৩১১ কিলোবাইটের পোর্টেবল ইউএসবি প্রটেক্টর (হ্যাক করুন বন্ধুর পিসি)

আমরা অনেক সময় দেখি যে আমাদের কোন অনুপস্থিতে আমাদের কম্পিউটার থেকে কেউ ফাইল /ডকুমেন্ট অথবা পছন্দের কোন কিছু নিয়ে নিচ্ছে অনেক সময় দেখা যায় যে তারা আপনাকে বলে অথবা অনেক সময় না বলে নিয়ে যাবে...আবার এমন ও হয় যে আপনি চাচ্ছেন না ফাইল টা সে আপনার কাছ থেকে নিতে কিন্তু নিছক বন্ধু বলে আর কোন অপশন থাকে না বলে আপনার বাধ্য হয়ে দিতে হচ্ছে যা হোক আমি আপনাদের এই প্রবলেম টা বুঝার আরেকটা কারন হল আমি ও আগে মাঝে মাঝে এইরকম পরিস্থিতিতে পরতাম তাই এটার একটা সমাধান খুজলাম এবং পেয়েও গেলাম এর একটা কার্যকরি সমাধান।

 

আজকে যে সফট নিয়ে কথা বলছি এই সফট টির নাম ইউএসবি প্রটেক্টর ...

এটির কিছু ফিচার

১।সফটটির অনেক সহজ ব্যবহার মাত্র ১ ক্লিকের ব্যাপার।

২।ফাইল সাইজ মাত্র ৩১১ কিলোবাইটের যা আপনার ডাওনলোড করতে ৫ সেকেন্ডের ও কম সময় লাগবে

৩।ফাইল টি একটি বিশেষ অ্যালগরিদমে তৈরি তাই অন্যে কোন সফটওয়ার দিয়ে এটিকে ডিসেবল বা প্রাইভেসী ব্রেক  করা যায় না যার ধরুন একমাত্র আপনি ছাড়া আপনার ফাইল নড় চর করার মত কারো পাওয়ার নেই।

৪।ফাইল টি পোর্টেবল তাই আপনি ইচ্ছে করলেই এর দ্বারা আপনার যেমন একদিকে প্রটেকশন দিতে পারবেন আবার অন্যে দিকে আপনার বন্ধুদের পিসিকেও হ্যাক করতে পারবেন।এটার মূলত যে কাজ তার ব্যবহার টাকে আপনি ইল্লিগ্যাল ভাবে ব্যবহার করতে পারবেন ধরুন আপনি আপনার ফ্রেন্ডের কম্পিউটারে গিয়ে আপনি চাইলেন আপনার ফ্রেন্ডের সাথে একটু মজা করবেন তার কম্পিউটারে আপনার এই পোর্টেবল পেনড্রাইভ প্রোটেক্টর দিয়ে লক করে দিলেন কিন্তু সে নিজেও জানেনা এবং সফট টি তার কম্পিউটারে ব্যক আপ না রেখে সেটা আপনার কাছেই রেখে দিলেন ।এবং সে সেই মূহুর্তে কিছুই জানলনা পরে যখন সে ফাইল ট্রানাস্ফার করতে যাবে তখন বাশ খাবে কারন সে আর ফাইল ট্রানাস্ফার করতে পারবেনা... যার ধরুন আপনি আপনার ফায়দা লুটতে পারবেন এমন কি তাকে ব্ল্যাকমেইল করে কিছু টাকা কড়ি ও নিতে পারবেন...(কারন আপনার সফট ছাড়া তার আর উইন্ডোজ দেওয়া ছাড়া আর কোন উপায় থাকবেনা)

 

যা হোক আর লিখবা এই ৩০০ কিলোবাইটের সফট নিয়ে এত লেখার কিছু নাই জাস্ট ব্যহার ট বুঝলেই হবে।

 

কীভাবে ব্যবহার করবেন

প্রথমে সফট টি ওপেন করবেন

আমার দেওয়া পিকচার টি দেখুন তারপর এখান থেকে ইউএসবি অন/অফ যা ইচ্ছে তাই করুন তারপর আর কিছু করার নেই জাস্ট আপনার সফট টা ক্লোজ করে দিন এবং এখন ট্রাই করেন তু দেখি আপনার পাওয়ার কেমন একটা ১ এম্বির ফাইল ও আপনি এখন আর এই কম্পিউটার থেকে নিতে পারবেন না

 

হাহাহ হাহাহ কি মজা না ...।

যা হোক ফাইল টি ডাওনলোড লিংক  (লিংক আপডেট আগের লিংক কাজ করত না তাই) ।আমি সাথে একটা ভিডিও আমার নিজের তৈরি করা দিয়ে দিয়েছি যাতে বুঝতে কোন কষ্ঠ না হয়

ইউটিউবে ভিডিওটি দেখতে লিংক

 

এরপরেও না বুঝলে আমাকে জানাতে পারেন

আমার ফেসবুক প্রোফাইল

 

 

আচ্ছা আরেকটা বিষয় আমি যখন আর্টিকেল লিখতে যায় টেকটিউনে তখন  ইডিটর মেনুবারে আরো অনেক গুলা অপশন থাকার কথা টেক্সট কালার আরো অনেক কিছু কিন্তু আমি দেখতে পাচ্ছিনা...এই ব্যাপারে কেউ জানলে কমেন্ট করবেন আশা করি

 

Level New

আমি সুজন আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 49 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Download korte parchi na……………(You’ll have your download in no time! Just complete any offer below with your valid information and the download will unlock.) eta show korche………

    @shahariar nawshin taki: লিংক আপডেট করে দিছি এখন আরামছে ডাওনলোড করুন আর হা একদম লেটেস্ট ভার্সন সো কোন আপডেটের প্রয়োজন নেই

অকে ব্রাদার আমি শিগ্রই ডাওনলোড লিংক চেঞ্জ করে দিচ্ছি…প্লিজ ডোন্ট মাইন্ড…দেখি আর কোন ভালো ফাইল হোস্টিং পাই কিনা

Your IP address has been banned. বলে । অন্য কোথাও আপলোড করুন :/