বিরক্তিকর কলারকে ব্লক করেন একদম ফ্রিতে।সাথে থাকছে টাকা কাটার ট্রিক্স।।।আপনার না কলারের টাকা কাটবে।

সবাইকে সালাম আর শুভেচ্ছা জানিয়ে শুরু করচি আমার এবারের টিউন।আমার আজকের টিউন টি খুব চোট এবং অনেক পুরাতন।অনেকেই জিনিসটা জানেন তারপরো নতুন একটা জিনিস চিন্তা করে বের করছি,বের করছি বললে ভুল হবে পুরান জিনিশ সব গুলারে একসাথ কইরা কাজটা করছি তাই ভাবলাম আপনাদের সাথে সেয়ার কইরা দি যদি আপনাদের উপকারে আসে তা হলে ত ভালাই।আমি এটা সেয়ার করতেসি জারা জানেনা তাদের জন্য আর আপনি এটা হয়ত জানেন বা আপনার কাসে এই ধরনের বিষয় গুলা হয়ত পাকনা কলার মত সোজা কিন্তু অনেকেই এটা জানেও না বুজেও না তাই দয়া করে কোন খারাপ টিউমেন্ট থেকে দূরে থাকবেন...

 

আচ্ছা ভাই আপনেরাই বলেন আমি হলাম পোলাপান মানুষ আমার নাম্বারে যদি কেউ মিস কল দেয় স্বাভাবিক মত মেয়ের নাম্বার ভাইব্বা আমি কল টা বেক করমুই এটা স্বাভাবিক কথা(মেয়ের কথা বলছি মজা করার জন্য কেউ আবার আমারে ব্যক্তিগত ভাবে অতটা খারাপ ভাইবেন না) সেই মিস কলার ব্যাক্তি যদি হয় পোলা তারপর আবার অপরিচিত তারপর আবার আমারে গালাগালি করে,সে আমারে বলতেসে সে আমারে মিসকল দিব কেন...?হেন তেন হাবিজাবি তাইলে তারে কি করবার মন চায় আপনেরাই কন...?তাই তারে প্রথমে ব্লেক লিস্টে ডুকাইলাম তারপরো মনে শান্তি হইল না।ভাবতাছি কিভাবে তারে সায়েস্তা করা জায় মানে তার টাকা খাওয়া জায় তাও আবার আমার হাতের স্পর্শ ছাড়া।তখন বাংলালিংকের সাইটে ভিসিট করলাম।করে দেখি ১৫ দিনের জন্য ব্লক করতে হলে চার্য হবে এই রকম= নাম্বার এড করতে ৫ টাকা আর ১৫ দিনে কাটবে ১৫ টাকা + vat…তাও আবার লিমিট মোট নাম্বার ১৫ টা...ভাই আপনেরাই বলেন এটা কেমতে সম্ভব,আমি এই ২০ টাকা(add +15 days  cost)  দিয়া কথা বলতে পারুম ৬০ মিনিট।তখন ভাভতেসি না কোন কিছু একটিব ডিএক্টিব করতে পারুম না জা করমু আমার মোবাইল দিয়াই করমু।আমার মোবাইলটা যদিও সস্থা মোবাইল তবু এটাতে আছে অনেক কিছু যেমন এক চার্যে চান্দের দেশে ঘুরে আশা জায়।সস্থা দেইক্ষা কিনছি কারন আপনেরা ত ভাল কইরাই জানেন অল্প দামে সস্থা গরিব মানুষের আস্থা।সেস পর্যন্ত ভাবতে ভাবতে মনে পড়ল সেই পুরান হিস্টোরির কথা, সিম কোম্পানির ফ্রি কল block  code গুলার কথা।হুম এটাই আমার একমাত্র রাস্তা,বিরক্তিকর কলারকে সায়েস্থা করার।

এই কল ব্লকের বেপারে জারা জানেন না আমি তাদের জন্য বিষয়ডা বুজিয়ে বলতেসি।আমি যতটুকু জানি ততটুকু থেকে বলতেসি কারন আমার জ্ঞান খুব সিমিত ।এটা হল একটা call forward  system..আপনেরা জানেন যে মিস কল এলার্ট সার্ভিস চালু থাকলে এবং আপনার মোবাইল যখন unreachable অর্থাৎ বন্ধ থাকবে তখন যে আপনাকে কল করবে সব গুলা কল auto forward  হয়ে সেটা একটা সর্ট কোড নাম্বারে যেমন বাংলালিংকে +৬২২ এ চলে জায় আর পরে যখন আপনি মোবাইলটি চালু করবেন অর্থাৎ reachable  হবেন তখন সে কোড থেকে আপনাকে মেসেজ করে সব গুলা মিস করা কল এর বেপারে তথ্য দিবে।আর তেমনি কল auto receave  এর জন্য সব সিমের একটি একটি করে কোড আছে।(আমার জানামতে একটি বা আরো বেশিও থাকতে পারে)।সেই নাম্বার গুলুতে আপনি যখন কল forward  করে দিবেন তখন ঐ কলারের ১৩ তা বাজবে অর্থাৎ automatic office  থেকে রেকর্ড করা কথা বলবে আর কলারের টাকা কাটবে।

