নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। ভিডিওটি বড়দের না হলেও ছোটদের জন্য এসব ভিডিও সংগ্রহ করা বড়দেরই দায়িত্ব। আমাদের সবার বাসায় কমবেশ ছোট সোনামণি অথবা ছোট আত্মীয় স্বজন আছে। আপনারা লক্ষ্য করলে দেখবেন তাদের মোবাইলের প্রতি অনেকটা বেশিই আগ্রহ অন্য সবকিছুর তুলনায়। তারা মোবাইলে যা দেখে তা তাদের মনে গেঁথে যায় সহজে। এজন্য আমি তাদেরকে নিয়ে কাজ করতেছি। তাদের জন্য নতুন আরেকটি ভিডিও তৈরি করলাম। আগের ভিডিও গুলোর চেয়ে আলাদা এই নতুন ভিডিওটি, সমস্ত ভিডিওটি আমি ন্যাচারাল করার চেষ্টা করেছি, সংগ্রহ করে রাখতে পারেন। এই ভিডিও A থেকে Z পর্যন্ত ইংরেজি সহজে শিখার জন্য তৈরি করা হয়েছে। এই ভিডিওটি আগের গুলো থেকে সম্পূর্ণ আলাদা, আপনারা ভিডিওটি দেখলে অবশই বুজবেন আগের গুলোর থেকে আলাদা কিনা ? ভিডিওটিHD ফরমেট এ তৈরি করা। আশাকরি আপনাদের ছোট ভাইবোনের ABCD সহজে শেখার জন্য অনেক উপকারী হবে। ভিডিওটি আমি তৈরি করেছি, আপনারা আমার YouTube চ্যানেলের Subscriber হবেন। ভিডিওটি ভাল লেগে থাকলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করে টিউমেন্ট এ জানাবেন।
কম্পিউটার, ব্লগিং, এডসেন্স, এসিও এসব বিষয়ের আরও ইনফরমেশন পাবেন Blogging Tips ওয়েবসাইট এ।
ধন্যবাদ সবাইকে, ভিডিওটি কেমন লাগল জানাবেন।
নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। ভিডিওটি বড়দের না হলেও ছোটদের জন্য এসব ভিডিও সংগ্রহ করা বড়দেরই দায়িত্ব। আমাদের সবার বাসায় কমবেশ ছোট সোনামণি অথবা ছোট আত্মীয় স্বজন আছে। আপনারা লক্ষ্য করলে দেখবেন তাদের মোবাইলের প্রতি অনেকটা বেশিই আগ্রহ অন্য সবকিছুর তুলনায়।
আমি ওমর ফারুক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 98 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার এই পোষ্ট টি দেখুন,কাজে লাগবে। https://www.techtunes.io/tutorial/tune-id/332044
nice ,… kee