আপনার পিসির অপ্রয়োজনীয় সার্ভিস বন্ধ রাখুন

অপ্রয়োজনীয় সার্ভিসগুলো বন্ধ করে আপনি সহজেই পিসি'র পারফরম্যান্স বাড়িয়ে ফেলতে পারেন। Start>Control Panel-এ গিয়ে Administrative Tools-এ ডাবল ক্লিক করুন। এবার Services-এ ক্লিক করলেই পেয়ে যাবেন কম্পিউটারের সার্ভিস। এবার এই লিস্ট থেকে যেগুলো অনেকদিন ধরে ব্যবহার করছেন না সেগুলো বন্ধ করে দিলে পিসি অনেক দ্রুতগতিতে চলবে।

Level 0

আমি আত্মভোলা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই বিস্তারিত লিখলে ভাল হত, লিস্ট থেকে কোনটা অফ করব বোঝা অত সোজা না

কোন গুলো অপ্রয়োজনীয় সার্ভিস বললে না তো আর এটা msconfig এর মধ্যে service গিয়ে ও করা যায় সেখানে বরং কোনটি Microsoft এর বহিভুত সার্ভিস গুলো আলাদা করে সনাক্ত করা যায়।

আশা করি এ ব্যাপারে আপনার কাছ থেকে বিস্তারিত আরেকটা টিউন পাব।

বিস্তারিত লিখলে ভালো হত। না বুঝে সার্ভিস অফ করলে কম্পিউটার শাটডাউন হয়ে যাবে। ধন্যবাদ টিউনের জন্য।

    thik bolechen. amio akmot matrix vaiyer shathe.
    post data ke bolchi. apne chaile ami details bole dite pari. onumuti chai. ar apne details dile to valoi.

    আরেকটা short cut হলো
    my computer > right click > manage > service and applications > service

আরেকটা short cut হলো
my computer > right click > manage > service and applications > service তাহলে আপনারা সার্ভিস পেয়ে যাবেন। প্রতিটার পাশে বিস্তারিত লিখা আছে কনটার কাজ কি। তবে সবাই সাবধান কেউ না জেনে কনো কিছু ডিসাবল করবেন না। সাবধান সাবধান সাবধান

এই কাজটা সহজ ভাবে করুন এভাবে
——————————————
১। রান এ ক্লিক করুন টাইপ করুন msconfig এন্টার দিন
২। এবার এখানে যান services
৩। এবার hide all microsoft services এ ক্লিক করুন
৪। এখন যা যা দেখছেন সব গুলো আপনার নিজের ইনস্টল করা। আপনে যদি চান কনো সার্ভিস কম্পিউটার চালু হবার সাথে সাথে না শুরু হয়ে যাক তাহলে টিক নিন্হ উঠিয়ে দিন।
৫। এপলাই এ ক্লিক করে ওকে দিয়ে বের হয়ে যান, একটা মেজেস আসবে রিস্টার এ ক্লিক করুন।

    @pudina pata Google update service(gupdate), Google updater service এর status:stopped এসব কি করা উচিত?nero backitup status:running কি করা উচিত?