মাত্র ৩৮৭ বাইট ফাইল এর মাধ্যমে আপনার সকল ড্রাইভ কে NTFS এ রূপান্তরিত করুন !!!!!!

প্রিয় ভাই/বোনেরা,
আসসালামু আলাইকুম । আমি আজ আপনাদের সামনে ভিন্ন ১ টিউন নিয়ে হাজির হলাম।আশা করি আপনাদের সবার ভাল লাগবে ।

আমাদের কম্পিউটার এ অনেকের FAT/FAT32 তে ড্রাইভ সেটআপ দেয়া থাকে ।এমন কি পেনড্রাইভ ও FAT32 সিস্টেম দেওয়া থাকে । তাই আমাদের অনেক সময় ড্রাইভ গুলো NTFS এ রূপান্তরিত করার প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমরা পুরো কম্পিউটার কে সেটআপ দেই । কিন্তু আর এত কষ্টো করা লাগবে না । মাত্র ৩৮৭ বাইট এর ১ টি ফাইল দিয়ে আপনি আপনার কম্পিউটার এর সকল ড্রাইভ কে NTFS এ রূপান্তরিত করতে পারবেন।

নিয়ম ঃ

প্রথমে ১ টি notepad এ নিচের লিখা গুলো copy paste করুন।

title ROMEL!
=====================================================
==========convert c: /FS:NTFS
==========convert d: /FS:NTFS
==========convert e: /FS:NTFS
==========convert f: /FS:NTFS
==========convert g: /FS:NTFS
==========convert i: /FS:NTFS
msg %username% "NTFS CONVERTER - by Programmer SIMANTO ROMEL ,Contact :01911251212"
=============================================

বিশেষ দ্রষ্টব্য ঃ কারো কম্পিউটার এ ড্রাইভ বেশি থাকলে ১ টি লাইন বারিয়ে নিতে পারেন।যেমন ঃ ==========convert h: /FS:NTFS
শুধু ড্রাইভ letter পরিবর্তন করে নিবেন ।আমি যেমন ড্রাইভ letter h দিলাম

এর পর এটিকে ntfs.bat নামে সেভ করুন।

এরপর সেভ করা ফাইল টিকে ডাবল ক্লিক করুন । এরপর দেখুন এর মজা ।

এরকম আরো batch file এখানে ক্লিক করুন

কমেন্ট করতে ভুলবেন না যেন ।

Level 2

আমি প্রোগ্রামার রোমেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 87 টি টিউন ও 732 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ফেসবুকে আমি http://www.facebok.com/simantoromel.bd আমার ওয়েবসাইট http://www.corposolution.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

title romel এর জায়গায় অন্য নাম দিলে হবে?

    কেন হবে না ?? অবশ্যই হবে…আপনি AKIB দিয়ে দেখেন এর মজা

    আর ভাই আমার কম্পিউটারের ফাইল এর কোন সমস্যা হবে নাকি?

    নাহ ! কোন ফাইল নষ্ট হবে না। ১০০ % গ্যারান্টি 🙂

    অনেক ধন্যবাদ। এখনি করছি।

আমি যদি NTFS ফাইল সিস্টেমে আমার সব ড্রাইড রূপান্তরিত করি তাহলে কি আমার ড্রাইভের সব ডাটাগুলো ফরমেট হয়ে যাবে???

অনেক আগে থেকেই জানা ছিল। তবু ধন্যবাদ শেয়ারিং-এর জন্য।

এছাড়াও অন্যান্যদের জন্য টিপস্ :

উইন্ডোজের জন্য এরকম আরও অনেক ভিন্ন ভিন্ন কমান্ডের জন্য ব্যাচ (bat) ফাইল তৈরী করতে পারবেন আপনি নিজেই!
Command Prompt (CMD) ওপেন করে help লিখে এন্টার চাপুন দেখবেন সকল কমান্ডের শর্ট ডিটেইলস সহ লিস্ট দেখাবে, এরপর নির্দিষ্ট কোন একটি কমান্ড সম্পর্কে বিস্তারিত জানতে উক্ত কমান্ডটি টাইপ করে একটি স্পেস দিয়ে /? এই চিহ্ন দুটি টাইপ করে এন্টার চাপুন (উদাহরণস্বরূপঃ format /? ) তাহলেই হলো। এবার আপনার প্রয়োজন মতো কমান্ড সমূহের সমন্বয়ে আপনার ইচ্ছেমতো ব্যাচ (bat) ফাইল তৈরী করুন। ব্যাচ (bat) ফাইল তৈরী করতে নোটপ্যাড ওপেন করে একটি টেক্সট ফাইল সেভ করে এটির এক্সটেনশন .bat লিখে রিনেম করুন তাহলেই হবে, এডিট করতে ফাইলটির ওপর রাইট বাটনে ক্লিক করে edit এ ক্লিক করুন।

    ধন্যবাদ তিতাস ভাই।

    তিতাস ভাই উইন্ডোজ চালু না করে কিভাবে Command Prompt (CMD) ওপেন করা যায়।

    Level 0

    @neyamul
    saif mode (networking)

ভাল জিনিস। এরকম ছোট ছোট ফাইল ভালই কাজে দেয়। আমিও মাঝে মাঝে বানাই লিনাক্সের জন্য।

—————————————
আমার এলোমেলো ব্লগ – আপনি আমন্ত্রিত

vai enter current volume লিখতে বলে?

    ১ দিবেন। যদি এরকম বলে। আমার তো এরকম হয় নাই।।

অনেক আগে থেকেই জানা ছিল। তবু ধন্যবাদ শেয়ারিং-এর জন্য।

এছাড়াও অন্যান্যদের জন্য টিপস্ :
যদি চান এই কাজটি শুধু একটি ড্রাউভে করবেন তাহলে,
run এ গিয়ে টাইপ করুন cmd এন্টার দিন।
এখন টাইপ করুন
convert f: /FS:NTFS
তাহলেই কাজ শুরু হয়ে যাবে, আর কিছু করতে হবে না।এখানে f এর জায়গায় অন্য ড্রাইভ লেটার দিতে পারেন যেটা আপনি কনভার্ট করতে চান।মনে রাখবেন কনভার্ট করলে আপনার সব ডেটা মুছে যাবে।
ধন্যবাদ সবাইকে।

ভাই এটা কি USB তে কাজ করবে…

ভাল টিপস ধন্যবাদ শেয়ার করার জন্য।

    ধন্যবাদ আতাউর ভাই।দোয়া করবেন যেন সামনে আরো ভাল পোষ্ট নিয়ে হাজির হতে পারি।

বস, FAT/FAT32 ড্রাইভ সেটআপ দেয়া সম্পর্কে কি একটু বিস্তারিত বলা যাবে ।এমন কি পেনড্রাইভ ও FAT32 সিস্টেম দেওয়া থাকে । আর ড্রাইভ গুলো NTFS এ রূপান্তরিত করার উপকারিতা বা সুবিধা টা কি ?দয়া করে কি বলা যায়।