আমি আগে Corel videostudio সফটওয়্যারটি ভিডিও এডিটের জন্য ব্যবহার করতাম।এই সফটওয়্যারটি ব্যবহার করা খুবই সহজ।কিন্তু এটা দিয়ে ভালো VFX করা যেত না।তাই আমি Adobe After Effects ব্যবহার করার কথা ভাবলাম।কিন্তু এটা ওপেন করার পর আমার মাথাটাই ঘুরে গেল কেননা এটা খুবই জটিল ছিল।কিন্তু ইউটিউবের দোয়ায় আমি সফটওয়্যারটি ব্যবহার করা শিখছি।ইতিমধ্যে আরো অনেক কিছুই শিখেছি এবং আরো শিখব।একটা VFX ভিডিও ইউটিউবে আপলোডও করেছি।দেখতে চাইলে নিচে একটা ক্লিক করুন।
Screenshots
আমি Mehedi Hasan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ছাত্র
জটিল + মজা পেলাম এটা কি Adobe After Effects দিয়ে করা?