেন।
ভিডিও টিতে যেভাবে দেখিয়েছি সেভাবে শুধুমাত্র এরকম স্টিল ছবি দিয়েই করতে হবে তা নয়, আপনি চাইলে যেকোন ভিডিও এভাবে স্কিপেবল করতে পারেন।
অডিও jukebox করার কারন হচ্ছে, মনে করুন আপনার ২০ টি গান আছে একসাথে, আপনি এক নাম্বার গানটি শুনছেন এখন, হঠাত করেই মন চাইলো পনের নাম্বার গানটি শুনবেন, তাহলে টান দিয়ে নিয়ে ঠিকমত যায়গায় নিতে হবে, অনেক সময় কোথায় কোন গানটি আছে সেটিও একটা ব্যাপার হয়ে দ্বারায়। তাই সবচেয়ে ভাল হয় স্কিপেবল jukebox তৈরী করা। প্রথমে সিরিয়াল অনুযায়ী লিষ্ট করে রেখে দিলেন, তারপর যখন যেটা খুশি সেটাতে ক্লিক করে গানটি শুনতে থাকলেন।
যদি না জানেন কিভাবে তৈরী করতে হয় youtube এ audio jukebox তাহলে দেখে নিন নিচের ভিডিও টি
আমি সাদিক রাহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সেয়ার করার জন্য ধন্যবাদ