প্রত্যেক প্রোফাইল , পেজ বা গ্রুপের নিজস্ব আইডি নাম্বার (ID = Identity) থাকে । মেনশন করার জন্য সেই আইডি নাম্বার প্রয়োজন হয়। এরপর আইডিকে সাজাতে হবে এভাবে , @[ID Number:] এখন প্রশ্ন আইডি নাম্বার কিভাবে বের করবেন ? তার অনেক পদ্ধতি আছে, এখানে তিন পদ্ধতিতে মেনশন শিখবো ..
১ম পদ্ধতিঃ
» প্রথমে যাকে মেনশন করতে চান তার প্রোফাইলে প্রবেশ করুন ।
» এরপর Message অথবা Poke যে কোন একটাতে কার্সর রেখে সেইটার লিংক বের করুন ।
কিভাবে লিংক বের করবেন ?
Opera mini : অপেরা মিনিতে যেটার লিংক বের করতে চান সেটিতে কার্সর রেখে নিচের ধাপগুলো অনুসরণ করুন । Menu ↹ Tools ↹ Page Information তাহলেই ঐ লিংকের এড্রেস পেয়ে যাবেন ।
অথবা
UC Browser: UC থেকে লিংক বের করার জন্য নিচের পদ্ধতি অনুসরণ করুন । * Menu ↹ Tools ↹ Copy ↹ Copy Link Location অথবা শর্টকার্ট লিংক কপির জন্য শুধু নির্দেশনানুযায়ী বোতাম চাপুন । UC 7.8 এরজন্যঃ 1 , 3 , 3 UC 8.2 অথবা UC 8.3 এরজন্য এরজন্যঃ 1 , 3 , 2 কপি হয়ে যাবে । এখন UC থেকে কপি করা লিংক পেস্ট করতে চাইলে লেখারবক্স (textarea) এ গিয়ে নিচের পদ্ধতি অনুসরন করুন । Options ↹ Paste এরপর আপনার লিংকটি Select করে পেস্ট করতে পারবেন । লিংক কপি করা হলে আপনার প্রাপ্ত লিংকটি হবে এরকম , http://m.facebook.com/chat/messages.php?id=100002481942278&m_sess=soBi2J3 5-804nck7H এরপর .php?id= এরপর &m_sess আগ পর্যন্ত যে নাম্বারটি দেখা যাবে সেটিই হলো আইডি নাম্বার । এখানে ID হলোঃ 100002481942278 এখন এটিকে উপরের @[ID Number:] এর মত সাজিয়ে পোষ্ট অথবা কমেন্ট করুন । Ex: @[100002481942278:] এটা কমেন্ট করুন ।
২য় পদ্ধতিঃ
১ম নিয়মের চেয়ে দ্বিতীয় নিয়মটা অনেক সহজ ও কম সময়ে করা যায় । প্রথমে যাকে মেনশন করতে চান তার প্রোফাইল লিংক লোকেশন কপি করুন । কিভাবে লিংক কপি করতে হয় তা আগেই বলেছি । লিংকটি এরকম হতে হবে , http://m.facebook.com/rakibulhasan.razu&redif=0
facebook.com/এরপর &redif এর আগ পর্যন্ত এটা হলো ইউজারনেম । এখানে rakibulhasan.razu টা হলো Username . এখন এটি আপনার ব্রাউজারের এড্রেসবারে লিখূন http://graph.facebook.c om/URERNAME . এখানে আসবে, http://graph.facebook.com/rakibulhasan.razu এবার এন্টার দিন । তারপর একটি পেজ আসবে সেখানে প্রথমেই লেখা থাকবে id="100002481942278" 100002481942278 এর স্থানে বিভিন্ন নাম্বার থাকবে । সেটাই ঐ প্রোফাইলের আইডি নাম্বার । ঝটপট টুকে ফেলুন । আর ঠিক ওপরের মতই সাজান । @[ID Number:]
৩য় পদ্ধতিঃ
এই পদ্ধটিতি উপরের সবগুলোর থেকে সবচেয়ে সহজ ও দ্রুততর । যাকে মেনশন করতে চান তার যে কোন অবস্থায় লিংক কপি করুন । এরপর এখানে যান ।প্রথম বক্সে লিংক পেস্ট করে Get Code বাটনে ক্লিক করুন । নিচের বক্সে একটি কোড দেখতে পাবেন । সেটাই পোষ্টা বা কমেন্টে ব্যবহার করুন । একাধিক জনেক একসাথে মেনশন করতে চাইলে প্রতিটি লিংকের পর একটা করে স্পেশ (Space) দিয়ে Get Code এ ক্লিক করলেই একসাথে সব কোড পাবেন । লিংকের পরিবর্তে শুধু ঐ আইডির ইউজার নেম লিখেও কোড পাওয়া যাবে ।
পুরো নাম না দিয়ে নামের যে কোন একটা অংশ দিয়ে মেনশন করতে চাইলে , @[ID Number:Name] । Name এর যায়গায় ঐ প্রোফাইলের মুল নামের যে কোনএকটা অংশ লিখতে হবে । যেমন আমার নাম Rakibul Hasan Razu. এখন যদি শুধু Rakibul নামে মেনশন করতে চান তাহলে কোড লিখতে হবে এভাবে, @[100002481942278:Rakibul] এখানে নামের অংশের কোন বিকৃতি করা যাবেনা । যা লেখা আছে সেটাই হুবুহু লিখতে হবে ।
সম্পূর্ণ ভিন্ননামে মেনশন করতে চাইলেঃ
@@[0:[ID Number:1:TEXT]]
আইডি নাম্বারের জায়গায় আইডি এবং TEXTএর জায়গায় যা লিখবেন সেই নামে মেনশন হবে । তবে প্রথমে একবার স্বাভাবিকভাবে বা নামের একাংশ দিয়ে মেনশন করে নিতে হবে । নয়লে এই পদ্ধতিতে ERROR দেখাতে পারে ।
ফেইক মেনশন (ব্লু রংয়ের লেখা) করার জন্য অসংখ্য কোড ব্যবহার করা যায় । আমি দুইটা দিলামঃ @@[1:[0:1:TEXT] ] @@[0:[0:9:TEXT] ] TEXT এর স্থানে যা লিখবেন সেটাই ফেইক মেনশন বা নীল রংয়ের হয়ে যাবে । অর্থাত্ আইডি নাম্বার 0 দিলেই ফেইক ।
Blue কমেন্ট করতে চাইলে নিচের কোড ব্যবহার করতে হবে
@@[1:[0:1: ]] এখানে স্পেশসহ ক্লোন করুন পারেন।
পোস্টটি পূর্বে অন্য কেউ অন্য ভাবে করে থাকলে আমার কিছুই করার নেই , আমি শুধু পোস্ট করেছি নতুনদের জন্য অর্থাৎ যারা জানেন না তাদের জন্য।
টেকেটিউনস এ এই পোস্টটাই আমার করা প্রথম পোস্ট, ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং দোয়া করবেন যেন পরবর্তীতে আরো ভালো ভালো পোস্ট আপনাদের উপহার দিতে পারি..., ধন্যাবাদ জানাই আপানাদের সবাইকে যারা পোস্টটি পড়েছেন ।
আমি রাকিবুল হাসান রাজু। Best SEO Expert in Bangladesh, RHRazu.com, Nakla। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
RHRazu is renowned as the best SEO expert in Bangladesh, with an impressive track record of transforming businesses through strategic and effective search engine optimization. With a passion for digital marketing and an unwavering commitment to excellence, RHRazu has become a trusted authority in the field.
Vulei gesilam… Tnx for sharing… :p =D