প্রিয় ভাই/বোনেরা,
আসসালামু আলাইকুম । আমি আজ আপনাদের সামনে ভিন্ন ১ টিউন নিয়ে হাজির হলাম।আশা করি আপনাদের সবার ভাল লাগবে ।
আমাদের কম্পিউটার এ অনেকের FAT/FAT32 তে ড্রাইভ সেটআপ দেয়া থাকে ।এমন কি পেনড্রাইভ ও FAT32 সিস্টেম দেওয়া থাকে । তাই আমাদের অনেক সময় ড্রাইভ গুলো NTFS এ রূপান্তরিত করার প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমরা পুরো কম্পিউটার কে সেটআপ দেই । কিন্তু আর এত কষ্টো করা লাগবে না । মাত্র ৩৮৭ বাইট এর ১ টি ফাইল দিয়ে আপনি আপনার কম্পিউটার এর সকল ড্রাইভ কে NTFS এ রূপান্তরিত করতে পারবেন।
নিয়ম ঃ
প্রথমে ১ টি notepad এ নিচের লিখা গুলো copy paste করুন।
title ROMEL!
=====================================================
==========convert c: /FS:NTFS
==========convert d: /FS:NTFS
==========convert e: /FS:NTFS
==========convert f: /FS:NTFS
==========convert g: /FS:NTFS
==========convert i: /FS:NTFS
msg %username% "NTFS CONVERTER - by Programmer SIMANTO ROMEL ,Contact :01911251212"
=============================================
বিশেষ দ্রষ্টব্য ঃ কারো কম্পিউটার এ ড্রাইভ বেশি থাকলে ১ টি লাইন বারিয়ে নিতে পারেন।যেমন ঃ ==========convert h: /FS:NTFS
শুধু ড্রাইভ letter পরিবর্তন করে নিবেন ।আমি যেমন ড্রাইভ letter h দিলাম
এর পর এটিকে ntfs.bat নামে সেভ করুন।
এরপর সেভ করা ফাইল টিকে ডাবল ক্লিক করুন । এরপর দেখুন এর মজা ।
এরকম আরো batch file এখানে ক্লিক করুন
কমেন্ট করতে ভুলবেন না যেন ।
আমি প্রোগ্রামার রোমেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 87 টি টিউন ও 732 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ফেসবুকে আমি http://www.facebok.com/simantoromel.bd আমার ওয়েবসাইট http://www.corposolution.com
title romel এর জায়গায় অন্য নাম দিলে হবে?