COMPUTER এর মাদারবোর্ডের DRIVER হারিয়েছেন,কোনো সমস্যা নেই।দেখে নিন।যারা জানেনা তাদের জন্য।

আসসালামু আলাইকুম,

আশাকরি সবাই ভালো আছেন।

এ টিউনে আপনাদের জন্য রয়েছে , COMPUTER এর মাদারবোর্ডের DRIVER হারিয়েছেন,কোনো সমস্যা নেই।দেখে নিন।যারা জানেনা তাদের জন্য।

সাধারণত COMPUTER কেনার সময় COMPUTER এর সঙ্গে মাদারবোর্ডের একটি DRIVER SOFTWARE সিডিতে ভরে দেওয়া হয়।

 

 

 

 

 

 

 

 

 

COMPUTER এর অপারেটিং সিস্টেম ইনস্টল করার পর মাদারবোর্ডের সিডি ইনস্টল করতে হয় , তাহলে সাউন্ড , গ্রাফিক্স ইত্যাদি আসে।

কিন্তু মাদারবোর্ডের সিডি যদি হারিয়ে যায় , তখন অনেক সমসায় পড়তে হয়।

মাঝে মধ্যে একই কোম্পানির অন্য কোনো মাদার বোর্ডের সিডি থেকে আলাদাভাবে সাউন্ড , গ্রাফিক্স ইত্যাদি SOFTWARE(Driver) ইনস্টল করলে তখন সাউন্ড , গ্রাফিক্স ইত্যাদি আসে , তবে তা সব মাদারবোর্ডের ক্ষেত্রে নয়।

মাদারবোর্ডের সিডি হারিয়ে ফেলেছেন বা মাদারবোর্ডের নাম , মডেল নম্বর , সিরিয়াল নম্বর ভুলে গেছেন?

তাহলে প্রথমে Start থেকে Run-এ ক্লিক করুন।

তারপর Run-এ WMIC লিখে Ok তে ক্লিক করুন।

প্রথমবারের মতো এই অপশনটি রান করলে লেখা আসবে এটি ইনস্টল হচ্ছে।

ইনস্টল হওয়ার পর Command Prompt টিতে লেখা আসবে wmic:root\cli> এখন মাদারবোর্ডের তথ্যের জন্য baseboard লিখে কিবোর্ড থেকে এন্টার চাপুন।

তাহলে আপনার COMPUTER এর মাদারবোর্ডের সিডির মডেল নম্বর , সিরিয়াল নম্বর ইত্যাদি জানতে পারবেন।

এখন ওই মাদারবোর্ডের নাম এবং মডেল নম্বর লিখে গুগলে সার্চ দিলেই সেই মাদারবোর্ডের SOFTWARE পেয়ে যাবেন।

সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন।

নিচে কয়েকটি ওয়েবসাইটের ঠিকানা দেওয়া হলো , যেখানে মাদারবোর্ডের SOFTWARE পাওয়া যায়।

 এখান থেকে দেখে নিন।

Click Here

 এই সাইটগুলোতে ল্যাপটপ , ডেস্কটপ , নোটবুক ইত্যাদি সবকিছুর SOFTWARE পেতে পারেন।

আশাকরি এই টিউন আপনাদের অনেক উপকারে আসবে।

এই টিউন প্রথমে প্রকাশিত এখানে

ইচ্ছে হলে আমার ব্লগ থেকে ঘুরে আসতে পারেন।

Level 0

আমি SAHADAT HOSAIN। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 42 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ

Level 2

কিছুই তো আসলোনা

ato kichu na kore 3DP_Chip_v1103 (1mb) use korlei to vhalo hoi.all motherboard driver auto detect and direct download kara jai…
http://www.4shared.com/file/l9JShMQi/3DP_Chip_v1103.htm

কালকে ট্রাই করব তারপর জানাব কেমন কাজ করল।

Level 0

Laptop HP 650 এর All ড্রাইভার দরকার, পারলে লিংক দেন খুব খুশি হব। সমস্যা হল, HP সাইটে সব আছে বাট, ম্যানুয়ালি ডাউনলোড দিলে স্পেসিফিকেশন কি হবে বোঝা কঠিন। Thanks.