জাই হক অনেক বক বক করে পেললাম এবার সরাসরি কাজের কথায় চলে জাই।

ধাপ ১:***যাদের মোবাইলে call block  করা জায় না বা এপ্স নাই তারা সেসের দিকের লেখা গুলু পড়ে কিসুটা উপকার পেতে পারেন তবে তারসাথে আপনাকে কিছু কষ্টও করতে হবে।

***জারা symbian  মোবাইল ব্যাবহার করেন তাদের জন্য আগে থেকে কোন এপ্স ইন্সটল করা থাকে না মোবাইলে তাই আপনারা আগে দয়াল বাবা গুগুলের সহায়তায় একটা auto call blacklist  এর এপ্স নামাই নেন তারপর ব্লেক লিস্টে নাম্বার এড করে নেন।

***:জারা চায়না মোবাইল ব্যাবহার করেন তারা জাকে ব্লক করতে চান তার নাম্বার ব্ল্যাক লিস্টে এড করেন।ব্ল্যাক লিস্টে এড করার নিয়ম-

প্রথমে আপনি আপনার মোবাইলের কল লগ/হিস্টোরিতে জান...

এবার যে নাম্বার block করতে চান সেই নাম্বার থেকে option এ ক্লিক করে add black list এ click করলে আপনার সিলেক্ট করা নাম্বার টি ব্ল্যাক লিস্টে এড হয়ে যাবে।

অথবা আপনি সরাসরি (menu-settings-security-blacklisted)  থেকেও আপনার কাজ করতে পারেন।এখান থেকে আপনার নাম্বার ব্ল্যাক লিস্টে এড বা রিমুব বা আপনি যদি চান যে ঐ নাম্বার থেকে কল বা মেসেজ কোনটাই না আসুক বা শুধু মাত্র মেসেজ আসতে পারবে কিন্তু কল আসতে পারবে না বা শুধু মাত্র কল আসতে পারবে কিন্তু মেসেজ আসতে পারবে না এই অপসান গুলা এখানে পাবেন।মনে রাখবেন সব চায়না মোবাইলে একই রকম সিস্টেম নাও হতে পারে তাই আমি আমার মোবাইলের সিস্টেম টা আপনাদের সাথে সেয়ার করেছি।

*** এবার আসেন android mobile user  রা।আপনারা ত খুব সহজেই মোবাইলে নাম্বার ব্ল্যাক লিস্ট করতে পারেন।এই জন্য প্রথমে জাকে ব্ল্যাক লিস্টে এড করতে চান তার নাম্বার আপনার পোন মেমরিতে সেভ করেন অথবা copy/move  করেন।তারপর

নাম্বারে ক্লিক করেন।

 

এবার option এ ক্লিক করে block incoming call এ টিক মার্ক করে দিন।

 

অথবা আপনি এত ভেজাল না করে call blacklist এপ্স ব্যাবহার করতে পারেন।আমি আপনাদের সুবিধার্থে মিডিয়া আগুনে আপলোড করে দিসি।download link

এপ্স টি ওপেন করে জাস্ট add এ ক্লিক করার পর আপনি নিজেই বুজবেন কিভাবে কি করত হবে।

তারপরো না বুজলে আমি বলে দিতেসি প্রথমে add এ ক্লিক করবেন।তারপর আপনি যদি call log/history থেকে নাম্বার এড করতে চান তা হলে from call log এ ক্লিক করেন,from contract হল যদি contract  নাম্বার থেকে এড করতে চান,from messege log হল যদি মেসেজ থেকে এড করতে চান,সব সেসে manually হল আপনি নিজে যদি নতুন কোন নাম্বার এড করতে চান তা হলে এই option ব্যাবহার করতে পারেন।

আমি আসা করি আপনারা সফল ভাবে নাম্বার ব্লেক লিস্টে এড করতে পেরেছেন।

ধাপ ২:এখন chaina  mobile  user  রা  (menu-settings-call settings-call divert),

symbian  mobile user  রা (menu-tools-settings-phone-call divert-voice call)

android mobile user  রা প্রথমে call log/history তে জান। তারপর option এ গিয়ে settings এ ক্লিক করেন।

voice call  এ ক্লিক করেন

call forward ক্লিক করার পর আপনার সিম সিলেক্ট করে দিন...

এবার আপনি সফল ভাবে আপনার কল ডিবার্ট অপসানে এসেচেন...

