আমরা যারা ব্লগিং করি, প্রত্যেকেই জানি একটি মানসম্পন্ন আর্টিকেল লিখতে গেলে সঠিক ও পরিচ্ছন্ন স্ক্রীনশটের কোন বিকল্প নেই। বিশেষ করে টিউটোরিয়াল জাতীয় আর্টিকেল ভিজিটরদের কাছে সহজে বোধগম্য করে তুলতে স্ক্রীনশটের জুড়ি নেই। আপনি যে ব্যাপারটা ভিজিটরদের লিখে বোঝাতে গেলে হয়তো ৫-১০ লাইন লিখতে হতো, সঠিক স্ক্রীনশট দেয়ার মাধ্যমে আপনি কোন বাড়তি কস্ট ছাড়া আরো পরিচ্ছন্নভাবে ঐ একই ব্যাপার আপনার ভিজিটরদের বুঝিয়ে বলতে পারবেন। এছাড়াও আপনার সাইটের ইমেজগুলোকে যতোটা পোস্টের বিষয়ের সাথে মিল রেখে অপটিমাইজ করতে পারবেন, ততোইবেশি গুগল আপনার ইমেজগুলোকে প্রাধান্য দেবে। একটি স্ক্রীনশট কতটুকু মানসম্পন্ন সেটা অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে, সাইজ যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি একটি নির্দিষ্ট পোস্টের জন্য সবচেয়ে উপযোগী ইমেজ ফরম্যাট নির্বাচন করাটাও কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ।
ওয়েবে স্ক্রীনশটের জন্য সবচেয়ে বেশি যে তিনটি ইমেজ ফরম্যাট ইউজ করা হয়, সেগুলো হলোঃ PNG, JPG (JPEG), GIF... এছাড়াও SVG এবং BMP মত অন্যান্য কিছু ফরম্যাট থকলেও উপরের তিনটি ফরম্যাট সব মোবাইল ও ডেস্কটপ ওয়েব ব্রাউজার সাপোর্ট করে বলে এগুলো ব্যাবহার করাই বাঞ্ছনীয়। আর সাধারণত, JPG ফাইলগুলোর সাইজ PNG থেকে কম হয় (অনেক ব্যতিক্রম আছে) কিন্তু JPG তে নয়েজের পরিমাণ PNGর তুলনায় বেশী দেখা যায়।
সবচেয়ে উপযোগী ইমেজ ফরম্যাট নির্বাচনঃ
- আপনার পোস্টে যদি অনেক বেশি লিখিত কন্টেন্ট থাকে, যেমনঃ কোন সোর্স কোড স্নিপেট বা Google অনুসন্ধানের ফলাফলে পেজ ইত্যাদির স্ক্রীনশট শেয়ার করেন, তাহলে আপনার উচিত PNG/ GIF ইউজ করা। কারণ এক্ষেত্রে JPG ব্যাবহার করলে আপনার স্ক্রীনশটের টেক্সটের চারপাশে গ্রেইন ও নয়েজ আসবে- এতে আপনার স্ক্রীনশটটা পড়তে ভিজিটরদের কস্ট হবে । কথা পরিস্কার - টেক্সট ও সলিড কালারের ব্যাকগ্রাউন্ড যুক্ত কন্টেন্টের স্ক্রিনশট নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে কম সাইজে ভালো কোয়ালিটি পেতে হলে GIF হলো সবচেয়ে উপযোগী। এছাড়াও GIF এর আরেকটি বৈশিষ্ট্য হলো এটি এনিমেশন সাপোর্ট করে।
- আপনি যদি কোন ওয়েবসাইট, লোগো, আর্টওয়ার্ক ইত্যাদির স্ক্রীনশট নিতে চান, চেষ্টা করবেন PNG তে নিতে, তাহলে আপনার স্ক্রীনশটটা অনেক শার্প ও স্পষ্ট আসবে। (এক্ষেত্রে GIF ইউজ করলে নয়েজের পরিমাণ অনেক বেশি আসবে, সাইজেও বড় হবে)
- আপনি যদি কোন সফটওয়ারের উইন্ডো/ডায়ালগ বক্স ইত্যাদির স্ক্রীনশট নিতে চান, তাহলে অধিকাংশ ক্ষেত্রেই JPG ই যথেষ্ট। এছাড়াও যদি ইউটিউব/ফ্ল্যাশ এনিমেশন/ভিডিও/ভিডিও গেইম/অন্য কোন ইমেজ - ইত্যাদির স্ক্রীনশট নিতে চান, তাহলে JPG তে নিবেন, কারণ এইসব ক্ষেত্রে স্ক্রীনশটের শার্পনেস খুববেশী না হলেও চলে, তাছাড়া ভিডিও ইত্যাদি থেকে JPG তে স্ক্রীনশট নিলে সাইজ যেমন PNG’র তুলনায় কম হয়, তেমনি শার্পনেসেরও তেমন একটা তারতম্য হয়না.
সারসংক্ষেপঃ
এনিমেশন, টেক্সট ও সলিড কালারের জন্য সেরা - GIF
লোগো, আর্টওয়ার্ক ইত্যাদির জন্য সেরা - PNG
এবং অন্যান্য সকল ক্ষেত্রে JPG ই সেরা।
আশা করি আপনাদের এই পোস্ট দ্বারা কিছুটা হলেও উপকার হবে।
এই পোস্টটি প্রথম প্রকাশিত হয়েছে এখানে। আমার ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রন জানিয়ে শেষ করছি।
আমি ধূপ ছায়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 802 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
শুভেচ্ছা! আমি আরিফ, একজন শখের ব্লগার।
ধন্যবাদ