এন্ডয়েড মোবাইল আমাদের নিত্যদিনের সঙ্গী। এমন লোক খুব কমই পাওয়া যাবে যারা এন্ডয়েড মোবাইল ব্যবহার করেন না, বিশেষ করে ইয়ং জেনেরেশনের ৯০% ই এন্ডয়েড মোবাইল ব্যবহার করে। নানা কারনে আপনার সাধের এন্ডয়েড মোবাইলটি স্লো বা ধীর গতির হয়ে যায়। আর ধীর গতির হলে মেঝাজ কেমন হয় হয় তা প্রতেক্যেরই জানা। কিছু কিছু কারনে এন্ডয়েড মোবাইল স্লো হয়ে যায়। যেমনঃ
এছাড়াও আরো কিছু কারন আছে যা আপনাদের মোটামুটি জানা তাই এ বিষয়ে বেশি কথা না বলে সামনে আগালাম।
এন্ডয়েড মোবাইলটি যদি স্লো ই হয়ে যায় তবে কি করবেনঃ
সবশেষে মজার একটি এপ দেব যা অটোমেটিকভাবে অপ্রয়োজনীয় ডাটা ডিলট করে দেবে।
AutoKiller Memory Optimizer 8.6.197_197.apk এপটি প্লেস্টোর হহতে ডাউনলোড করে ইনস্টল করে নিন।
এবার এপটি ওপেন করুন। Advance এ ক্লিক করুন।
এবার প্রথম ঘরে ৩৭ এর পরিবর্তে ১০০ লিখুন। ব্যাস, আপনার কাজ শেষ। এপটি নিজে নিজেই এন্ডয়েডকে স্লো হওয়া থেকে রক্ষা করবে।
বিঃ দ্রঃ এপটি আনরুট এন্ডয়েড এ সাপোর্ট করলে ও ফুল সাপোর্ট পেতে ফোনটি রুট করতে হবে।
ফেসবুকে আমি। আমাকে লাইক করতে পারেন নতুন কিছু পেতে।
টিউনটি প্রথমে এখানে প্রকাশ করা হয়েছিল।
আপনাদের পরামর্শ, বুদ্ধি, অনুপ্রেরণা একজন নতুন লেখকের জন্য অবশ্যই প্রয়োজন।
আমি আবু সুফিয়ান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 117 টি টিউন ও 198 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অনেক সুন্দর পোস্ট হয়েছে, শেয়ার করার জন্য ধন্যবাদ।