আসসালামু আলাইকুম,
আশাকরি সবাই ভালো আছেন।
এ টিউনে আপনাদের জন্য রয়েছে ,কিভবে ফরম্যাট না হওয়া Pendrive বা Memory Card কে ফরম্যাট দিবেন।
কম্পিউটারে ভাইরাস আক্রমন করলে অনেক সময় সেই COMPUTER থেকে Pendrive বা Memory Card ফরম্যাট করা যায়না।
তখন Pendrive বা Memory Card ফরম্যাট করতে চাইলে Start থেকে Control Panel-এ গিয়ে Administrative tools-এ দুটি ক্লিক করুন।
অথবা My Computer এর উপর মাউস এর রাইট বাটন ক্লিক করে Manage এ যান।
তারপর Computer Management-এ দুটি ক্লিক।
এখন বাঁ পাশ থেকে Disk Management-এ ক্লিক করলে ডান পাশে Pendrive সহ সবগুলো ড্রাইভের তালিকা আসবে।
এবার Pendrive এর ওপর মাউস রেখে ডান ক্লিক করে ফরম্যাট করলে Pendrive ফরম্যাট হবে।
আশাকরি আপনারা বুঝতে পেরেছেন।
এই টিউন প্রথমে প্রকাশিত এখানে ।
ইচ্ছে হলে আমার ব্লগ থেকে ঘুরে আসতে পারেন।
আমি SAHADAT HOSAIN। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 42 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Write Protected memory formate deyar kono process ace??