আপনার মুখের কথায় চলবে আপনার কম্পিউটার

অনেক দিন পর আবার ফিরে এলাম টেকটিউন্সে।আশা করি সবাই ভালো আছেন ? আজকে আমি বলবো যে কিভাবে আপনি আপনার কম্পিউটারকে নিয়ন্ত্রন করবেন মুখে কমান্ড করে।এর জন্য আপনার কম্পিউটারে উইন্ডোস ৭ থাকতে হবে

এবং এর সাথে একটা মাইক্রোফোন কম্পিউটারের সাথে কানেক্ট থাকতে হবে।

কীভাবে করবেনঃ-প্রথমে start এ যান তারপর -Contorl Panel এ যান

আপনার মুখের কথায় চলবে আপনার কম্পিউটার

Contorl Panel থেকে Hardwear and Sound এ যান

Hardwear and Sound থেকে Sound এ যান।

Sound থেকে Recording এ যান


Recording এ যে মাইক্রোফোন টাতে রাইট চিহ্ন আছে সেটাতে ক্লিক করুন।
ক্লিক করে নিচের Configure অপসান টা তে ক্লিক করুন।

ক্লিক করার পর আপনার মাইক্রোফোন টা সেট করে নিন।

নীচের মত করে

তারপর Start speech Recognition ক্লিক করুন।

ক্লিক করার পর কয়েকটি অপসান আসবে সেগুলি নেক্সট করে ফিনিশ করে দিলে নিচের মত এক টা ছোট্ট লোগো আসবে।

এই লোগো টা তে ক্লিক করলে স্ক্রিনের উপরে নীচের ছবির মত একটা ডাইলগ বক্স আসবে।


ডাইলগ বক্স টা তে Off লেখা থকবে ডাইলগ বক্স টার পাশের মাইক্রোফোনের মতো লোগো টাতে ক্লিক করে অন করুন।


এরপর আপনি কমান্ড দিন এবং আপনার কমান্ড এর সাথে আপনার কম্পিউটার কাজ করে চলবে।
এবার ভাবছেন কি কমান্ড দেবেন তাই তো? এর জন্য আপনাকে start-Contorl Panel-Hardwear and Sound-Sound -Recording-Configure থেকে Take Speech Tutorial টা দেখে নিন।

আশা করি আপনাদের সবারই ভালো লাগবে।আমারও ভালো লেগেছিল।

------ধন্যবাদ-------

FROM-MEEEEeeeeeeeeeeeeeeeeeee

Tooo alllll offfffff Youuuuuuuuu

Thanx

আর হা আপনাদের মন্তব্য জানাতে ভুলবেন না কিন্তু।

(বানানে ভুল হয়ে গেলে ক্ষমা করে দিবেন প্লিজ)

Level 0

আমি ওয়াক্তিয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 113 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুব সুন্দর টিউন হয়েছে।মানসম্মত এবং পরিচ্ছন্ন।এককথায় জটিল!!!মুখের কমান্ডগুলো কী কী বললে খুব ভালো হতো।

    ভাই বলছি আমি যদি কমান্ড গুলো দিতাম তাহলে আপনি বুঝতে পারতেন না এ ব্যাপারে আমি সিউর তাই আপনাদের স্পীচ টিউটরিয়াল তা দেখে নিতে বলেছি যা আপনাদের একবারে ভালো ভাবে দেখিয়ে দেখিয়ে কমান্ড গুলো শিখিয়ে দিবে।আশা করছি।

    _____আল্লা হাফেজ_____

এটা কি বাংলা কমান্ড বুঝবে?

    না ভাই ক্ষমা করবেন এটা বাংলা কমান্ড বুঝবে না।

বাবর says:

এটা কি বাংলা কমান্ড বুঝবে?

    না ভাই ক্ষমা করবেন এটা বাংলা কমান্ড বুঝবে না।

শুধু ইউন্ডোজ ৭ এ কাজ করবে।

    ভাই যেহেতু আমার ইউন্ডোজ ৭ আছে তাই আমি ইউন্ডোজ ৭ এ দেখিয়েছি তবে এটা ইউন্ডোজ ভিস্তা তেও হয়।

Windows Vista এবং Windows 7 এ কাজ করবে। দুইওটা একই রকম ভাবে।
আর একটা কথা বাংলায় কমান্ড করলে কাজ করবে না ।

এক কথায় অসাধারন টিউন।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ এমন একটা ভাল ও সুন্দর টিউন উপহার দেয়ার জন্য শুভকামনা রইল আপনার জন্য।
আর যদি পারেন টিউটরিয়ালটা নিয়ে আরেকটা টিউন করবেন এতে আপনার টিউনের ষোলকলা পুর্ন হবে।

    আমি ভাবছি যে পরের টিউটরিয়ালটা নিয়ে আর একটা টিউন করব যেটা হল “”এখন থেকে Windows7 এ Screen Shot নিন কোন সফটয়্যার ছাড়াই””
    আশা করি এটাও আপনাদের ভালো লাগবে।
    _______ধন্যবাদ_______

ভাল হয়ছে।।

ভাইম আপনার টিউনটি সুন্দর হয়েছে । এটি নিয়ে আমি আগে একবার টিউন করে ছিলাম । অফিসের ব্যস্ততা বারার কারনে টেকটিউনে আগের মতো বসতে পারিনা । ধন্যবাদ
https://www.techtunes.io/tutorial/tune-id/2326/

ভাই আমি রেকর্ডিং এর বদেলে প্লেবাক ক্লিক করলে দেখায় headphone not plugged in তাই headphone এ সাউন্ড কম মনে হয় ,সব সাউন্ড ফুল করার পরও সাউন্ড কম আসে বলেই মনে হচ্ছে , তবে আপনার স্টেপ গুলো ঠিক ভাবে হচ্ছে প্লিজ হেল্প করেন