সিকিউরিটি পার্ট 02

অনেক দিন ধরে একটা কিছু লিখব ভাবছিলাম, কিন্তু সময় করে উঠতে পারছিলাম না । টেকটিউনের সাথে এখন হয়ত আগের মতো সময় দিতে পারিনা।টিউন করার প্রবল ইচ্ছা থাকা সত্তেও সময়ের অভাবে করা হয়না
কিন্তু নিয়মিত চোখ রাখি । এর মধ্যে অনেক নতুন টিউনার এর আগমন টেকটিউনকে অনেক সমৃদ্ধ করেছ।
যাই হোক আমি আজ যে টিউনটি করেছি, সেটি আমার সিকিউরিটি নিয়ে করা সবকটি টিউনের একটি সিকুয়্যন্স এর মতো। আমি এর আগে

ড্রাইভ লক করা
কন্ট্রল প্যনাল বন্ধ করা
উউনডোজ সিকিউরটি

নিয়ে কিছু লিখেছিলাম । এবার্‌ আপনি চাইলে নির্দিষ্ট এপ্লিকেশন এর উপর নিষেধাগ্যা তৈরী করতে পারেন। অর্থাত নির্দষ্ট প্রোগ্রাম আপনার উইন্ডোজে রান করবেনা।

আর এর জন্য
Start
Run

02.jpg
এবার জিপিএডিট এর উইন্ডো আসবে। সেখান থেকে
User Configuration
System
এবং ডান পাশে Dont Run Specify Windows Application

013.JPG
সেখানে Enable করে Show তে Click করতে হবে। Show content ডায়লগ বক্স আসলে সেখানে Add করেত হবে।

031.JPG
এবার আমরা ঠিক করে দিব আমার কোন কোন পোগ্রাম কম্পিউটারে রান করেতে চাইনা সে সে এপ্লিকাশন সমুহের কোড এড এর ফাকা যায়গায় টাইপ করব।
Dos : cmd.exe
Ms Word : winword.exe
Ms Excel : Excel.exe
Ms Powerpoint : powerppt.exe ইত্যাদি
এবার আমরা যদি অহেতুক ডসে এবং পাওয়ারপয়ন্টের (ধরে নিলাম ) এর এপ্লিকাশনটি বন্ধ রাখতে চাই তাহলে এড এ যেয়ে

082.JPG
একবার cmd.exe নামে এড করে ওকে করে বিরেয়ে আবার নতুন করে এড করে powerppt.exe টাইপ করে ওকে করে Apply করে বের হয়ে আসব।
এখন থেকে উক্ত দুটি প্রোগ্রামে রান করানো যাবেনা।
ধন্যবাদ
মোহাম্মদ তানভীর আলম
নারায়নগঞ্জ

Level 0

আমি তানভীর সজীব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 74 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

It's Only the word Change what we need


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সজীব ভাই, কিভাবে সি ড্রাইভ লক করবো। আমি C ড্রাইভ লক করতে চাই। এবং সি ড্রাইভ লক করার পর অন্য সফটওয়্যার ইনস্টল করা যাবে। দয়া করে প্রশ্নের উত্তরটা দিবেন।

সাগর ভাই, আপনি আমার ড্রাইভ লক করা টিউনটি একটু ভালো করুন, ঠিক যেভাবে অন্য ড্রাইভ লক করা সি ড্রাইভ একি ভাবে করা হয়। আর সফ্টওয়ার ইনষ্টল এর কথা বলছেন ? আপনি সি ড্রাইভ লক করে ও সফ্টওয়ার ইনষ্টল করতে পারেন । তা না চাইলে আপনি কিন্তু সফ্টওয়ার যেখানে অর্থাত যে ড্রাইভে ইনষ্টল হচ্ছে সে ড্রাইভের পাথ পরিবর্তন করে অন্য ড্রাইভ দেখিয়ে দিতে পারেন । তারপরেও কনফিউশন থাকলে জানাবেন ।

সজীব ভাই পেন ড্রাইভ লক করার সহজ পদ্ধতি জানতে চাই।
আমার পেন ড্রাইভ যে কোন কম্পিউটারে সংযুক্ত করলে পাসওয়াড ছাড়া খোলা যাবে না।

মামুন ভাই পেন ড্রাইভ লক করা নিয়ে অলরেডি একটা টিউন করা হয়েছিল। আপনি নিচের লিংকে যেতে পারেন ।
https://www.techtunes.io/download/tune-id/2865/
ধন্যবাদ

না সজিব ভাই মামুন ভাই যা চেয়েছেন এটা তা নয়। এটি পেনড্রাইভকে রাইট প্রোটেক্টেড করবে। সাথে অন্য কিছু ফিচার থাকবে। রুবেল ভাইর সাথে আমার আলাপ হয়েছে। তিনি আগামী দু তিন দিন পর তার সফটওয়্যারটা রিলিজ করবেন বলে জানিয়েছেন।

ভাই এই কাজটি পাসওয়ার্ড দিয়ে করা যায় কিনা আমি এখন আপনাকে বলতে পারছিনা। কিন্তু আপনার যদি পেন ড্রাইভ সিকিউরিটির ব্যাপারটি এতোই দরকার হয় আরেক ভাবে অর্থাত বায়োস থেকে কিন্তু ভাই USB Port সুমুহ বন্ধ করে দেয়া যায়। সেভাবে করতে পারেন, কিনতু এভাবে ঝামেলা বেশি । বার বার বায়োসে যেয়ে USB আনলক করে আসতে হবে। এটার একটা সঠীক সমাধানের জন্য রুবেল ভাইয়ের জন্য অপেক্ষা করতে হবে।

ড্রাইভ লক এ ক্লিক করলে কন্ট্রল প্যানেল চলে আসেছ

Tanvir Vai I am waiting for your reply. please if there is any way to recover my locked file it will be help me and save my 6 month work
so please it is very much essential to know that can i retrive my files?

Thanks