মোবাইলের উপযোগী MP3/3GP/AVI ইত্যাদি কনভার্ট করুন

মোবাইলের উপযোগী MP3/3GP/AVI ইত্যাদি কনভার্ট করুন সহজেই। আমরা পিসিতে যে সমস্ত ভিডিও গান চালাই তা মোবাইলে সাপোর্ট করে না। আবার অনেক ভিডিও গান বা মুভিকে অডিওতে রুপান্তর করতে হয়। মোবাইলের প্লেয়ার এধরনের ফরমেট চালাতে পারে না বলে আমাদের কনভার্ট করতে হয়। মুভির জন্য বিভিন্ন ফরমেট রয়েছে। যেমন:- 3gp/avi/mp4 ইত্যাদি। তবে অধিকাংশ সেটে 3gp চলে।

ভিডিও কনভার্ট করার জন্য আপনার প্রয়োজন হবে কনভার্টারের। http://www.xilisoft.com/downloads/x-3gp-video-converter.exe তে ক্লিক করে ফ্রি কনভাটারর্টি ডাউনলোড করে ইন্সটল করে নিন। ইন্সটল শেষ হলে কনভার্টারটি রান করুন। যে মুভি কনভার্ট করতে চান তা উইন্ডোর বামপাশের মাঝখান থেকে Add বাটনে ক্লিক করে নির্বাচন করুন। মুভিটির লিস্ট উইন্ডোর ইপরে দেখা যাবে। এবার মুভিটি সিলেক্ট করুন। বামপাশের টুলবার থেকে আপনার প্রয়োজনীয় ফরমেট নিবার্চন করুন। এখানে অনেক ফিচার পাবেন। যেমন বিচরেট, মুভি সাইজ ইত্যাদি। এবার Output ফাইল নির্বাচন করে Encode বাটনে ক্লিক করুন। এবার লাইসেন্স কী চাইবে। সে ক্ষেত্রে নিচের নাম ও ছিরিয়াল নাম্বার দিন।
Xilisoft 3GP Video Converter 2.1.40.302b
Name: http://www.serials.ws
Serial: 15950850443275799480FA24-1139-419B-E551

সবশেষে ok করুন। তাহলে মুভিটি কনর্ভাট হয়ে যাবে।

এবার ডাটা কেবলের মাধ্যমে এটি আপনার মোবাইলে ট্রান্সফার করুন।

Level 0

আমি হাবিবুর ফিরোজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 223 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ইন্টারনেট সম্পর্কে সামান্য কিছু জানি। ইন্টারনেটেই সারাদিন ঘুরি। আমার নিজ্বস্ব সাইট www.bdwebzone.com. কারো প্রয়োজনে আসলে ধন্য মনে করবো। [email protected]


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Full version না এর চেয়ে ভাল converter দরকার হলে আউয়াজ দিয়েন

এটা লাইসেনস কোড চায়। লাইসেনস থকলে দিন। না থাকলে একটাই ানুরোধ টিুন করার আগে ভবিষতে ভালভাবে সফটওয়ারটার বিষয়ে জেনে নিন।

Full version না এর চেয়ে ভাল converter দরকার হলে আউয়াজ দিয়েন। ভাইজান আমার দরকার আউয়াজ িদলাম।

ভাইয়েরা…..আওয়াজ দিচ্ছি….

Level 0

শুধু আওয়াজ দিলে কি হবে converter কি আপনার বাড়ির ঠিকানায় পাঠাবো মেইল এডড. নাই নাকি না থাকলে বলেন সাহায্য করি

ভাইরে, সরি। [email protected]. ভীষণ দরকার। plz.

Level 0

ফারিব ভাই আমি এখন আপনাকে একটি ফুল ভারসন converter দিচ্ছি যা দিয়ে মোবাইল উপযোগী অনেক ধরনের format এ গান কনভাটৃ করতে পারবেন। আপনি ঠিক কোন মোবাইল বা কি format এ গান কনভাটৃ করতে চান সেটা লিখলে ভাল হত. আমার মনে হয় এটা দিয়েই আপনার কাজ হয়ে যাবে.কোন সমস্যা হলে আমাকে জানাবেন।

Level 0

যদি মেইল না পেয়ে থাকেন তাহলে নীচের লিংক হতে ডাউন করে নিন
converter, http://www.mediafire.com/?ijmwjzilciy
keygan, http://www.mediafire.com/?wox3jnmqxh1

ভাই, আমি তো এখোনো পেলাম না! আমার সেট এল জি ভিউটি। ধন্যবাদ ভাই।

দু:খিত ভুল টিউনের কারেন। টিউনে এবার ফুল ভার্সন যোগ করা হল। সিরিয়াল নং এখানেও দিলাম

Xilisoft 3GP Video Converter 2.1.40.302b
Name: http://www.serials.ws
Serial: 15950850443275799480FA24-1139-419B-E551

Level 0

ফারিব ভাই ডাউন লিংক তো দিলাম ডাউন করে নিলেই তো হয়

আপনার মেইল পেয়েছি। ধন্যবাদ।

sundor. vallo lagasy