আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি।
ছবি থেকে ভিডিও তৈরি করার অনেক সফট আছে, অনেকে অনেক ধরনের সফট ব্যবহার করেন। আমিও অনেক গুলো করেছেই এবং করছি ।
আজ যে সফটটি নিয়ে আপনাদের সাথে বর্ননা করব সে সফট ছোট কিন্তু কাজের। কাজ গুলো হয় দারুন। আমার কাছে ভাল লেগেছে আশা করি আপনার ও লাগবে।
তাহলে আর দেরি না করে এখান থেকে ডাউনলোড করে নিন। তারপর চালু করুন।
এবার Add Photo বাটনে ক্লিক করে আপনার ছবি দেখিয়ে দিন। তারপর Transition বাটনে ক্লিক করে ছবির ইফেক্ট সিলেক্ট করুন।
তারপর Add Music বাটনে ক্লিক করে আপনার একটি মিউজিক নিন তারপর Option বাটনে ক্লিক করুন এবার কোন ফরম্যাটে সেভ করবেন তা সিলেক্ট করুন।
সব শেষ Preview বাটনে ক্লিক করে দেখুন কেমন হয়েছে ভিডিটি, ভাল লাগলে Convert বাটনে ক্লিক করুন।
ব্যাস তৈরি হয়ে গেল ছবি থেকে ভিডিও
আজ এই পর্যন্ত।
আল্লাহ হাফেজ
আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।
দেখি কেমন হয়