আর এড এর ঝামেলা পহেতা হবে না!! এবার আপনার ফোনের চারপাশে এড এর দেওয়াল দিয়ে দিন আর সাথে সাথে এড কে চিরতরে ভুলে যান।

আসসালামু আলাইকুম পরীক্ষার জন্য অনেক দিন যাবতই অফলাইন ছিলাম তাই আসতে পারি নাই।।এবার নিয়ে আসলাম নতুন কিছু নিয়ে।।
বর্তমানে এমন কোন এপ্স খুজে পাওয়া প্রায় অসম্ভব যার মধ্যে এড বিদ্যমান থাকে না।।কিন্তু তাই বলে কি এপ্স গুলো ব্যবহার করা ছেড়ে দিবো?? এই এড আমাদের শুধু বিরক্তিইঈ করে না ফোন কে স্লো করতে খুব কাজ করে এমন কি ডাটা গুলো ও সুন্দর করে কেটে নেয়।।আরো কতকিছু...... ।।এর থেকে বাচার জন্য অনেক কিছুও খুজেছি কিন্তু ফলাফল শুন্য।।আবার পাইলেও একটা একটা করে করতে হয় বাবা এতে আবার বেশি ঝামেলা।।

যাইজ্ঞো আমরা যাই সামনে আইজ্ঞো।।আমি যে এপ্স এর কথা বলছি সেটা দিয়ে আপনি এক ক্লিকেই পুরো ফোন এর চারপাশে এড এর দেওয়াল দিয়ে দিতে পারবেন।।এটা আপনার হোষ্ট হিসাবে কাজ করবে।।এইটা যেহুতু এড ব্লক করে তাই প্লেয় ষ্টোর থেকে হটানো হয়েছে কারন এর মাধ্যমে কোন গুগল++ এড ও ফোনে শো করবে না।

প্রথমে এখান Downloadথেকে এপ্স টি ডাউনলোড করুন।। ডাটা অন রেখে এপ্স এ ঢুকুন।।তারপর কিছু সময় নিবে আপডেট হতে।।এবারঈ আসল কাজ তারপর নিচে দেখবেন লেখা আছে ( download files and apply ad blocking ) এইখানে ক্লিক করে কিছক্ষন অপেক্ষা করুন।।ব্যাচ কাজ শেষ।।

আমি যে এপ্স গুলোতে টেষ্ট করেছি।
১,blackmart alpha
২,getapk market
৩,bangla dictionary

বিঃ দ্র: আপনার ফোন টি রুট করা হতে হবে।।
যেহুতু মোবাইল দিয়ে টিউন করি তাই কোন সম্যসা হলে আমি তো আছিই ফেইসবুকে
FACEBOOK
ধন্যবাদ।।সবাই ভাল থাকবেন।।

Level 0

আমি সাগর আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 63 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

অতৃপ্ত তৃষ্ণাকে প্রযুক্তির রস দিয়ে নিবারণ করতে চাই। https://sagor.xyz


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

tune a bistarito bolle valo hoto

এটা খুব ভালো একটা এপ। তবে এই উদ্দেশ্যে একটা বাড়তি এপ ব্যাবহার না করে Rom Manager এপের মাধ্যমে একটি এড ব্লকার স্ক্রিপ্ট ডাউনলোড করে নিলে সেটাও সেইম কাজ করে। আমার ধারণা প্রায় সব রুট ইউজারই Rom Manager এপটি ইউজ করেন, ফ্রি ভার্সনটাই যথেষ্ট।

Level 0

unroot mobile এর জন্য কোন ব্যবস্থা নাই?

@ধুপ ভাইয়া রোম ম্যানেজারে সবার জন্য উপকারী না।এটাতে ফোন ব্রিক করার সম্ভাবনা থাকে।।আমার কাছে এটাই বেষ্ট।।তাই শেয়ার করলাম।।তবে আপনার ট্রিকটাও ভাল।

@আর মিলন ভাই আমার জানা মতে নাই ননরুট মোবাইলের জন্য।।

আমার ফোন রূট করা নেই; অতএব আমার জন্য প্রযোজ্য নয়। তবুও ভাল ধন্যবাদ।