গ্রামীণফোন সিমে নিয়ে নিন (ভ্যাটসহ) ৯৯ টাকায় ৩ জিবি। মাসব্যাপী অফার

আসসালামু আলাইকুম, আসাকরি আপনারা সবাই ভাল আছেন। আজকে সবাই ভাল থাকার কথা। আমি আপনাদের যে বিষয়টি সম্পর্কে বলতে চাচ্ছি তা আপনারা আমার এই টিউন এর টাইটেল দেখেই বুঝতে পারছেন।

তাই অযতা কথা না বলে আসল কথায় আসি। একটু আগে আমার গ্রামীণফোন সিমে মেসেজ আসছে যে (ভ্যাটসহ) ৯৯ টাকায় ৩ জিবি নাকি নেয়া যাবে, তাও পুরো মাস জুড়ে মানে ৩০ জুন পর্যন্ত। তবে ব্যবহারের মেয়াদ থাকবে ১৫ দিন। তাই আমার মনে হল আপনাদের ও অফারটার ব্যাপারে জানাই তাই এখানে টিউন করা। গ্রামীণফোন সিমে আসা মেসেজটি হুবুহু আপনাদের সামনে দিলাম।

তবে একটি কথা আমি এখনও কিনি নি বা কিনার ট্রাই ও করিনি, কারন আমি অলরেডি একটি পেকেজ ব্যবহার করতেছি। আর এই অফার এর টা কিনার জন্য তো অনেক সময় আছে তাই এখন আমি কিনতেছি না।

আমার কাছে আসা মেসেজটি

ফাটাফাটি ইন্টারনেট অফার! ৩GB ইন্টারনেট পাচ্ছেন মাত্র ৯৯টাকায় ভ্যাটসহ (১৫দিন মেয়াদ)।অফারটি পেতে আগামি ৩০জুনের মাঝে ডায়াল করুন *৯৯৯*৩#

আপনারা যারা সবসময় অফার এর অপেক্ষায় থাকেন তাদের জন্য এটি অনেক বড় ধরনের অফার। আর বিশেষত যারা অফার এর অপেক্ষা করেন তাদের মধ্যে বেশিরভাগই গ্রামীনফোন এর অফার জানার জন্য অপেক্ষা করেন। তাই আর দেরি না করে (ভ্যাটসহ) ৯৯ টাকায় ৩ জিবি নিয়ে নিন। আরেকটি কথা যারা যারা অফার এর প্যাকেজটি কিনবেন অবশ্যই টিউমেন্ট এর মাধ্যমে জানাবেন।

সময় পেলে ঘুরে আসুন। ABC SONG FOR BABY

ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে।

Level 0

আমি তাহসান খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 19 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Not For All, Only GP-Offer User.

এটা কি সবাই পাবে।

ভাই, আমি আছি ৯ টাকায় ১জিবির (৭৫+৯৪৯ এম্বি) অফারে। আজ ১ মাস যাবত অসাধারণ স্পীডে নেট ব্রাউজ করছি। আপনারাও কোডটা ট্রাই করে দেখতে পারেন যদি লাইগ্যা যায়। *৫০০*৮৬# (৯ টাকা ভ্যাট ছাড়া, ১জিবি ৭ দিন)

Number check korar ki kono system ache je ai numbere offer ta projojjo..

আসলে এরকম নাই

আমার কাছে আসা মেসেজটি///
ফাটাফাটি ইন্টারনেট অফার! ১GB ইন্টারনেট
পাচ্ছেন মাত্র ৫৫টাকায় ভ্যাটসহ (১৫দিন মেয়াদ)।
অফারটি পেতে আগামি ৩০জুনের মাঝে ডায়াল করুন
*৯৯৯*৩#

ভাই আমার কাছে যেভাবে মেসেজ আসছে সেভাবে আমি দিছি। @ইয়াহইয়া হুসাইন

থাকলেও আমার জানা নাই। @নাজমুল সাগর

আ‌মি ৫৫ টাকায় ১ জি‌বি পেলাম। আর ওয়াও বক্স থে‌কে প্র‌তি‌দিন ২০ এম‌বি ফ্রি নিতাম। ২০ এম‌বি নি‌লে মেয়াদ তিন মাস। তাই আমার ১ জি‌বির মেয়াদ এখন ৩ মাস।

করে দেখেন @মো মাহমুদুল হাসান

অফারভুক্ত যারা আছেন তারাই এসএমএস পাবেন।

আজকেই আমার সীমে নিচের মেসেজ এসেছে। আর সাথে সাথে কিনেও ফেলেছি।এখন সেটাই ব্যবহার করছি।

“ ফাটাফাটি ইন্টারনেট অফার! ১GB ইন্টারনেট পাচ্ছেন মাত্র ৫৫টাকায় ভ্যাটসহ (১৫দিন মেয়াদ)।অফারটি পেতে আগামি ৩০জুনের মাঝে ডায়াল করুন *৯৯৯*৩#”

payaci mama

Welcome @রাতুল হক

this request is valid for first time registration only……..

..ei message aschhe.

এটা ‍সবার জন্যে প্রযোাজ্য নয়, আমাকে দিয়েছে ৫৫ টাকায় ১ জিবি।একটু দেখে ও জেনে টিউন করুন শুধু ভিজিটর পাবার আশায় টিউন করবেন না, আপনার টিউন এর দ্বারায় কারো উপকার হবে কিনা সেটা ভেবে টিউন করুন দেখবেন আপনি ভিজিটর এমনিতেই পেয়ে গেছেন।ধন্যবাদ টিউন করার জন্য, আশা করব পরবর্তীতে ভালো টিউন পাবো।