হ্যালো টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই। প্রথমেই আমার পক্ষ থেকে আপনাদের জানাই বাংলা নববর্ষ ১৪২২ এর শুভেচ্ছা। আগামীকাল আপনারা বাংলা বছরের প্রথম দিন অতীতের দুঃখ-গ্লানি ভুলে নতুন করে নতুন বছর শুরু করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার টিউন শুরু করছি।
আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানবো। আমরা যারা প্রযুক্তি প্রেমী তাদের প্রতিনিয়ত বিভিন্ন ওয়েব সাইট বা ব্লগ থেকে বিভিন্ন তথ্য নিতে হয় বা এখনকার যুগে ই-কমার্স ব্যবসার কারনে তাদের সাথে অর্থেরও লেনদেন করতে হয়। যেকারনে তাদের ওয়েব সাইটে দেওয়া তথ্য সত্য কিনা জানার প্রয়োজন পড়ে। না হলে নিজে ঠকতে হয় বা না হলে ভুল তথ্য নিয়ে নিজে বিড়ম্বনার মুখোমুখি হতে হয়। সেজন্য আমাদের উক্ত ওয়েব সাইট সঠিক কিনা, অর্থাৎ তাদের দেওয়া তথ্য সঠিক কিনা তা আমাদের জানা থাকলে আমরা খুব সহজে যারা ভুয়া তাদের থেকে দূরে থাকতে পারি।
কিন্তু কিভাবে জানবো যে এরা সঠিক বা এরা সঠিক নয় বা এই ওয়েব সাইটের তথ্য সত্য। এজন্য কিছু মেথড আছে। যার মাধ্যমে আপনি খুব সহজে এটা বের করতে পারবেন। সেই মেথডগুলো আজকে আমরা জানবো। তাহলে আশাকরি।
আপনার যদি ওয়েবে উল্লেখিত তথ্য সঠিক কিনা মনে প্রশ্ন আসে, তাহলে সেখানে অথোর (Author) পেজ পরীক্ষা করুন। যদি ঐ ওয়েব সাইটে অথোর পেজে সঠিক সব বর্ণনা থাকে, যেমন ই-মেইল এড্রেস, ওয়েব লিঙ্ক বা সোশ্যাল সাইট লিঙ্ক তাহলে বুঝবেন হয়তো তথ্য গুলো সত্য, না পাইলে মিথ্যা হওয়ার সম্ভবনা থাকে। যদি দেখেন অথোর অনলাইনে বেশ পরিচিত তাহলে বিশ্বাস রাখা যায়। আর যদি দেখেন ঐ অথোর নামে অন্য কোন অনলাইন নেটওয়ার্কে ভালো তথ্য নাই তাহলে আপনি সেটাকে ভুল ধরতেই পারেন।
তাছাড়া সবক্ষেত্রে যে কথাটা ঠিক তাও না। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এমনই হয়।
কোম্পানির ওয়েব সাইটের সোশ্যাল পেজে কোম্পানির আর্টিকেল শেয়ার দেখুন। সেখানে টিউমেন্ট দেখুন। তাছাড়া এখন গুগল, ফেসবুক বা টুইটার প্রকৃত জনপ্রিয় ওয়েব সাইটের পেজ ভেরিফাই করে থাকে। সেটা দেখেও বুঝতে পারবেন বিশ্বস্ত কিনা। আর ওয়েব পেজ সার্চ করেও দেখতে পারেন। এধরনের আর্টিকেল কি বলছে।
এভাবে আপনি ধারণা পেতে পারেন।
কোম্পানির ওয়েব সাইটের লাস্ট আপডেট দেখুন। তাদের কন্টেন্টগুলো লাস্ট কবে আপডেট তা দেখে অনেকটা অনুমান করা যায় যে আসলে তথ্যটা কতোটা নির্ভুল। কারণ যে সব ওয়েব সাইট বিশ্বস্ত তারা রেগুলার তাদের ভিজিটর এবং কাস্টমারের জন্য তথ্য আপডেট করে। সেহেতু লাস্ট আপডেট ডেট দেখে সেটা বুঝে নেওয়া যায়।
আর ভুল তথ্যের ওয়েব সাইট গুলো নিয়মিত তাদের ওয়েব কন্টেন্ট আপডেট করে না। সেহেতু এটা দেখে বুঝে নেওয়া যায় ওয়েব সাইটের তথ্য সঠিক কিনা।
ভালো মানের ওয়েব সাইট তাদের ম্যানেজিং বডির সকল তথ্য রাখার চেষ্টা করে। তাছাড়া জন্ম ইতিহাস বা জন্মের ইতিবৃত্ত। এমন আরকি। যেগুলো আপনার দেখলে বিশ্বস্ত মনে হয়। বেশির ভাগ বিশ্বস্ত ওয়েব পোর্টাল এই তথ্যগুলো অবশ্যই আপডেট রাখে সেই সাথে নতুন তথ্যও যোগ করে।
আরেকটা বিষয় আপনি যখন কোন গুরুত্বপূর্ণ আর্টিকেল পড়বেন তখন সেটার রেফারেন্স আছে কিনা দেখবেন। কারণ গবেষণামূলক সকল আর্টিকেলের রেফারেন্স থাকবে।
আপনি যে সাইটে ভিজিট করছেন সেখানকার তথ্য পক্ষপাতমূলক কিনা, সেটা একটা সাইটের সত্যতা প্রমাণ করে। একটা ওয়েব সাইটের সকল তথ্য বা জিনিস কখনও সমান তথ্য বহুল বা ভালো হয় না। তাহলে কেন তারা পক্ষপাতমূলক আচরণ করবে। তাছাড়া টিউমেন্ট অপশন থাকলে সেটাও লক্ষ্য করবেন, কারণ টিউমেন্টে একটা সাইটের আসল রূপ প্রকাশ পেতে পারে। তাদের তথ্য ভুল থাকলে অনেকে সে বিষয়ে জানাতে পারে।
সেজন্য আপনি টিউমেন্ট এবং তথ্য পক্ষপাতমূলক কিনা দেখবেন অবশ্য।
আসলে ওয়েবসাইটের নির্দিষ্ট কোন নিয়ম নেই যেখানে আপনি জানতে পারবেন যে এই ওয়েব সাইটের সকল তথ্য সঠিক। তবে এগুলো কিছু মেথড!
আপনি চাইলে নিজের মতো করে কিছু মেথড অ্যাপ্লাই করবেন, যেটা দিয়ে আপনি বুঝবেন। স্থান, কাল পাত্র এবং টপিকস ভেদে তথ্য গুলো পরিবর্তন হয়।
আপনার নিজের মেধা ও এক্ষেত্রে সমান গুরুত্বপূর্ণ।
লিখতে লিখতে পহেলা বৈশাখ চলেই আসলো।
পান্তা-ইলিশ খান, আর বাবা-মার সাথে বছরের নতুন দিনটি উপভোগ করুন এই কামনায় শেষ করছি।
ধন্যবাদ সবাইকে। আর শুভ নববর্ষ। 😆
আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...
ধন্নবাদ একটা কাজের পোস্ট করছেন। কিন্তু এটা করা অনেক সময়ের বেপার।