বিসমিল্লাহির রহমানির রহিম
সাবাই কেমন আছেন। আশা করি ভাল। আজ টেকটিউনসের নতুন টিউনের খবর টেটি ওপেন না করে দেখার একটি পদ্ধতি বলব। প্রতি দিন টেটিতে অনেক নতুন টিউন আসে। কিন্তু সব টিউন সবার প্রয়োজন হয় না। এছাড়া প্রত্যেক বার টেটিতে ঢুকে সময় নষ্ট করে লাভ কি? তার চেয়ে আপনি যদি আপনার ব্রাউজারের বুকমার্ক বার থেকেই সব নতুন টিউনের খবর এবং সরাসরি ঐ টিউনে যেতে পারেন তাহলে কেমন হয়। এ সুবিধা পাওয়ার জন্য নিচের ধাপ গুলো অনুসরণ করুন।
প্রথমে টেটি এর ডানে উপর থেকে “টেকটিউন আরএসএস” এ ক্লিক করুন।
এর পর যে পেজটি আসবে সেখান থেকে “View Feed XML” এ ক্লিক করুন।
এবার Subcribe to this feed using বক্স থেকে Live Bookmarks সিলেক্ট করে Subscribe Now এ ক্লিক করুন।
এবার নিচের মত একটি উইন্ডো আসবে। সেখানে Name বক্সে Techtunes এবং Folder বক্সে Bookmarks Toolbar সিলেক্ট করে Subscribe বাটনে ক্লিক করুন।
তাহলে দেখবেন আপনার ব্রাউজারের বুকমার্ক বারে Techtunes নামে একটি বুকমার্ক বা বাটন এসেছে। এতে ক্লিক করলেই নতুন টিউনের নাম দেখাবে। টাইটেল গুলোর উপর মাউস পয়েন্টার রাখলে তার বর্ণনা দেখতে পারবেন।
ব্রাউজার চালুর আগে নেট অন করা থাকলে এটি সয়ংক্রিয় নতুন টিউনের নাম আপডেট করে নিবে। যদি ব্রাউজার চালু করে নেট অন করা হয় তখন এটিতে নতুন টিউনের নাম আপডেট করার জন্য Techtunes লেখা বাটনটিতে রাইট ক্লিক করে “Reload Live Bookmark” এ ক্লিক করুন। তাহলে নতুন টিউনের টাইটেল গুলো আপডেট হয়ে যাবে।
আশা করছি টিউনটি সবার কাজে লাগবে।
টিউন শেষ করার আগে এটা মজার কথা বলি। সবাই জানে বিদ্যুতের কেমন অবস্থা এখন। কয়েকদিন আগে সারাদিন বিদ্যুৎ ছিল না। মাঝে মাঝে এসে শুধু হ্যালো বলে আবার চলে যায়। সারাদিন শেষে রাতে রেডিও টুডেতে খবর শুনতে বসলাম। খবরে কোন এক বৈঠকের কথা বলল, সেখানে কোন এক কর্মকতা তখন বলল – "বিদ্যুতের আবস্থা আগের তুলনায় অনেক ভাল হয়েছে।" সারাদিন এত কষ্ট করলাম আমরা সাধারন জনগন, আর তারা এসির বাতাসে বসে যা ইচ্ছে তাই বলছে। সম্ভবত একেই ডিজিটাল বাংলাদেশ বলা হয়। ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য।
আমি মোঃ মাহমুদুল হাসান সোহাগ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 530 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সব কিছুর জন্যই প্রস্তুত থাকি, এমনকি মৃত্যুর জন্যও...
কাজের লাগার মতই জিনিস।
————————————————–
Movie, Music, Ebooks, Software all is here.