এবার ম্যাক্রো ছবি তুলুন মোবাইল দিয়েই। DSLR নাই তো কি হইসে!

যেসব ফটোগ্রাফার বা ফটোগ্রাফি প্রিয় পাঠক এই লেখাটি পড়ছেন, তারা সবাই কমবেশি ম্যাক্রো সম্পর্কে জানেন। আমি নিজেও যদিও বিশেষ কিছু জানি না। নতুনদের জন্য একটু ডিটেইলস বলছি। নেট ঘাটাঘাটি করে সহজ ভাষায় যাটা পেলাম সেটা হলো,

ম্যাক্রো ফটোগ্রাফি খুবই কাছথেকে নেয়া ডিটেইল এর ছবি। ম্যাক্রো ছবির সাবজেক্ট অনেককিছুই হতে পারে..পোকামাকড় থেকে শুরু করে একটা জড়বস্তুর কোন একটা অংশের ক্লোজআপ।

কয়েকটা উদাহরন দেইঃ

 

আশা করি এখন বোঝা গেছে।

 

যাই হোক, এবার আসল কথায় আসা যাক। এই ধরনের আকর্ষনীয় ছবি DSLR ক্যামেরা ছাড়াই তোলার একটি সহজ পদ্ধততি শেয়ার করার জন্যই এই পোস্ট।

শুরু করা যাক।

 

 

যা যা লাগবেঃ

  • একটি ক্যামেরা মোবাইল!  🙂
  • একটা খেলনা লেজার লাইট। (যেটা দিয়ে ছোট ছোট এমনকি বড় বড় খোকারা খেলে থাকেন) দোকান ভেদে ৫০-১০০ টাকা দাম। এরকম।
  • একটা হেয়ার ক্লিপ আর সামান্য টেপ হলে ভালো হয়।

যা যা করতে হবেঃ

 

লেজার লাইটের মাথা (যে প্রান্ত দিয়ে লেজার বের হয়) খুব সাবধানে খুলে ফেলুন। সফল ভাবে খুলতে পারলে নিচের ছবির মত অংশগুলো পাবেন।

প্রতিটা লেজারে একটি করে লেন্স পাবেন। লেন্স গুলো দেখতে এরকম।

এবার লেন্সটি নিচের ছবির মত চুলের ক্লিপের সাথে আটকে নিন।

ঠিক মোবাইলের ক্যামেরার উপর লেন্সটি বসিয়ে ক্লিপটি টেপ দিয়ে ব্যাকপার্টের উপর বসিয়ে নিন। ব্যাস। হয়ে গেল ম্যাক্রো লেন্স।

 

এখন ইচ্ছেমত যেকোন বস্তুর কাছে মোবাইল নিয়ে গিয়ে তুলুন ম্যাক্রো।

 

বিঃদ্রঃ অবশ্যই মোবাইলের ক্যামেরা যাতে বস্তুর একদম কাছে থাকে সেদিকে লখ্য রাখবেন। লেজারের লেন্সটির ক্ষমতা অনেক তাই ফোকাস দুরত্ব অনেক কম। যথেষ্ট কাছে নিয়ে না গেলে out of focus হয়ে যাবে।

আপনি চাইলে মোবাইলের জন্য লেন্স কিনেও ব্যাবহার করতে পারেন। বাহিরে থেকে আনাতে হবে। দাম প্রায় ১০-৫০$ এর মদ্ধে আছে। অনেকটা এরকম-

ইচ্ছে থাকলে কিনে দেখতে পারেন। আর না থাকলে আমার মতই বানিয়ে নিন।  😎   😎   😆

 

 আমার তোলা  ছবি

 

আরো মজা দেখতে আপনার শরীরের যেকোন অংশের ত্বকের কাছে ক্যামেরাটি ফোকাস করুন। তারপর দেখুন। আপনার সুন্দর ত্বক আসলে কতটা রুক্ষ!

 

যাই হোক। আজকে এ পর্যন্তই। সবার ভালো লাগলে আরো টিউন করবো আশা রাখি। যেকোন প্রশ্ন বা আলোচনা করতে পারেন কমেন্ট বক্সে।

আরো নতুন আপডেট করবো শীঘ্রই। আরো উন্নত ম্যাক্রো তোলার পদ্ধতি নিয়ে। ততোদিন আরো একটু ঘাটাঘাটি করে দেখি। 

(ছবিগুলো গুগল থেকে নেয়া। কেউ দয়া করে এটা নিয়ে ত্যানা প্যাচাবেন না। পদ্ধতিটি সম্পূর্ণ পরীক্ষিত)

Level 0

আমি Meshkat। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 64 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

চরম লাগলো ব্রো, বরারবর-ই একজন ফটোগ্রাফার হওয়ার ইচ্ছা ছিলো, কিন্তু সেইটা বিভিন্ন কারনে হয়ে ওঠে নাই, ট্যাঙ্কু :p টিউনটার জন্য

দারুন আইডিয়া 😀

বাহির থেকে যে লেন্স গুলা আনার কথা লেখছেন ওগুলা কোন দেশ থেকে আনতে হবে ,ঢাকার কোন জায়গায় পাব না? ওই লেন্স গুলার ক্ষমতা কত গুন? আমি এই লেন্স দিয়েই অনেক ছবি তুলেছিলাম , ফটোগ্রাফি বিভাগ এ আমার পোস্ট দেখেন।
আমি অন্য লেন্স দিয়ে মশার চোখ অনেক বড় করে দেখেছি।

” ….দাম প্রায় 10-50 টাকার মধ্যে আছে। ”
এত কম দামে লেন্স কি পাওয়া যায়?? নেট এ তো সব হাজারের উপরে

    Level 0

    @CyBeR Assassin:
    ১০ থেকে ৫০ ডলারের কথা বলা হয়েছে। খেয়াল করুন।

এই পদ্ধতিতে কত ছবি যে উঠাইলাম। কিন’ আমার লেন্সটা আমার জেঠাতো ভাই দুষ্টামি করতে গিয়ে হারায় ফেলছে। তাই এখন আর ছবি উঠাইতে পারি না।

বাহ ভালো তো… ভালো না…?

আরেহ !!! আমার কাছেও তো লেজার লাইট আছে । এক্ষুনি দেখতেছি । 😀

    Level 0

    হাহাহা এরকম আগেও করছি।আমি ম্যাগনিফাইং গ্লাস ইউজ করে তুলেছিলাম।মোবাইলে অটো ফোকাস থাকলে সবথেকে বেটার হয় এরকম লেন্স ইউজ করে।@জনি আহমেদ:

আসলেই ভাল জিনিস লিখেছেন ভাই

ভাই বানালাম আপনার লেখা দেইখা….বাট সারাদিনে একটা পোকারও ছবি তুলতে পারি নাই………এত কাছে নিলে ওড়ে চলে যায়

খুব ভালো লাগলো ভাই।….. চেষ্টা করে দেখব!

Level 0

Nice tune, eita ami onek agei use korachi. Jader kase laser nai tara door view ta je lens use korse ota o use korte paren, but ota akto boro. Ei rokom aro onek lens use kora jai DVD Player er CD reading korar jonno je lens use hoi ota o use kora jai.

Level 2

জিনিয়াস এদের ই বলে।। 😀 🙂 অনেক অনেক ধন্যবাদ।