এখন আপনি নির্বাচন করুন আপনি কোন ভাবে টাকা খেতে চান কলারের তারপর সব সেসে নিচে দেয়া কোড গুলু বসিয়ে option টিকে active/enable/start করে দিন আর future এ বন্ধ করতে চাইলে stop/off/cancel/disable  করে দিন।যদি চান সব কলারের টাকা কাটুক তা হলে call forwarding unconditional/always forward  এ ক্লিক করেন আবার যদি চান call forward on busy  অর্থাৎ যখন আপনি কল কেটে দিবেন তখন কলারের টাকা কাটুক তাহলে এটাতে ক্লিক করেন।আমরা যেহুতু ব্লেক লিস্ট করা কলারকে সায়েস্থা করব তাই আমরা এটাতে ক্লিক করব কারন যখন বিরক্তি কর কলার আপনাকে কল করবে তখন auto call টা কেটে যাবে আর কলটি তখন নিজে নিজে আমাদের কোডে ট্রান্সফার হয়ে যাবে।আবার আপনি যখন কল রিসিব করবেননা তখন যদি টাকা খেতে চান তাহলে when unanswered/forward  on no replay/if not answered এ ক্লিক করে দিন। সব সেসে divert if unreachable  option  হল আপনার মিস কল এলার্ট করার option  কিন্তু আপনি যদি চান এলার্ট বন্ধ করে টাকা কাটার ব্যবস্থা করতে অর্থাৎ আপনার মোবাইল যখন বন্ধ থাকবে তখনো যদি আপনি টাকা খেতে চান তা হলে এই অপসান টি একটিব করে দিন।

বিঃদ্রঃ-মনে রাখবেন আপনি যখন কল কেটে দেয়ার আপসান টি একটিব করবেন অর্থাৎ call forward on busy/when busy  তখন কিন্তু আপনি যদি ব্লেক লিস্টে এড করেন নাই এমন কোন কলারের কলো কেটে দেন তাহলেও কিন্তু তার টাকা কাটবে তাই এটা চালু করার পর আপনি মনে রাখলেই চলবে যে আপনি এই রকম একটা কিছু চালু করে রাখছেন।কারন সব দিক থেকে সুবিধা খুজলে সুবিধা পাবেন না।আর কোন কল না কাটলে কোন সমস্যা হবে না ,ব্লেক লিস্টে এড নাই এমন কেউ যদি মিস কলো দেয় তা হলেও কোন সমস্যা হবে না।

কোডঃ- গ্রামীণফোন, রবি, বাংলালিংক এবং এয়ারটেল গ্রহকদের জন্য নাম্বার-

*. জিপি এর জন্য – ১২৬৬

*. রবি এর জন্য – ৮১২১

*. বাংলালিংক এর জন্য – ৭৭০

*. এয়ারটেল এর জন্য – ৭৮৯

সিটিসেল এবং টেলিটক

গ্রাহকরা তাদের voice mail নাম্বার ব্যবহার করে ট্রাই

করে দেখতে পারেন ।

যদি কোন কিছু বুজতে সমস্যা হয় তাহলে অবস্য টিউমেন্ট করতে ভুলবেন না।আর দরকার হলে আমাকে ফেচবুকে add করতে পারেন।

facebook id

 

Level 2

আমি সাইবার গোস্ট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 58 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জানতে আর শিখতে চাই অনেক কিসু কিন্তু দুষ্ট বুদ্ধির কারনে কিসুই শিখা হয় না।।। আইটি-কম্পিউটার আর ইন্টারনেট পাগল....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

thx ghost.
awasome

Level 0

ভাই কলারের সাথে সাথে Call Forwarding এর জন্য আপনার ও টাকা কাটবে ।

@সুমন ইসলাম: ধন্যবাদ আপনাকে টিউমেন্ট করার জন্য।

@RedDragon:ধন্যবাদ আপনাকে টিউমেন্ট করার জন্য।ভাই এই সার্ভিস ব্যাবহার করলে আপনার টাকা কাটবে না এক দম ফ্রি ব্যাবহার করতে পারেন আপনি এই সিস্টেম টি।আর আপনার টাকা কাটবে আপনি যদি কল ডিবার্ট অপসান একটিব করেন অর্থাৎ যখন আপনার নাম্বার টি বন্ধ থাকবে তখন আপনি যদি চান যে আপনার বন্ধ থাকা নাম্বারের সকল কল আরেকটা সিমে জাবে।মনে করেন-০১৯১২৩৪৫৬৭৮ এই নাম্বার থেকে কল ডিবার্ট করে ০১৭১২৩৪৫৬৭৮ এই নাম্বারে নিবেন তা হলে আপনার বাংলালিংক সিমে যখন কেউ কল করবে তখন আপনার বাংলালিংক নাম্বার বন্ধ থাকা সর্তেও আপনি সকল কল আপনার গ্রামিন নাম্বারে পাবেন এই জন্য কল রিসিব করার সাথে সাথে কলারের টাকা কাটবে সাথে আপনার বাংলালিংক নাম্বার থেকে প্রতি মিনিটে ২.৩০ পয়সা চার্য হবে।আশা করি আপনি বিশয় টি বুজতে পেরেছেন।