কিভাবে টাচ স্ক্রিনের দাগ পরিষ্কার করবেন ?

আপনার টাচ স্ক্রিন হতে সকল দাগ পরিষ্কার করবেন ? আপনি গেম খেলার জন্য আপনার টাচ স্ক্রিনকে বেশি ব্যবহার করেন, এ কারনেই আপনার মোবাইলের টাচ স্ক্রিনে দাগ পরে ? নিয়মিত আপনার সেল ফোন, টেবলেট, Mp3 প্লেয়ার'স টাচ স্ক্রিন বা অন্যন্য টাচ স্ক্রিন পণ্য পরিষ্কার রাখলে এগুলো র্দীঘ স্থায়ী হয়। শিখুন কিভাবে এসব ময়লা দাগ গুলো সহজেই দুর করা যায় এবং এগুলো প্রতিরোধ করা যায়।

পদ্ধতি 1:

ধাপ:১ একটি পাতলা কাপড় ব্যবহার করে:

  • টাচ স্ক্রিন পরিষ্কার করার এটাই সবচেয়ে ভালো পদ্ধতি। এই পদ্ধতি ব্যবহার করে আপনি টাচ স্ক্রিন পরিষ্কার করতে পারেন এছারা আপনার সানগ্লাস পরিষ্কার করতে পারেন। এ ধরনের কাপড়ের দাম বিভিন্ন হতে পারে দামটা নির্ভর করে কোম্পানির নাম ও পণ্যর মানের উপর। এটা দামি কম দামি সব ধরনের আছে, যাই হোক এটা দিয়ে পরিষ্কার করা আমি সবচেয়ে উ্ওম মনে করি।

ধাপ:২ পরিষ্কার শুরু করার পূর্বে টাচ ডিভাইভটির সুইচ বন্ধ করে কাজ শুরু করেন:

  • ডিভাইসের সুইচ বন্ধ করে কাজ করলে পরিষ্কার করা অনেক সহজ হবে।

ধাপ:৩ 

  • প্রথমে একটা পাতলা কাপড় দিয়ে হালকা ভাবে একবার ঘষলে বেশির ভাগ সাধারন দাগ গুলো মুছে যাবে।

ধাপ:৪

  • যদি খুব বেশি প্রয়োজন হয় তবে বাজারে কিনতে পাওয়া যায় এমন টাচ স্ক্রিন পরিষ্কার করার সল্যুশন দিয়ে মাইক্রোফাইবারের সাহায্যে স্ক্রিন মুছে নিবেন।
  • এবার চলুন জেনে নেয়া যাক কিভাবে আপনি আপনার টাচ স্ক্রিন আছে এমন ডিভাইসের যত্ন নেবেন
  • আপনার স্মার্টফোন কিংবা টাচ স্ক্রিন রয়েছে এমন ডিভাইস সব সময় ধুলাবালি থেকে দূরে রাখুন। ধুলাবালি আপনার স্ক্রিনের কার্যকারিতা কমিয়ে দিবে।

ধাপ:৫

  • পানি, ঘাম, তেল কিংবা আদ্রতা থেকে স্মার্টফোন কিংবা টাচ স্ক্রিন রয়েছে এমন ডিভাইস দূরে রাখুন।
  • টাচ স্ক্রিন সব সময় কাজ করে আপনার স্পর্শের মাধ্যমে, খুব বেশি স্পর্শের কারণে টাচের ক্ষতি হয়না। তবে মনে রাখবেন টাচ স্ক্রিন ব্যবহারের ক্ষেত্রে সব চেয়ে বেশি সমস্যা দেখা দেয় যখন আমরা জোরে জোরে টিপি। টাচ স্ক্রিন খুব জোরে টিপা থেকে বিরত থাকুন।

ধাপ:৬

  • টাচ স্ক্রিন রয়েছে এমন ডিভাইস নিয়ে বাথরুম কিংবা পানির সংস্পর্শে যাবেন না। টাচ প্যাডে যেকোনো রকম তরলের কারণে আপনার টাচ স্ক্রিন নষ্ট হয়ে যেতে পারে।
  • প্যান্টের পকেটে টাচ স্ক্রিনের ডিভাইস রাখার ক্ষেত্রে সাবধান, খেয়াল রাখবেন জেনো অযাচিত চাপ বা আঘাত না খায়। বিশেষ করে পকেটে টাচ স্ক্রিন রাখার ক্ষেত্রে স্ক্রিন ভেতরের দিকে রাখলেই নিরাপদ থাকে।

পদ্ধতি 2: এলকোহল জেল ব্যবহার

ধাপ:১

  • এ ধরনের এলকোহল এর মধ্য Sanitizer অন্যতম।

ধাপ:২

  • একটি পরিষ্কার টোয়াল বা টিসু নিন।

ধাপ:৩

  • টোয়াল বা টিসুতে একটু এলকোহল নিন।

ধাপ:৪

  • এবার হালকা ভাবে স্ক্রিন মুছে দিন।

ধাপ:৫

  • এবার দাগ মুছার জন্য পাতলা পরিষ্কার কাপর ব্যবহার করেন। এখন আর দাগ থাকার কথা নয়।

Level 0

আমি আশরাফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, আমি "আশরাফুল ইসলাম"। আমি বিশ্বের এই সর্ববৃহৎ বাংলা প্রযুক্তির সোসিয়াল নেটওয়ার্কের এর সাথে যুক্ত হয়েছি। আমি আপনাদের দারুন আর মানসম্মত টিউন নিয়মিত উপহার দিতে পারব বলে আশা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দারুন ভাবে লিখেছেন…..খুবিই ভালো হয়েছে

খুব ভাল লাগল ধন্যবাদ ভাইয়া ।

ধন্যবাদ

নাইস ক্যাপচার । নাইস টিউন ।
আশরাফুল ভাই

ভাল হয়ছে।

সুন্দর টিউন।

টাচ স্কিন লাগাতে যে আঠা ব্যবহার করা হয় সে আঠার নাম কি?

Level 0

shirij kagoj thakte eto jhamela je keno korte jan”!!