আপনার Windows কে Genuine করুন আর উপভোগ করুন মাইক্রোসফট এর অনেক সুবিদা।

আমরা যে Windows ব্যবহার করি তা Genuine   না। তাই আমরা অনেক সুবিদা উপভোগ করতে পারি না। যেমন Microsoft এর নতুন কোন আপডেট, নতুন কোন প্লাগইন্স ইত্যাদি। তাছাড়া অনেক সময় Windows Genuine Notification দিয়ে বিরক্ত করে তাই আপনার Windows কে Genuine করে নিন। তার জন্য কোন টাকা লাগবে না। ছোট্ট একটা ট্রিকস কাজে লাগালেই চলবে।কোন সফটওয়ার ছাড়া শুধুমাত্র নিছের লিঙ্ক থেকে Registry Editor টি ডাউনলোড করে  । তার পর ফাইটি রিনেইম করে তার  (.text) Extension  টা কেটে দিন। আর কিছুই করতে হবে না।ওপেন করে নিন।  আপনার Windows টা Genuine হয়ে যাবে। আপনি চাইলে Microsoft এর সাইটে  গিয়ে টেষ্ট করতে পারেন।

ডাউনলোড লিঙ্কঃ http://www.mediafire.com/?s5dxzsb7murop7h

Level 0

আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো লাগলো টিউনটি। তবে কিছুটা তথ্যের ঘাটতি রেখেছেন মনে হয়। যেমন, যে ফাইলটি ডাউনলোড করতে বলেছেন সেটি .reg.txt ফাইল। ফাইলটিকে .reg এক্সটেনশনে রিনেম করে আই মিন- .txt এক্সটেনশন ডিলিট করে ডাবল ক্লিক করলেই ফাইলটি রেজিস্ট্রী এডিটর দিয়ে ওপেন হবে। এর পর শুধু ok করে যাওয়া। রেজিস্ট্রী ভ্যালু ইনপুটের ফলে Windows টা Genuine হয়ে যাবে। যাচাই করার জন্য start থেকে activate windows লিখে এন্টার দিলেই(অথবা এই খানে ক্লিক করে) Activation was successful মেসেজ আপনাকে স্বাগত জানাবে।

বিঃ দ্রঃ @জাকির ভাই দয়া করে পোস্ট ক্লিয়ার করবেন।।।

    Level 0

    আপনি ঠিকই ধরেছেন

    আসলে আমি .reg নামে আপলোড করেছি। তা আবার কখন .text এ পরিনত হয়েছে তা খেয়াল করিনি।

    আমি ফাইলটিকে .reg এক্সটেনশনে রিনেম করতে পারি না ।

    activate হল না ।

    আমার তো রিনেমের দরকার হয় নাই ডাউনলডের সময়েই .reg open আপনাকে ধন্যবাদ

Level 0

thanks…………..brooo

না হলেও চলে ,তাই না ।

এইটা কি শুধু ইউন্ডোজ় ৭ এর জন্য। টেকটিউন্স এর যাহা অবস্থা অনেক বার ট্রাই করার পর সাইট ওপেণ হয়েছে । এইভাবে ছলতে থাকলে কিছুদিন পর সাইটি টিউনার এবং পাঠকের অভাবে এমনিতে বন্ধ করে দেওয়া লাগবে। এত অভিজ্ঞ এডমিনগন কি করে। আপনাদের কি সমস্যা আপনারাই ভালো
জ়ানেন। একটা পরামর্শ সাইটি অন্য পোগ্রামে স্থানান্তর করা যায় কিনা বিবেছনা করবেন যেমন জুমলা। ভূল হলে ক্ষমা করবেন।

    মুভ করা বোধহয় সম্ভব হবে না। ডাটা লসের ঝুকি আছে।
    তবে ওয়েবসার্ভার চেঞ্জ করে দেখতে পারেন। যেন স্পীডী সার্ভারের মধ্যে আছে Nginx বা Litespeed.

    এক্সপির জন্য ও।

সুন্দর টিউন ধন্যবাদ আপনাকে।

ভাইয়া ডাবল

সবই ঠিক ঠাক মতো করেছি।
txt বাদ দিয়ে রেজি: দিয়ে ওপেন করেছি।
ok ,ok করেছি। কিন্তিু স্টার্ট মনুতে
activate windows লিখে এন্টার দিলে
সেই আগের মতোই দেখায়।

দুঃখিত অনেক চেষ্টা করেও কাজে লাগাতে পারলামনা তবে টিউনের জন্য ধন্যবাদ।

ধন্যবাদ , Genuine করেছি ।

আমার ডাউনলোড ফাইলটা Genuine wnidows.txt নামে আছে। এখন কি করব ?

আমার ডাউনলোড ফাইলটা Genuine wnidows.txt নামে আছে। এখন কি করব ? আনেক চেষ্টা করেছি পাছিনা। এটা সরাসরি .reg ফাইল দিলে কি হত।

    Level 0

    ভাই চেস্টা করেন পারবেন

ভাইয়া আপনি যদি ফাইলটা আমার ইমেইলে পাঠাইতেন তাহলে উপকার হইত। আমার ইমেইল হল [email protected] vahi amar khubi dorkar.

আমি অনেক েচস্টা করেও পািরনি

try kortase…. dakhi hoi ke na

Level 0

File টা এখানে আর পাওয়া যাচ্ছেনা। আপনি কি আমাকে কোন way তে আমাকে পাঠাতে পারবেন প্লিজ?