ড্রাইভে লালবাত্তি জ্বলে গেছে?? দেখে নিন কিভাবে ড্রাইভের সাইজ বাড়াবেন!!

স্বাগতম আজকের টিউনে। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের দেখাব কি করে হার্ড্রডিস্কের ড্রাইভের আকার কমানো বা বাড়ানো যায় ড্রাইভের কোন  রকম ক্ষতি সাধন না করেই।

আমরা সকলেই আমাদের কম্পিউটারের হার্ডডিস্ককে পার্টিশন দিয়ে কয়েকটি ড্রাইভ বানিয়ে নিই আমাদের কাজের সুবিধার জন্যই। কিন্তু প্রায়ই দেখা যায় কোন ড্রাইভে ফাইলের পরিমাণ এত বেড়ে গেছে যে, ওই ড্রাইভে আর কোন জায়গা খালি থাকে না।

তখনই আমরা উঠে পড়ে লাগি ড্রাইভের সাইজ বাড়ানোর জন্য। তা করতে গিয়ে অনেক সময়ই দেখা যায় আমরা ভুল করে পুরো ড্রাইভটিই ফরম্যাট করে দিয়েছি অথবা কোন না কোন সমস্যার সৃষ্টি হয়েছে।

এ সমস্যার সমাধান এর জন্যই আমার আজকের টিউন।

প্রয়োজনীয় উপকরণঃ

চিন্তা করবেন না। আমদের এই কাজের জন্য খুব বেশী কিছু লাগবে না। শুধুমাত্র একটি সফটওয়্যার। যার নাম  Mini Partition Tools । যদি সফটওয়্যারটি থেকে থাকে তাহলে তো আর কথাই নেই। আর যদি না থাকে তবে এখানে   ক্লিক করে নামিয়ে নিন। ভয় নেই, মাত্র ৩০ এমবি। আসুন তাহলে এবার আমাদের কাজ শুরু করা যাক।

Let's Start>>  

মুভি নামের এই ড্রাইভটি লক্ষ্য করুন। মুভি রাখতে রাখতে ড্রাইভে পুরো লাল্বাত্তি জ্বলে গেছে। :-p আজ আমরা এই ড্রাইভটির সাইজ বাড়াব।

আশা করি এতক্ষণে সফটওয়্যারটি ডাউনলোড করে ফেলেছেন। এখন নরম্যালি এটি ইন্সটল করে নিন।

ইন্সটল শেষ হলে launch application লেখা জায়গায় ক্লিক করে সফটওয়্যারটি ওপেন করুন।

মুভি নামের ড্রাইভটির দিকে লক্ষ্য করুন। এতে মাত্র ৩ জিবির মত ফ্রী স্পেস আছে। এখন ড্রাইভটিতে ক্লিক করুন। এরকম কিছু দেখতে পাবেন আশা করি।

এখান থেকে Extend অপশনে ক্লিক করুন। নতুন একটা উইন্ডো আসবে।

কোন ড্রাইভের সাইজ কমিয়ে আপনি আপনার কাঙ্খিত ড্রাইভের সাইজ বাড়াতে চান। তা এখানে ঠিক করে দিবেন। যেমনঃ আমি এখানে  Games & Software ড্রাইভের সাইজ কিছু পরিমাণে কমিয়ে মুভি ড্রাইভের সাইজ বাড়াচ্ছি।

স্ক্রীনশটে দেখানো লাল চিহ্নিত অংশটির মাধ্যমে আপনি ড্রাইভের সাইজ কতটুকু বাড়াতে চান তা নির্ধারণ করে দিতে হবে।

 এখানে আমি আমার ড্রাইভের সাইজ ৯৯জিবি বাড়াতে চাই। তাই, ৯৯ জিবি সিলেক্ট করে ok দিলাম।

 আমাদের কাজ প্রায় শেষ!! এখন শুধু Apply লেখা অংশে ক্লিক করতে হবে। তাহলে, নতুন একটি উইন্ডো আসবে। এখানে yes দিতে হবে।

 একটু অপেক্ষা করুন। (প্রায় ৪-৫ মিনিট অপেক্ষা করতে হতে পারে।

 এইতো!! কাজ শেষ!! just ok দিয়ে শেষ করুন।

এবার কাজের ফলাফল দেখুন। মুভি ড্রাইভটির সাইজ ৯৯ জিবি বেড়ে যাওয়ায় এখন প্রায় ১০৪জিবি জায়গা খালি আছে!!

My Computer এ ঢুকে দেখতে পারেন। লালবাত্তি আর নেই!! :-p

 

ভিডিও টিউটোরিয়ালঃ

Level 0

আমি সাকিব হাসনাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 119 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এটা কি সত্যি কাজ করে?? 😀

কাজ করলে ধন্যবাদ ।

সুন্দর টিউন । 🙂

https://www.techtunes.io/android/tune-id/171091#comment-610385
ভাই,আমি উনার টিউনস এর মাধ্যমে আমার mobile-এ চেষ্টা করেছিলাম সব কিছুই ঠিকঠাক হয়েছিলো, কিন্তু শেষ পর্যায়ে couldn’t to link এই ধরনের মেসেজ আসছিলো তাই ভাবলাম আমার দ্বারা এইটা সম্ভব নই। তাই এখন আমি আমার SD Card Format দিলাম কিন্তু আমার Memory Card-এর আগের Space ফিরে পাচ্ছিনা। কেমন করে আমার হারানো Space ফিরে পাবো help me plz……….

@মাহাবুব আলম: ধন্যবাদ। তবে, টিউন করতে কিছু দেরী হতে পারে। আসলে, আমি এবার এইচ.এস.সি পরীক্ষা দিচ্ছি। তাই, নিয়মিত টিউন করা সম্ভব হচ্ছে না। 🙁