যারা লিমিটেড ইন্টারন্ট ব্যবহার করেন তাদের জন্য ছোট্ট একটা টিপস। না দেখলে মিস।

আমরা যখন কোন সাইটে যাই তখন পেইজটি লোড হওয়ার সময়ই আপনার নেটকানেকশন এর ব্যন্ডউইথ নষ্ট করে। আর একটি পেইজ কতটুকু  ব্যন্ডউইথ নষ্ট করবে তা প্রধানত ইমেজ ফাইলের উপর নির্বর করে। যে পেইজে  ইমেজ বেশি থাকবে সে পেইজ ব্যন্ডউইথ বেশি নষ্ট করবে। তাই আমরা যদি ইমেজ ফাইল গুলো লোড হতে নাদেই তাহলে আমরা আরো বেশি সাইট আরো বেশি সময় ধরে ব্রাউজ করতে পারবো।

চলুন এবার দেখি কি বাবে এটী করবেন।

আমি মজিলা ও ক্রোম এর জন্য দেখবো।

প্রথমে মজিলা;

মজিলা ফায়ার ফক্স এর মেইন মেনু থেকে Tools এ ক্লিক করুন ।

এখান থেকে Option এ যান। তারপর Content select  করুন।

এখান থেকে Load Image Automatically কে টিক মার্ক উঠিয়ে দিন। ব্যস হয়ে গেলো।

Chrome এর জন্য প্রথমে Option এ যান।

এখান থেকে User And Hood  এ যান। Content setting select করুন।

তারপর Image Select করুন। পাশের বক্স থেকে Do not show any image এ ক্লিক করে Close করে দিন । এবার দেখুন মজা।

দেখুন আমি Face book এ  আমার কোন Friend এর Face  দেখতে পারিনা।

যারা মোবাইল ইন্টারনেট ব্যবহার করেন তাদের জন্য সত্যিই উপকারি।

আমার এক বন্ধুর ১৮ মিনিটে মাত্র ২.৫ mb খরচ হয়েছে। আগে যেখানে ১ মিনিটেই 1 mb এর উপর যেত।

এবার নো চিন্তা ডু ফুর্তি!

Level 0

আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ONEK VALO টিপস। THANKS BRO………..

কাজে লাগবে

really good tips…thnx

জানি তবে এইভাবে চিন্তা করিনি। ধন্যবাদ।

মোবইলে আমি এটা ইউস করি। এমনে পিসির ব্রডব্যান্ড এর যা অবস্থা আচিরেই ওয়াইম্যাক্স। ওদের লিমিটেডে কাজে দিবে।ওএলডান ম্যান।
আপনার কাছে থেকে এরকম কাজের টিউনই আশা করি।

অসম্ভব। Image ছাড়া web browsing আর টাকা ছাড়া Mobile একই কথা।

    আপনার সাথে সহমত। তাছারাও আটা অনেক পুরান trick

    Level 0

    @ পীযুস, এটা হতে পারে্‌ কিন্তু এই ট্রিক্সটা ১ গিগা ইউজ্র দের মানে লিমিটেড ইউজারদের জন্য আসলেই

    তা আমি ও মানি, আমি ব্রডব্যান্ড ইউজ করি, এটি মোবাইল ইন্টারনেট ব্যবহার কারিদের জন্য

ধন্যবাদ অনেক সুন্দর টিপস।
যদিও ইমেজ ছাড়া নেট ব্রাউজ করার কোন মজাই নাই।
তবে এইটা সত্যি মোবাইল নেট ইউজারদের কাজে লাগবে।

আগেই জানতাম। তবে আমার জিপি পি৬ ১মাস চলে যায়।

Level 0

কিন্তু যারা অন্যান Browser Use করে তাদের জন্য কি কিছু টিপস আছে।

যেমন আমি Comet Bird Use করি।

    আমি কোন দিন ওগুলো ব্যবহার করি নি, তাই দুঃখিত।

Level 0

আমিতো মডেম বেবহার করি , তাহলে এটা কতটুক কার্যকরী আদৌ কি করা উচিত ? অসংখ ধন্যবাদ

    আপনার প্রয়জন হলে অবশ্যই করা উচিত

Level 0

yeah

eita khub easy, kintu ei idea ta age mathae ashe ni, etaa use korle page load o hobe taratari