কম্পিউটারের ক্ষমতা কাজ করার গতি কমিয়ে দেয় যখন কম্পিউটারের ভিতরে এবং নিচে ধুলো অন্যন্য ময়লা জমা হয়।স্বাভাবিক ভাবে কম্পিউটার কয়েক মাস ব্যবহারের পরে, ধুলো ময়লা স্তূপাকার হয়ে কম্পিউটার এর সার্কিট এ বায়ুচলাচল বন্ধ হয়ে যাবে। এতে করে কম্পিউটার কিছু সময় অন রাখলেই গরম হয়ে যাবে এবং কম্পিউটারের বিভিন্ন যন্ত্র অংশের তাপমাত্রা বেড়ে যাবে ফলে কম্পিউটারের ক্ষতি হবে। আপনার বিভিন্ন পোষা প্রাণী আছে তাদের লোম আপনার মাথার চুল এগুলো কম্পিউটারের জন্য ক্ষতিকর এগুলো কম্পিউটারের ভিতরে গেলে কম্পিউটারকে অতিতপ্ত করে তুলবে। একটি কম্পিউটার ভিতরে পরিষ্কার করতে মাত্র কয়েক মিনিট সময় লাগে নিচে এর ধাপ গুলো দেখানো হল:
এখানে উদাহরন স্বরূপ একটি এইচপি ডেস্কটপ দেখানো হল, প্রথমে শুধু বড় স্ক্রু আলগা করে বন্ধ সাইড প্যানেল টা খুলতে হবে। নিচে দেখুন:
বন্ধ সাইড প্যানেল টা খুলে আপনি একটা ফ্যান দেখতে পাবেন প্রথমে সাইড প্যানেলটা উল্টা পাশে পরিষ্কার করেন এবার Screws সরানোর জন্য একটি ছোট ফিলিপস স্ক্রু ড্রাইভার প্রয়োজন হবে। সিপিইউ কুলার দেখতে পাবেন স্ক্রু ড্রাইভার দিয়ে খুলে সিপিইউ কুলারটা পরিষ্কার করে ফেলুন। নিচে দেখুন:
আপনি যদি মনে করেন ধুলো উড়ে আপনার ঘর নষ্ট করবে তাহলে আপনি পরিষ্কার করার জন্য বাহিরে নিতে পারেন। এবার আপনি লক্ষ করুন যে ধুলার একটি আবরন পড়েছে। আপনি পরিষ্কার শুরু করলে ধুলো চার দিকে ইড়ে যাবে।
এবার আপনি ভিতরের সকল ক্যবল খুলে ভালো ভাবে পরিষ্কার করুন।
ভিতরে এবং বাইরে স্প্রে ব্যবহার করুন।
এবার সিপিইউ কুলার পরিষ্কার করার জন্য সিপিইউ কুলারে স্প্রে ব্যবহার করুন।
সব সার্কিট বোর্ড এবং র্যাম মডিউল ভালো ভাবে পরিষ্কার করুন। স্বাভাবিক ভাবে পরিষ্কার করা না গেলে বাতাস স্প্রে ব্যবহার করে। বাতাস স্প্রে মেশিন না থাকলে ব্রাস ব্যবহার করতে পারেন।
এছাড়া বিভিন্ন সার্কিট পরিষ্কার করার জন্য কন্টন বার ব্যবহার করতে পারেন।
একটি কম্পিউটার বছরে অন্তত একবার পরিষ্কার করা উচিত। আর সবচেয়ে ভালো হয় ছয় মাস পর পর পরিষ্কার করলে। আর যত সম্ভাব কম্পিউটার পোষা প্রাণী, চুল এগুলো থেকে দুরে রাখা।
আমি আশরাফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, আমি "আশরাফুল ইসলাম"। আমি বিশ্বের এই সর্ববৃহৎ বাংলা প্রযুক্তির সোসিয়াল নেটওয়ার্কের এর সাথে যুক্ত হয়েছি। আমি আপনাদের দারুন আর মানসম্মত টিউন নিয়মিত উপহার দিতে পারব বলে আশা করি।
ভাই ভয় লাগে যদি নষ্ট হয়ে যায়