আমার টিউন এ সকলকে আমন্ত্রন। আজ আমি আপনাদের কাছে গুগল এডসেন্সের কিছু বিকল্প সাইটে নাম এবং ঠিকানা বলবো।
কোনো সাইটের নাম বাদ পরলে দয়া করে জানাবেন।
যারা web developer বা ব্লগার, তারা সাধারণত গুগল এডসেন্সকে বেছে নেয় তাদের PPC Advertising network হিসেবে। গুগল এডসেন্স অনলাইন এ আয় করার নতুন মাত্রা যোগ করেছে। যারা নিয়মিত unique content লিখেন এবং যাদের অনেক ভিজিটর আছে, তারা খুব সহজেই গুগল এডসেন্স থেকে টাকা আয় করতে পারেন। কিন্তু যারা তা পারেন না বা যারা নতুন সাইট খুলেছেন তাই এখনো অনেক ভিজিটর পাননি, তারা experiment হিসাবে সাইটগুলো ব্যবহার করে দেখতে পারেন।
সরি ৯৯ -এর বেশি লিঙ্ক দেয়া যায়, না তাই সবগুলো লিঙ্ক দিতে পারলাম না। বাকিগুলো দেখতে চাইলে আমার ব্লগ এ যান।
সাইটগুলোর নাম এবং ঠিকানা আমার ব্লগ থেকে নেয়া হয়েছে, যা আমি বিভিন্ন সাইট থেকে সংগ্রহ করেছি।
লেখাটি এখানে পাবেনঃ ১৪০ টি গুগল এডসেন্সের বিকল্প সাইট
আমার ব্লগঃ গুগল এডসেন্স ব্লগ (techncom)
আমি রাজিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এডসেন্স, এস.ই.ও, ব্লজ্ঞিং সম্পকে জানতে ভিজিট করুন http://www.techncom.net তে। আশা করুন নতুন কিছু পাবেন।
@ রাজিব ভাইয়া…… “কিন্তু যারা তা পারেন না বা যারা নতুন সাইট খুলেছেন তাই এখনো অনেক ভিজিটর পাননি, তারা experiment হিসাবে সাইটগুলো ব্যবহার করে দেখতে পারেন।” — এই কথাটা ঠিক বুঝলাম না। একটু পরিস্কার বলরেন দয়া করে…