ওয়ান ক্লিকে সার্টডাউন বা রিস্টার্ট আইকন তৈরি

নিচের পদ্ধতিতে আপনি ডেস্কটপে ওয়ান ক্লিক রিস্টার্ট বা সার্টডাউন বাটন তৈরি করতে পারেন  ডেস্কটপের যে কোন খালি স্থানে মাউস রাইট ক্লিক করে নিউ/শর্টকাট ক্লিক করুন। ডায়ালগ বঙ্ ে লিখুন shutdown.exe -r -t 03 এরপর next ক্লিক করার পর Finishবাটন চাপুন। এখন ডেস্কটপে আসা Shutdown আইকনে ক্লিক করলে ৩০ সেকেন্ডের মধ্যে বন্ধ হয়ে যাবে কম্পিউটার এবং রিস্টার্ট নেবে। আপনি চাইলে টি-৩০ এর পরিবর্তে আপনার ইচ্ছেমতো সময় টি এর পর বসিয়ে নিতে পারেন।

শুধু মাত্র shutdown.exe -r -t 03 স্থলে shutdown.exe -s -t 03 বসিয়ে ঠিক একই ভাবে আপনি সার্টডাউন আইকনও তৈরি করতে পারবেন।

Level 0

আমি আত্মভোলা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

go to run,
type CMD
command prompt ashbe,
type shutdown.
tar por dekhe nite paren ar ki ki kora jay.
thanks

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আসসালামু য়া`লাইকুম।টেকটিউনস এর সকল সদস্যদের আমার শুভেচ্ছা। আমি একটি সমস্যার মধ্যে আছি,সমস্যাটি হল,আমার একটা পুরাতন Laptop আছে যার RAM(SD) মাত্র 128 MB. এখন আর SD RAM পাচ্ছিনা।আমার এক বন্ধু জানালো পেনড্রাইভ এর মাধ্যমে নাকি RAM এর মেমোরি বাড়ানো যায়। তাই আমার অনুরোধ যদি কারো “RAM এর মেমোরি বাড়ানো” বিষয় টি জানা থাকে তবে দয়া করে জানাবেন।আশাকরছি ইনশাআল্লাহ আপনাদের কাছে সমাধান পাব। সাবাইকে অনেক অনেক ধন্যবাদ।

    ধীরগতির হয়ে যায় কম্পিউটার যদি RAM কম থাকে। একই সঙ্গে একাধিক প্রোগ্রাম বা সফটওয়্যার চালু করলে কম্পিউটার প্রায়ই হ্যাং করে। এ সমস্যা থেকে কিছুটা হলেও পরিত্রাণ পেতে পারেন আপনি যদি কম্পিউটারের ভার্চুয়াল মেমোরি বাড়িয়ে নেন। উইন্ডোজ অপারেটিং সিস্টেম চলা কম্পিউটারের ভার্চুয়াল মেমোরি বাড়াতে প্রথমে My Computer ক্লিক করে Properties-এ যান। এবার Advance-এ ক্লিক করে Performance-এ Settings-এ ক্লিক করুন। আবার ক্লিক করুন Advance-এ এখন Change-এ ক্লিক করে নতুন উইন্ডোজ এনে সেটির Initial Size ও Maximum Size-এ আপনার ইচ্ছে মতো Size লিখে Set-এ ক্লিক করে ok দিয়ে বেরিয়ে আসুন। এ ক্ষেত্রে Intitial Size-এ আপনার কম্পিউটারের RAM-এর Size-এ দ্বিগুণ এবং Maximum Size-এ RAM-এর Size-এ চারগুণ দিলে ভালো হয়।

    প্রথমে আপনার পেনড্রাইভটি আপনার লেপটপের সাথে যুক্ত করুন। তারপর My Computer এ ক্লিক করে Properties এক্লিক করুন। এবার System Properties এলে Advance ট্যাবে গিয়ে Performance এর ভিতরের Settings(প্রথম Setting বাটন) বাটনে ক্লিক করুন। তারপর Advanced ট্যাবে গিয়ে Change বাটনে ক্লিক করুন। তারপর ড্রাইভ লিস্ট থেকে আপনার পেনড্রাইভটি সিলেক্ট করুন। Initial size ও Maximum size এ আপনার পেনড্রাইভের সাইজ থেকে ২০ মেগাবাইট বাদ দিয়ে সাইজ লিখুন।(যেমন: আপনার পেনড্রাইভে সাইজ যদি ৫১২ মেবা হয় তাহলে লিখবেন ৪৯২)। তারপর OK দিয়ে বের হয়ে আসুন। আপনি কম্পিউটারে কাজ করা অবস্থায় কখনো পেনড্রাইভটি খুলবেন না বা এতে কিছু রাখবেন না এবং উপরের কাজ করার আগে আপনার পেন ড্রাইভ সম্পূর্ন খালি করে নিন। কাজ করা অবস্থায় পেনড্রাইভটি খুলে ফেললে আপনার কম্পিউটার হ্যাং করতে পারে।

    2jon e thik boleche. but aita korte pen drive lage na ashole. apne chaile hard disk theke same way teo RAM share korte paren. (shob janta na ami, shob jantara bolbe only pen drive lagbe)
    thanks

dear brother thanks 4 ur tunes,but i can’t apply this tips with win7, telling this file not found, what happen?

    ভাইজান কিছু মনে করবেন না। আমি এখনও আমার কম্পিউটারে উইনডোজ-৭ সেটআপ দেই নি। কাজের ব্যাসত্দতার মাঝে সময় হয়ে উঠে না। তার পরও যদি আমি এর সমাধান পাই আপনাকে অবশ্যই জানিয়ে দিব। আর আপনি পেলে আমাকেও জানাবেন। ধন্যবাদ।