ল্যান কার্ড দিয়ে শেয়ার করতে চাইলে দুটো ল্যাপটপের ল্যান কার্ড দুটো ক্রস কেবল দিয়ে সংযুক্ত করতে হবে। এরপর যদি সময়ে সময়ে কিছু ফাইল শেয়ার করতে চান তাহলে Net Meeting বা Team Viewer ব্যবহার করতে পারেন। যদি সিনক্রোনাইজ করতে চান তাহলে ব্যবহার করতে পারেন GoodSync.
আর যদি দুটোর মধ্যে একটা জেনারেল ফোল্ডার শেয়ার চান তাহলে একটি ল্যাপটপে আইপি দিন 192.168.0.1। অন্যটিতে দিন 192.168.0.2। এরপর যে ফোল্ডারটি শেয়ার করতে চান সে ফোল্ডারটি সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে প্রোপার্টিজ থেকে ফোল্ডারটি শেয়ার দিন। এবার অন্য ল্যাপটপ থেকে লোকাল নেটওয়ার্কে সার্চ করলেই ফোল্ডারটি দেখতে পাবার কথা ।
ভাল থাকুন। অনেক ভাল
টিউন টী ভাল লাগলে কমেন্ট করতে ভুলবেন না যেন !!
আমি প্রোগ্রামার রোমেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 87 টি টিউন ও 732 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ফেসবুকে আমি http://www.facebok.com/simantoromel.bd আমার ওয়েবসাইট http://www.corposolution.com
ধন্যবাদ , ছবি দিয়ে আপডেট করলে ভাল হত ।