ফেসবুকে কে আপনাকে Friend List থেকে Remove বা Ignore করছে তা বের করুন

ফেসবুকে কে কে আপনাকে Friend লিস্ট থেকে Remove করছে তা সহযেই বের করা যায়।

এটি Mozilla Firefox, Google Chrome,  Opera, এবং Safari মধ্যে সাপোর্ট করবে। তার জন্য নিছের ধাপ গুলো ব্যবহার করুন।

1.  প্রথমে Unfriend finder টি ডাউনলোড করে নিন এখান থেকে

2.  আপনি যদি Mozilla Firefox  ব্যবহার করেন তাহলে  Greasemonkey ও Install করা লাগবে। Greasemonkey টি ডাউনলোদ করে নিন এখান থেকে

3.  এবার ফেসবুকে লগইন করুন।

4.  Unfriend নামে নতুন একটি মেনু দেখবে। ঐ খানে ক্লিক করুন।

5.  তাহলে আপনাকে কে কে Ignore বা Remove করছে তা দেখতে পারবেন।

Level 0

আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Verry good tunes

very cooooool i think it would work well

সফটওয়্যারটা কতটা নিরাপদ?

—————————————
আমার এলোমেলো ব্লগ – আপনি আমন্ত্রিত

    ফেসবুকের সকল গেমস এর মত

হুম! কাজ করে। তবে এটি ইন্সটল করার পরে যে যে আপনাকে রিমুভ করবে সেটা দেখতে পারবেন। ইন্সটল করার আগে কে কে রিমুভ করেছে তা দেখতে পারবেন না!

ধন্যবাদ, 🙂

জানতাম। তবু ধন্যবাদ 🙂

    ধন্যবাদ। কিন্তু জানলে অবশ্যই শেয়ার করবেন

Fine tune. Go ahead.
sorry for English.

    Thanks.

    তবে এ টিউন করতে আমার বেশি কষ্ট করতে হয় নি।
    যেগুলো করতে আমার মাথা আউলা হইয়ে যায় সেখানে কোন কমেন্ট পাই না।

অনেক ধন্যবাদ জাকির ভাই।

আরেকটা কথা জানতে চাই।
ফেসবুকে কেউ যদি অনলাইনে থাকে তাহলে সেটা জানার কি কোন উপায় আছে?

    কেউ যদি offline করে রাখে তবে তা জানা যায় না( আমি জানি না)

    Online Now অ্যাপ্লিকেশনটি ব্যবহার করুন।

Level 0

ভাইয়া google chrome এই মেনু টা কই পাব? আমি খুজে পাইনা 🙁

    Log in করলেই দেখতে পারবেন।

    Level 0

    একবার সাইন আউট করে ।।আবার ঢুকে পাইসি…।। ধন্যবাদ। 🙂

Firefox 4.0 Beta 6 সাপোর্ট করে না।

কাজে আসবে ধন্যবাদ।

Level 0

unfriend finder টি ডাউনলোড হচ্ছে না । কী করব ?
download লিংকে ক্লিক করলে html/java এর মত কতগুলো কোড সাদা পেইজে চলে আসে ।

    প্রথমে Greasemonkey এবং তারপর Unfriend finder install করুন সমস্যা সমাধান হয়ে যাবে। 🙂

Level 0

আমি আমার ফেসবুক থেকে কাউকে friend request পাঠাতে পারছিনা । এখন কী করব?

    হুম, আগে friend request পাঠাতে অলসতা করেননি তাই না? যাকে দেখতেন তাকেই friend request পাঠাতেন?
    তাহলে সফট টা ইউজ করে আগের সকল Request রিমুভ করে দিন, কাজ হতে পারে।

বুঝলাম কিন্তু এই সফট ইন্সটল করবো,পরে যদি পাসোয়ার্ড হ্যাক হয়?

অনেক কাজের জিনিস। শুধু আপনার পোষ্ট ই না সাথে মন্তব্য গুলুও। অনেক ধন্যবাদ

অনেক কাজের জিনিস।Thanks viaya many many………………………….

ভাই,সফটওয়্যারটার download লিংকে no longer available দেখাচ্ছে

Level 0

ভাই দেখেন কি লিংক দিলেন? তার অবস্থা দেখেন ..
Unfriend Finder is no longer available

The social network asked the removal of the extension because it violates its terms.
Specifically, Unfriend Finder injects unauthorized code into the social networks’s source code in order to alter the way that the webpages are rendered in users browsers
It adds unauthorized links to users’ bookmark sections;
And posts unauthorized notifications regarding which users have “unfriended” the user or “ignored” his or her friend requests.

I cannot enforce this and will cease the developement of this Extension.
Unfriend Finder has been around for 3 years, and many of you enjoyed this, but it cannot go further.

Thank you for your support.

এই গুলো দেখাচ্ছে/ কি করব বলেন তো………………………………..()()()()()()()()()()========()()()()()()++++++

    @bdmillat:
    ভাই এইটা আগে facebook এ কাজ হতো । কিন্তু বরতমানে facebook এই system টা বন্ধ করে দিয়েছে । তাই এই রকম হচ্ছে।