আপনি ভিডিও থেকে ছবি নিতে সমস্যায় ভুগছেন (নিয়ে নিন পরিপূর্ণ সমাধান)

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি।

আমরা অনেকে Player ব্যবহার করে ভিডিও থেকে ছবি নিয়, এটা হল একটা একটা করে তারপর ও অনেক সময় এর ব্যাপার । আজ আমি আপনাদের যে সফট এর কথা বলব সে সফট দিয়ে আপনি অতি সহজে ভিডিও থেকে ছবি একসাথে পুরো ভিডিও/গানের ছবি নিতে পারবেন।

তাহলে আসুন নিয়মটা শিখে নিই।


প্রথমে এখান থেকে ডাউনলোড করে নিন সফট টি ।

তারপর চালু করুন।

এখন Add Files এ ক্লিক করে আপনার ভিডিও টি দেখিয়ে দিন যেটার থেকে আপনি ছবি নিবেন।

এবার Convert বাটনে ক্লিক করুন তাহলে Processing হবে ভিডিও থেকে ছবি গুলো।

এবার ছবি গুলো দেখতে Open Output Folder বাটনে ক্লিক করুন।

আজ এই পর্যন্ত।
আল্লাহ হাফেজ

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই এমন কোন সফটওয়্যার আছে কি না আপনার কাছে যেটা দিয়ে আমি কোন অডিও ফাইলকে ভিডিও ফরমেটে নিয়ে যেতে পারবো। আগে এক সময় এক্মপির মুিভি মেকার দিয়ে এ কাজ করা যেত কিন্তু এখনত আর এক্সপি ইউজ করিনা যার ঐ কাজটা করতে পারছিনা। খুব দরকার এমন একটি সফটও্য়্যার। অবশ্য উইন্ডোজ সেভেনের জন্য একটি মুভি মেকার নেট থেকে পেয়েছিলাম বাট সেটা কাজ করেনা। তাই আপনার কাছে যদি থাকে তাহলে দয়া করে লিংকটা দেন। ভল থাকবেন। আরেকটা কথা বলতে ভুলে গেছি, আপনার সবগুলো পোষ্টই আমার অনেক ভাল লাগে এবং সব সময় আপনার পোষ্টগুলো ফলো করি। বিষেশ করে ফটোশপ নিয়ে করা আপনার পোষ্টগুলো। অবশ্য সবসময় কমেন্ট করিনা কারণ বুঝেনতো লগইন করতেই ভাল লাগেনা।