আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভাল আছেন। আমি ও আল্লাহর রহমতে ভাল আছি। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো কি ভাবে ব্লগে ফেসবুক ফ্যানপেজ লাইক বাটন যুক্ত করা যায়। আমি আগেই বলে নেই আমার এই পোষ্টটি সুধু মাত্র নতুন দের জন্য।
১) প্রথমে এখানে ক্লিক করুন তার পর ওখানে দেখবেন ফেজবু পেজ ইউয়ারেল এর একটি অপশন আসবে, ওখানে আপনি আপনার আপনার ফেসবুক ফ্যান পেজের ইউ আর এল লিংকটি বসিয়ে দিন। এরপর গেট কোড এই বাটনে ক্লিক করুন । নতুন একটা উইন্ডো অপেন হবে। তার পরে আই ফ্রেম এ ক্লিক করুন । এখন যে কোডটা দেখাবে ঐইটা কপি করে রাখুন।
২) এখন আপনি আপনার সাইটের ডেসবোড এ প্রবেশ করতে হবে। তার পরে লেআউট এ ক্লিক করতে হবে ।
৩) তার পরে এড এ গেজেট এ ক্লিক করতে হবে। নতুন একটি উইন্ডো ওপেন হবে ।
৪) সেখানে অনকে ফাংশন থাকবে । আপনি সেখান থেকে এইসটিএমএল/জাভাস্কিপ্ট টিতে ক্লিক করুন।
৫) টাইটেল এর ঘরে টাইটেল লিখুন । আর কনটেন্ট এর ঘরে ঐ কপি করা কোডটি পেষ্ট করুন।
৬) এখন রিলোড দেয়ে দেখবেন আপনার সাইটে আপনার সেটকৃত ফেসবুক ফ্যান পেজের লাইক বাটন যুক্ত হয়েছে।
একই ভাবে আপনি ইচ্ছা করলে শেয়ার বাটন ও যুক্ত করতে পারবেন।
আল্লাহ হফেজ আগামী পোষ্টে দেখা হবে আপনাদের সাথে সেই পর্যন্ত অপেক্ষায় থাকুন।
আমি আমি আছি আপনদের সাথে। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।