আসসালামু আলাইকুম!!! কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন সবাই।
বর্তমানে প্রায় সবারই একটা পার্সনাল কম্পিউটার থাকে। হোক সেটা ডেস্কটপ, লেপটপ, নোটবুক। যেটাই হোক আমরা যারা IBM সিরিজের পিসি ব্যবহার করি তারা প্রায় সবাই Windows ব্যবহার করেন। তাই আজকের ট্রিক্সটা Windows এর জন্য।
আমরা যখন একটা পিসি ক্রয় করি তখন সাধারনত হার্ড ডিস্কটি ২ থেকে ৩টা ভাগ করা থাকে। এবং যেখান থেকে ক্রয় করেন সেখান থেকে কিছু file( গান সফ্টওয়ার ইত্যাদি ) নিয়ে আসেন এটাই সাভাবিক। কিন্তু যখন ফাইল গুলিকে কেটাগরি অনুযায়ি সাজাতে জান তখন পরে জান বিপদে।
কারন আপনাকে তারা মাত্র ২টি ভাগ করে দিয়েছে। এখন আপনি কী করবেন। সব তথ্য ডিলেট করতে অবশ্যই আপনার ইচ্ছা করবে না। আর তাই আমার আজকের টিউনস। তো শুরু করা যাক।
ধাপে ধাপে অনুসরন করুন আপনিও পারবেন।
শুরুতে চিত্র ১ এ দেখানো MY COMPUTER এর iCON এ মাওসের Right বাটনে কিক করে Manage এ জান।
এবার দেখুন তো নিচের চিত্রঃ ০২ এর মত দেখাচ্ছে কিনা?
এখন চিত্রঃ ০২ এর লাল দাগ দেয়া Disk Management এ কীক করেন। দেখেন চিত্রঃ ০৩ এর মত window আসসে কীনা।
তো এখন চিত্রঃ০৪ এর মত যে partition টি আবার ভাগ করবেন সেটার মধ্যে কারসর নিয়ে রাইট বাটনে কিক করে Shrink partition এ কিক করুন।
এর পর চিত্রঃ০৫ এর মত একটা Window আসবে। এর পর কত টুকু ভাগ করবেন ওইটা নিল কালার করা জায়গায় লিখে Shrink চাপুন।
দেখেন নিচের চিত্রঃ০৬ এর মত আরও একটি পার্টিশন হয়ে গেছে এবং আপনার ফাইল বা তথ্যের কোন ক্ষতি হয় নি। এখন কাজ হল পার্টটিকে ব্যবহার উপযোগি করা। নিচের চিত্রের দেখানো মত করে রাইট বাটনে কিক করে New Simple Volume কিক করুন।
এবার Next চাপুন
এবার লাল দেখানো জায়গায় লিখুন আপনি কত MB দিয়ে কারেক্ট করতে চাচ্ছেন যেমনঃ 10GB হলে 10*1024=10240 লিখবেন। এরপর Next চাপতে থাকুন।
এবং শেষে Finish চাপুন একটু সময় দিন। দেখুন আপনার কাজ হয়ে গেছে।
আমার যতটুকু সাধ্য ছিল তা দিয়ে আপদেরকে আমি বুঝানোর চেস্টা করেছি। আসা করি বুঝতে পারেছেন। যদি কোন সমস্যা হয় প্লীস টিউমেন্ট করবেন।
[এডমিন ভাই যদি টিউন টি নিতিমালার বাহিরে হয়ে থাকে তবে টিঊনটি ডিলেট করে দিয়েন। দয়া করে আইডিটি স্থগিত কইরেননা।]
এত কষ্ট করে টিউনটি পড়ার জন্য ধন্যবাদ। টিউনটি কেমন হল জানাতে ভুলবেন না। টিউমেন্টের অপেক্ষায় রইলাম।
সৌজন্যে: বিডিটিউনস(bdTunes.com) পূর্বে প্রকাশিত
আজকের মত বিদায় দেখা হবে আগামি টিউনে।
আমি তানবির হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 96 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।
I am using “Dell Inspiron 5537” Laptop with Windows 8.1 Pro. I have tried your technique but my windows doesn’t allow to pertition more than 3 partition of my harddisk. Is there any solution for this problem