এবার ফটোশপ ছাড়া Android এ তৈরি করুন বিভিন্ন ডিজাইন (সাথে রয়েছে ১টি ডিজিটাল বাংলা ঘড়ি।

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

হাজার হাজার Android Apps এর মধ্যে আজ দুটি Apps ভাল লাগল, Apps দুটি হল ১) Add text to Photo: ২) Bangla Clock দুটো Apps ভাল লেগেছে আশা করি আপনাদের ও ভাল লাগবে।


১. Add text to Photo: কাজের নিয়মঃ প্রথমে এখান ডাউনলোড করুন।
তারপর চালু করুন,

এবার Choose Photo বাটনে ক্লিক করে আপনার ১টি ছবি নিন।

আমি আমার ১টি ছবি নিলাম ।

এবার নিচের দেখানো মত কাজ করুন।

১) লেখাকে শেডো দিতে পারবেন বিভিন্ন কালারে।
২। লেখার সাইজ বাড়াতে পারবেন।
৩। লেখার কালার দিতে পারবেন।
৪। লেখাকে ডানে,বামে,মাঝখানে নিতে পারবেন।
৫। লেখার স্টাইল চেঞ্জ করতে পারবেন।
সব শেষ Save বাটনে ক্লিক করে সেভ করে রাখুন।
২। Bangla Clock: এই ঘড়িতে আপনি বাংলা মাস, ইংরেজী মাস এবং সূর্যোদয়, সূর্যাস্ত জানতে পারবে। সাইজ একেবারে কম তাই এখনই ডাউনলোড করে নিন।

ভালো লাগলে টিউমেন্ট করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত।
আল্লাহ হাফেজ।
দেখা হবে আগামী টিউনে।

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস