আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি।
আমাদের অনেক সময় ড্রাইভার লক রাখতে হয়, নিরাপত্তার জন্য, অনেক খুঁজে পেলাম একটি সফট । আমার কাছে ভাল লেগেছে আশা করি আপনার ও ভাল লাগবে।
প্রথমে এখান থেকে সফট টি ডাউনলোড করে নিন । তারপর ইনস্টল দিয়ে চালু করুন।
এবার সফটওয়ার এর সাথে দেওয়া সিরিয়াল কী দিয়ে রেজিঃ করে নিন।
এবার আপনার যে ড্রাইভ/মেমোরী/পেনড্রাইভ লক/হাইড করবেন তা সিলেক্ট করে Password এ ক্লিক করুন। তাহলে পাসোয়ার্ড ঘর আসবে আপনার পাসোয়ার্ড দিয়ে OK ক্লিক করুন।
এখন Apply বাটনে ক্লিক করে পিসি রিস্টার্ট দেন।
ব্যাস কাজ শেষ এবার কেউ আপনার ড্রাইভ/মেমোরী, পেনড্রাইভ আর খুলতে পারবেন না। এবং কি হাইড করে রাখলে খুঁজে ও পাবে না।
আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।
পেনড্রাইভ অন্য পিসিতে লাগালে কি লক কাজ করবে?