এবার আপনার Driver এর আইকন চেঞ্জ করুন দারুন দারুন আইকন দিয়ে সাথে রয়েছে মাউস এবং কি-বোর্ড লক করার ভাল লাগা একটি সফট

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি।

টিউনের টাইটেল দেখে বুঝা যাচ্ছে কি নিয়ে টিউন হবে তবুও বলছি ! আমাদের হার্ডড্রাইভে যে আইকন গুলো দেখি সেগুলো দেখতে দেখতে আমাদের ভাল লাগে না কারন দেখতে সুন্দর না আর অন্য পিসি থেকে আপনার পিসি টা সুন্দর থাকলে কেমন হয়! আজকের টিউন টা তেমন জটিল কিছু না, সফট টি পিসিতে ছিল আজ হঠ্যাত সফট টি পেলাম এবং কাজ করে দেখলাম ভাল লাগল তাই শেয়ার করলাম সকলের মাঝে।

তাহলে আসুন আর কথা না বাড়িয়ে চেঞ্জ করে ফেলি আমাদের ড্রাইভের আইকন!

প্রথমে এখান থেকে Driver Icon Change সফট টি ডাউনলোড করে নিন তারপর চালু করুন।

এবার আপনি যে ড্রাইভের আইকন চেঞ্জ করবেন সে ড্রাইভটি সিলেক্ট করুন। তারপর Install বাটনে ক্লিক করে আপনার তৈরি করা / নিচের লিংক থেকে ডাউনলোড করা আইকন টি দেখিয়ে দিন।
আপনার তৈরি করা কোন আইকন নেই তাহলে এখানে ক্লিক করে নিয়ে নিন আপনার পছন্দের আইকন টি।

উপরের নিয়মে করা আমার H ড্রাইভটি।

Lock Keybord & Mouse: নিরাপত্তা এবং অন্যের হাত থেকে কি-বোর্ড মাউস লক রক্ষা করতে এই সফট টি ডাউনলোড করে নিন।

ভাল লাগলে টিউমেন্ট করবেন।

আজ এই পর্যন্ত।
আল্লাহ হাফেজ

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ শেয়ার করার জন্য

আপনার পোষ্ট দেখে আমিও change করলাম।

ধন্যবাদ