আপনি বিছানায় শুয়ে শুয়ে আরাম করে একটি মুভি দেখছেন বা অন্য মজার কিছু ভাবছেবন হঠাৎ দেখলেন ফেসবুকে কেউ আপনাকে ম্যাসেজ দিয়েছে বা কোন জরুরী মেইল এসেছে, তখন কি করবেন? আপনার এতো সাধের আরাম হারাম করে বিছানা থেকে উঠে যেয়ে মেইল চেক করে তারপর আবার আরাম করবেন? স্বাভাবিক ভাবে কিন্তু আমরা সেটাই করে থাকি। তবে কেমন হতো যদি বিছানায় বসে দূর থেকে ল্যাপটপ বা ডেক্সটপ পরিচালনা করায় যেত। কথাটা শুনতে একটু কেমন কেমন লাগলেও বাস্তবে কিন্তু সম্ভব। এখন প্রশ্ন, কিভাবে?
কোন চিন্তা না করে আজি এই ভাবে কাজ করুন............
স্টেপ ১
প্রথমে এই লিংক থেকে দরকারি অ্যাপ টি ডাউনলোড করে নিন
For Android
https://play.google.com/store/apps/details?id=com.hungrybolo.remotemouseandroid
Or
For Windows
http://www.windowsphone.com/en-us/store/app/remote-mouse/2e10d8af-c993-497c-8924-33b787f5f48a এর জন্য।
স্টেপ ২
এবার আপনার পিসির জন্য রিমোট মাউস সার্ভার অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করে নিন এখান থেকে
স্টেপ ৩
এবার আপনার ডিভাইস এবং পিসিকে একই সার্ভারের সাথে কানেক্ট করুন।
স্টেপ ৪
খুব সহজে পিসিতে আইপি অ্যাড্রেস বা কিউ আর কোড খুঁজে পাবেন।
স্টেপ ৫
এবার আপনার ফোনে থাকা রিমোট অ্যাপ টি ওপেন করুন এবং আইপি অ্যাড্রেস বা কিউআর কোডের মাধ্যমে পিসির সাথে কানেক্ট করুন।
সব গুলো কাজ ঠিক মতো করার পরে দেখবেন পিসির মাউস নেভিগেশন আপনার স্মার্টফোনে চলে এসেছে।
রিমোট মাউস অ্যাপটি অনেকটাই ম্যাকবুকের টাচপ্যাডের মতো কাজ করে। একটি আঙ্গুল দিয়ে টাচ করলে লেফট ক্লিক আর ২টি আঙ্গুল দিয়ে একসাথে টাচ করলে রাইট ক্লিকের কাজ করবে। চাইলে ইচ্ছা মতো সেটিং করে মাউসের গতি কম বেশী করে নিতে পারবেন। আবার ইচ্ছা করলে পিসি সার্টডাউন’ও করতে পারবেন। এককথায় মাখনের মত উপভোগ করুন ।
আপনার সোস্যাল একাউন্ট গুলো আপডেট করতে চাইলে http://www.buyfastlike.com
আমি khairul sobuj। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
@khairul sobuj: নিজেই টিউন করে নিজের গুনগান করছেন,বাহ!!